img

Follow us on

Saturday, Jan 18, 2025

ISC Result 2022: প্রকাশিত হয়েছে আইএসসি বোর্ডের ফল, পাশের হার ৯৯.৩৮ শতাংশ

প্রথম স্থানে রয়েছেন আটারো জন।

img

আইএসসি ফল

  2022-07-25 14:09:27

মাধ্যম নিউজ ডেস্ক: অবশেষে প্রতীক্ষার অবসান। রবিবার প্রকাশিত হয়েছে আইএসসি (ISC) বোর্ডের দ্বাদশ শ্রেণির ফল। কিছুদিন আগেই আইসিএসসি এবং সিবিএসই বোর্ডের ফল প্রকাশিত হয়েছে। আইএসসি বোর্ডের পড়ুয়ারা অপেক্ষায় দিন গুনছিলেন। বোর্ডের তরফ থেকে আগেই ঘোষণা করা হয়েছিল বিকেল ৫টায় ফল প্রকাশিত হবে। সেইমতো বিকেল ৫টা থেকেই cisce.org -এই ওয়েবসাইটে দেখা যাচ্ছে ফল। পাশের হার ৯৯.৩৮ শতাংশ। 

আরও পড়ুন: সিবিএসই-র দশম শ্রেণির ফল প্রকাশিত, পাশের হার ৯৪.৪০%
 
প্রথম স্থানে রয়েছেন আটারো জন। পেয়েছেন ৯৯.৭৫ শতাংশ নম্বর। দ্বিতীয় স্থানে রয়েছেন ৫৮ জন। পেয়েছেন ৯৯.৫ শতাংশ নম্বর। তৃতীয় স্থানে রয়েছেন ৭৮ জন। পেয়েছেন ৯৯.২৫ শতাংশ। 

আরও পড়ুন: কুয়েট পরীক্ষায় বসছেন? জেনে নিন এই নিয়মগুলি

আইএসসি সূত্রে খবর, এবারে ছাত্রদের পাশের হার ৯৯.২৬ শতাংশ। পাশের হারে ছাত্রদের টপকে গিয়েছেন ছাত্রীরা। ছাত্রীদের পাশের হার ৯৯.৫২ শতাংশ। মোট ৯৬,৯৪০ জন পরীক্ষার্থী এবার পরীক্ষায় বসেছিলেন। ফেল করেছেন ১৭ জন। 

আরও পড়ুন: দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল প্রকাশ করল সিবিএসই, পাশের হার ৯২.৭১%  

দক্ষিণ ভারতেয় সব থেকে ভাল ফল করেছেন পরীক্ষার্থীরা। এই অঞ্চলে পাশের হার ৯৯.৮১ শতাংশ। এই অঞ্চলে মেয়েদের পাশের হার ৫২.১২ শতাংশ। মেধা তালিকায় বেশি জায়গা করে নিয়েছেন চণ্ডীগড়, ছত্তিসগঢ়,, হরিয়ানা, হিমাচল প্রদেশ, মধ্য প্রদেশ, নয়া দিল্লি এবং এনসিআর, পঞ্জাব, উত্তর প্রদেশ, উত্তরাখণ্ডের পড়ুয়ারা। পশ্চিম ভারতে পড়ুয়াদের পাশের হার ৯৯.৫৮ শতাংশ। উত্তর ভারতে ৯৯.৪৩ শতাংশ এবং পূর্ব ভারতে ৯৯.১৮ শতাংশ। বিশেষভাবে সক্ষম ৬ জন পড়ুয়া ৯০ শতাংশের ওপরে নম্বর পেয়েছেন। 

ইতিমধ্যে ১৮ জুলাই থেকে রাজ্যে স্নাতক স্তরে অনলাইনে ভর্তির ফর্ম দেওয়া শুরু হয়েছে। ফর্ম তোলা ও জমা দেওয়ার শেষ তারিখ ৫ অগাস্ট। অন্যান্য বোর্ডের ফল প্রকাশিত হলেও, কলেজে ভর্তি নিয়ে দুশ্চিন্তায় ছিলেন আইএসসি বোর্ডের পড়ুয়ারা। পরী‌ক্ষা শেষ হয়েছে ১৩ জুন। পরীক্ষা শেষ হওয়ার ৪১ দিনের মাথায় প্রকাশিত হল ফল। এবার বেশ খানিকটা নিশ্চিন্ত পড়ুয়া এবং অভিভাবকরা।  

 

Tags:

ISC

ISC Board

12th Result

ISC Board Result 2022


আরও খবর


খবরের মুভি