২ লক্ষ ১৫ হাজার চারশো ছিয়াশি জন প্রার্থী ভর্তির আবেদন জানিয়েছে Delhi University Admission...
দিল্লী বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তর বিষয়ের ভর্তির দিন বাড়িয়েছে
মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লি বিশ্ববিদ্যালয় (Delhi University) সোমবার স্নাতক বিষয়ের ভর্তির তারিখ ১২ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে। বিশ্ববিদ্যালয় একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, প্রথম আসন বরাদ্দের তালিকা ১৮ অক্টোবর প্রকাশিত হবে। আসন বরাদ্দের তিনটি রাউন্ড করা হবে অন্তিমে রাউণ্ডে সিট বরাদ্দ করা হবে।
দিল্লী ইউনিভার্সিটি গত মাসে ৭০ হাজার আসন ভর্তির জন্য বিজ্ঞপ্তি দেয়। এবছর দ্বাদশ শ্রেণীর রেজাল্টের পরিবর্তে ইউনিভার্সিটি প্রবেশিকা পরীক্ষার আয়োজন করেছিল।১২ সেপ্টেমর এক সাথেই সিট বরাদ্দের সাথে সাথে ভর্তি নেওয়া হবে ছাত্রটিকে। তিন ধাপে পরিচালিত এই সিস্টেমটির নাম দেওয়া হয়েছে সিএসএএস (Common Seat Allocation System)। আবেদনপত্র জমা, বিষয় নির্বাচন এবং সবশেষে আসন বরাদ্দ ও ভর্তি। সোমবার এই পোর্টালটি বন্ধ হবার কথা থাকলেও আরও দুদিন সময় বাড়ানো হয়েছে।
সোমবার রাত ৮ টা পর্যন্ত এই পোর্টালে ২ লক্ষ ১৫ হাজার চারশো ছিয়াশি জন ছাত্র নিজের নাম নথিভুক্ত করেছে।
শুক্রবার দিল্লী ইউনিভার্সিটি একটি সিমুলেটেড তালিকা প্রকাশ করবে যার মাধ্যমে ছাত্রছাত্রীরা কোন কলেজে চান্স পেতে পারে তার সম্ভাব্য ধারণা পেয়ে যাবে। যদিও বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের তাঁদের পছন্দগুলি পরিবর্তনের সুযোগ দেবে। সংশোধন করার জন্য দিল্লী বিশ্ববিদ্যালয়ের সংশোধনী পোর্টাল বুধবার বিকেল ৫ টা পর্যন্ত খোলা থাকবে। এর পরে আর নতুন করে কোনও সংশোধনের সুযোগ থাকবে না ছাত্রদের হাতে।
আরও পড়ুন: দিল্লি বিশ্ববিদ্যালয়ের কোন কলেজ এবং প্রোগ্রামে সবথেকে বেশি পড়ুয়া আবেদন করেছেন, দেখে নিন
বিশ্ববিদ্যালয় OBC-NCL, EWS, SC, ST, সংখ্যালঘু, PwBD এবং CW প্রার্থীদের জন্য পুনরায় নথি আপলোড করার সুবিধা দিয়েছেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক ক্ষেত্রে আপলোড করা নথির ভিত্তিতে সিট বরাদ্দ হলেও কলেজে নির্দিষ্ট দিনে শারীরিক ভাবে কাগজপত্র ভেরিফিকেশনের সময় কেউ ভুল তথ্য বা উপযুক্ত নথি দেখাতে না পারলে তার ভর্তি বাতিল করে হবে।
প্রথম রাউন্ড ১৭ নভেম্বর ঘোষণা করা হবে। বরাদ্দকৃত আসন গ্রহণের প্রক্রিয়া ১৯ থেকে ২১ তারিখ পর্যন্ত চলবে।এর পর ধাপে ধাপে চলবে।