পরীক্ষা হবে ৫ ও ৬ সেপ্টেম্বর, আগামী সোম এবং মঙ্গলবার
প্রতীকী ছবি
মাধ্যম নিউজ ডেস্ক: কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট (পিজি) এর পরীক্ষার দিনক্ষণ আগেই ঘোষণা করেছে ইউজিসি। স্নাতোকোত্তরে ভর্তির প্রক্রিয়ার জন্য এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় পরীক্ষার্থীদের। ইউজিসি জানিয়েছে পরীক্ষার কেন্দ্রে যদি অ্যাডমিট ছাড়া কোন পড়ুয়া প্রবেশ করতে চান, তাহলে তা মেনে নেওয়া হবে না। এজন্য সিইউইটির ওয়েবসাইটে গিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে তার প্রিন্ট করে পরীক্ষার কেন্দ্রে নিয়ে যেতে হবে। ওই অ্যাডমিট কার্ডেই লেখা থাকবে পরীক্ষার কেন্দ্রের যাবতীয় তথ্য ও পরীক্ষার্থীর তথ্য। চলতি মাসের শুরুতে ১,২,৩,৪ তারিখের পরীক্ষা হয়েও গিয়েছে। ৫ও ৬ সেপ্টেম্বর পরীক্ষার অ্যাডমিট কার্ড শনিবার প্রকাশ করেছে ন্যাশানাল টেস্টিং এজেন্সি (NTA)।
আরও পড়ুন: পিছিয়ে গেল ইউজিসি নেটের দ্বিতীয় পর্ব, জানুন বিস্তারিত
সময় থাকতেই শিক্ষার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে কমন ইউনিভার্সিটি এন্ট্রাস টেস্ট (CUET) ২০২২-এর অ্যাডমিট কার্ড চেক এবং ডাউনলোড করতে পারবেন। এ ক্ষেত্রে নিজের অ্যাপলিকেশন নম্বর, জন্ম তারিখ এবং সিকিউরিটি পিনের প্রয়োজন হবে।
আরও পড়ুন: কুয়েটের সঙ্গে জেইই এবং নীট সংযুক্তিকরণের পথে ইউজিসি? জানুন বিস্তারিত
কী করে ডাউনলোড করবেন অ্যাডমিট?
১. প্রথমেই যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইট cuet.nta.nic.in-এ।
২. হোমপেজে, অ্যাডমিট কার্ড-এর লিঙ্কে ক্লিক করতে হবে।
৩. আপনার অ্যাপলিকেশন নম্বর, জন্ম তারিখ এবং সিকিউরিটি পিন লিখুন।
৪. আপনার অ্যাডমিট কার্ড স্ক্রিনে দেখতে পাবেন।
৫. এখান থেকেই ডাউনলোড করুন এবং ভবিষ্যতের জন্য প্রিন্ট আউট করে নিন।
কমন ইউনিভার্সিটি টেস্ট একটি কঠিন স্নাতকোত্তর প্রবেশিকা পরীক্ষা বলে মনে করা হয়। এই পরীক্ষায় বসার জন্য শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম করতে হয়। পরীক্ষার্থীদের মধ্যে চলে কঠোর লড়াই। তাই প্রতিটি পদক্ষেপ গুরুত্বপূর্ণ।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।