img

Follow us on

Friday, Nov 22, 2024

CBSE Board Exam: ১৫ ফেব্রুয়ারি শুরু হচ্ছে সিবিএসই পরীক্ষা, কবে পাওয়া যাবে অ্যাডমিট?

দশম শ্রেণির পরীক্ষা শেষ হবে মার্চের ২১, ২০২৩ এবং দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষা শেষ হবে এপ্রিল ৫, ২০২৩৷

img

সিবিএসই বোর্ড পরীক্ষা ২০২৩

  2023-02-08 11:18:11

মাধ্যম নিউজ ডেস্ক: আর মাত্র কয়েকদিন পরেই শুরু হতে চলেছে সিবিএসই বোর্ডের দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা (CBSE Board Exam)। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পরীক্ষা শুরু হচ্ছে ১৫ ফেব্রুয়ারি থেকে ৷ 
সিবিএসই ২০২৩-এর সিডিউল অনুযায়ী দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার এই অ্যাডমিট কার্ড প্রকাশ করা হয়েছে সিবিএসই-এর অফিসিয়াল (CBSE Board Exam) ওয়েবসাইট cbse.gov.in. 

দশম শ্রেণির পরীক্ষা শেষ হবে মার্চের ২১, ২০২৩ এবং দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষা শেষ হবে এপ্রিল ৫, ২০২৩৷ পরীক্ষা শুরু হবে সকাল ১০.৩০ থেকে আর তা চলবে ১.৩০ পর্যন্ত৷

কী করে ডাউনলোড করবেন অ্যাডমিট কার্ড? 

  • অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য বোর্ডের ওয়েবসাইটে নিজেদের শংসাপত্র-সহ লগ ইন করতে হবে৷ 
  • এরপর নিজেদের স্কুল থেকে ছাত্রছাত্রীরা অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারে৷
  • সিবিএসই বোর্ডের নিয়ম অনুযায়ী প্রতিটি স্কুল পরীক্ষার কয়েকদিন আগেই ছাত্রছাত্রীদের হাতে অ্যাডমিট কার্ড তুলে দেওয়া হয়৷ স্কুল থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করার সময় পরীক্ষার্থীদের সঙ্গে যেকোনও একটি আইডি প্রুফ থাকা বাঞ্ছনীয়৷

আরও পড়ুন: জোর করে নাবালিকার অন্তর্বাস খুলে দেওয়া ধর্ষণের সমতুল্য! অভিমত কলকাতা হাইকোর্টের  

ছাত্রছাত্রীদের সই করে নিতে হবে অ্যাডমিট কার্ড (CBSE Board Exam)৷ অ্যাডমিট কার্ড পাওয়ার পর অ্যাডমিট কার্ডে লেখা গুরুত্বপূর্ণ নিয়মগুলি পরীক্ষার্থীদের দেখে নিতে হবে৷ অ্যাডমিট কার্ডে লেখা নাম, রোল-নম্বর, সাবজেক্ট কোড-সহ অন্যান্য বিবরণ বিশদে জেনে নিতে হবে৷ কোনও ভুল-ভ্রান্তি থাকলে তা স্কুলকে জানাতে হবে৷ সঙ্গে অ্যাডমিট কার্ডটিকে সাবধানে রাখারও কথা বলা হয়েছে৷ অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষায় বসতে দেওয়া হবে না৷     

বোর্ডের প্রকাশিত সময়সূচী অনুযায়ী সিবিএসই (CBSE Board Exam) দশম শ্রেণির পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি শুরু হবে এবং ২১ মার্চ শেষ হবে। দশম শ্রেণির প্রথম পরীক্ষা হবে পেইন্টিং, তামাং, শেরপা, রাই, গুরুং এবং থাই বিষয়। দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হবে ১৫ ফেব্রুয়ারি। শেষ হবে ৫ এপ্রিল। ৮০ নম্বরে নেওয়া হবে পরীক্ষা। ইংরেজি সাহিত্য ছাড়া পাঁচটি বিভাগে হবে পরীক্ষা হবে।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

 

Tags:

Admit Card

CBSE Board Exam 2023


আরও খবর


খবরের মুভি