img

Follow us on

Friday, Nov 22, 2024

CUET Phase 2: কুয়েট ইউজি ফেজ ২ -এর অ্যাডমিট কার্ড প্রকাশ করল এনটিএ, জানুন বিস্তারিত

পরীক্ষার্থীর নাম, ছবি, রোল নম্বর, পরীক্ষা কেন্দ্র, পরীক্ষার সময়ের মতো গুরুত্বপূর্ণ তথ্য থাকবে অ্যাডমিট কার্ডে।

img

কুয়েট অ্যাডমিট কার্ড

  2022-08-03 14:13:36

মাধ্যম নিউজ ডেস্ক: মঙ্গলবার আন্ডার গ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় সাধারণ প্রবেশিকা পরীক্ষার ফেজ ২ (CUET UG Phase 2) -এর অ্যাডমিট কার্ড (Admit Card) প্রকাশ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। cuet.samarth.ac.in - এই লিঙ্ক থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা। অ্যাপ্লিকেশন নম্বর এবং জন্মের তারিখ দিয়ে লগইন করলেই হল টিকিট পেয়ে যাবেন পরীক্ষার্থীরা। কুয়েট ফেজ ২ পরীক্ষা শুরু হবে ৪ অগাস্ট এবং শেষ হবে ২০ অগাস্ট। 

আরও পড়ুন: কুয়েট পরীক্ষায় বসছেন? জেনে নিন এই নিয়মগুলি 

কী কী তথ্য থাকবে অ্যাডমিট কার্ডে?

পরীক্ষার্থীর নাম, ছবি, রোল নম্বর, পরীক্ষা কেন্দ্র, পরীক্ষার সময়ের মতো গুরুত্বপূর্ণ তথ্য থাকবে অ্যাডমিট কার্ডে। অ্যাডমিট কার্ডে যে নিয়ম মালা দেওয়া আছে, তা ভালো করে পড়ে নিতে হবে পরীক্ষার্থীকে। 

যারা ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি বেছেছেন, তাঁদের দুটি স্লটে নেওয়া হবে পরীক্ষা। এই দ্বিতীয় ফেজের জন্যে রেজিস্ট্রেশন করেছেন ৬.৮ লক্ষ পড়ুয়া। 

আরও পড়ুন: ক্যাটের বিজ্ঞপ্তি জারি, রেজিস্ট্রেশন শুরু ৩ অগাস্ট 

পরীক্ষা কেন্দ্রে যাওয়ার আগে  কী কী বিষয় মাথায় রাখতে হবে? 

পরীক্ষার ২ ঘণ্টা  আগে রিপোর্ট করতে হবে পরীক্ষার্থীকে। 

অ্যাডমিট কার্ডে যে সময় দেওয়া থাকবে সেই সময়েই পরীক্ষা কেন্দ্রে আসতে হবে। তার আগে বা পরে না। 

গেট বন্ধ হওয়ার পরে আর কোনও পরীক্ষার্থীকে ঢুকতে দেওয়া হবে না।

অ্যাডমিট কার্ডের প্রিন্টেড কপি নিজের সই করে নিয়ে যেতে হবে। 

একটি আইডি কার্ডও সঙ্গে রাখতে হবে। 

আরও পড়ুন: 'কুয়েট' স্নাতক প্রবেশিকা পরীক্ষার দিন ঘোষণা এনটিএ-র, বিশদে জেনে নিন

কী নিয়ে যাওয়া যাবে, কী নেওয়া যাবে না?

স্বচ্ছ জলের বোতল, স্যানিটাইজার এবং বল পেন নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাওয়া যাবে। সঙ্গে রাখতে হবে অ্যাডমিট। 

একটি পাসপোর্ট সাইজের ছবিও রাখতে হবে সঙ্গে। 

নিজের মাস্ক পরে পরীক্ষা কেন্দ্রে ঢোকা যাবে না। পরীক্ষা কেন্দ্র থেকেই দেওয়া হবে মাস্ক। 

 

Tags:

NTA

CUET Phase 2

Admit Card 


আরও খবর


খবরের মুভি