কুয়েট পিজির ফল প্রকাশের পরেই বিশ্ববিদ্যালয়গুলিকে ভর্তির প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছে ইউজিসি।
কুয়েট পিজি ফল
মাধ্যম নিউজ ডেস্ক: সোমবার কুয়েট পিজি-র ফল (CUET-PG Results) প্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (National Testing Agency)। বিকেল ৪টের সময় ফল ঘোষণা করা হয়। রবিবার একথা আগেই জানিয়েছিলেন ইউজিসি-র চেয়ারম্যান এম জগদেশ কুমার (UGC Chairman M Jagadesh Kumar)। বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতকোত্তরে ভর্তির জন্য কুয়েট পিজি পরীক্ষা নেওয়া হয়েছিল।
আরও পড়ুন: কুয়েট ইউজি-র ফল প্রকাশ করেছে এনটিএ, দেখবেন কী করে?
১-১২ সেপ্টেম্বর দেশের ৫০০টি শহর এবং দেশের বাইরের ১৩টি শহরে এই পরীক্ষা নেওয়া হয়। মোট ৩.৫৭ লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষায় বসেন। প্রকাশিত হয়েছে সেই পরীক্ষার ফল। এখন পরীক্ষার্থীরা চাইলে cuet.nta.nic.in - এই ওয়েবসাইটে ফল দেখতে পারবেন এবং স্কোরকার্ড ডাউনলোড করতে পারবেন। দেশের প্রথম সারির ৬৬টি বিশ্ববিদ্যালয় কুয়েটের মাধ্যমে পরীক্ষার্থীদের ভর্তি নেবে। এর মধ্যে রয়েছে বহু কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়।
কুয়েট পিজির ফল প্রকাশের পরেই বিশ্ববিদ্যালয়গুলিকে ভর্তির প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছে ইউজিসি। ইউজিসি বিশ্ববিদ্যালয়কে চিঠি দিয়ে ওয়েবসাইট এবং ওয়েব পোর্টাল খোলার নির্দেশ দিয়েছে। যাতে পড়ুয়াদের ভর্তির প্রক্রিয়া আরও সহজ হয়।
কী করে স্কোর কার্ড ডাউনলোড করবেন?
১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ১০টায় কুয়েট ইউজি-র (CUET UGResult 2022) ফলপ্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। ১৫ জুলাই-৩০ অগাস্টের মধ্যে নেওয়া হয়েছিল কুয়েট ইউজি পরীক্ষা। ভারতের ২৫৯টি শহর এবং দেশের বাইরের ৯টি শহরে ৪৮৯টি কেন্দ্রে পরীক্ষা হয়। প্রায় ১৪,৯০০০০ পরীক্ষার্থী পরীক্ষা দেন।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
Tags: