img

Follow us on

Sunday, Jan 19, 2025

JEE Main Result: প্রকাশিত হল জেইই মেইন- এর ফল, জানুন বিস্তারিত

এ বছর ৮ লাখেরও বেশি পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন।

img

জেইই মেইন ফলাফল

  2022-07-11 18:59:11

মাধ্যম নিউজ ডেস্ক: অপেক্ষার অবসান। অবশেষে জয়েন্ট এন্ট্রান্স মেইনের (JEE Main 2022) প্রথম সেশনের ফলাফল প্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। ১১ জুলাই মাঝরাতে ফলাফল ঘোষণা করা হয়। শিক্ষার্থীরা http://jeemain.nta.nic.in- এই ওয়েবসাইটে তাঁদের পরীক্ষার ফল দেখতে পারবেন। এই সেশনে ১৪ জন পরীক্ষার্থী ১০০ শতাংশ স্কোর করেছেন অর্থাৎ পূর্ণ নম্বর পেয়েছেন। এদের মধ্যে তালিকায় সাধারণ  বিভাগের ১০ জন ছাত্র, ওবিসি-এনসিএল বিভাগের ২ জন ছাত্র এবং সাধারণ-ইডাবলিউএস বিভাগের ২ জন ছাত্র রয়েছে৷ জেইই মেইন সেশন ২ পরীক্ষার ফল ঘোষণার পরে প্রথম কে তাঁর নাম ঘোষণা করা হবে।

এ বছর ৮ লাখেরও বেশি পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন। জেইই সেশন ১- এর ফলাফল ঘোষণা করা হয় প্রায় মধ্যরাত ১:৩০ টার দিকে। তারপরেই জেইই মেইন স্কোর কার্ড ২০২২ ডাউনলোড করার লিঙ্কগুলিও  সক্রিয় করেছে এনটিএ।

এবার ভারতের বাইরের ১৭টি শহরসহ দেশের ৪০৭টি শহরের ৫৮৮টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছিল।

আরও পড়ুন: আজই প্রকাশিত হতে পারে জেইই মেইন পরীক্ষার ফল, জানুন বিস্তারিত

গত বছরের মতন, এইবার পরীক্ষা চারটির পরিবর্তে মাত্র দুটি সেশনে নেওয়া হচ্ছে। 

জেইই মেইন ২০২২ সেশন ২- এর জন্যে আবেদন প্রক্রিয়া চলছে৷ জুলাই ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, এবং ৩০ সেশন ২- এর পরীক্ষা নেবে এনটিএ। 

কী করে দেখবেন ফল:

  • প্রথমে জেইই মেইন-এর অফিসিয়াল ওয়েবসাইট, jeemain.nta.nic.in দেখুন।
  • হোম পেজে, 'জেইই মেইন সেশন-১ ফলাফল লিঙ্ক'-এ ক্লিক করুন।
  • এরপর লগইন করে ক্রেডেনশিয়াল লিখুন।
  • জেইই মেইন সেশন-১ ফলাফল স্ক্রিনে খুলবে।
  •  ফলাফল দেখুন ও ডাউনলোড করুন।
  • ফলাফলের একটি প্রিন্টআউট নিন এবং আরও রেফারেন্সের জন্য এটি আপনার কাছে রাখুন।

উভয় শিফটের এনটিএ স্কোর একত্রিত করে সামগ্রিক যোগ্যতা তৈরি করা হবে। জেইই মেইন কাট-অফ এবং অল ইন্ডিয়া র‍্যাঙ্ক (এআইআর) জেইই মেইন সেশন ২ এর পরেই প্রকাশিত হবে। 

একনজরে মেধা তালিকা: 

তেলেঙ্গানা থেকে জাস্টি যশবন্ত ভিভি এস

 হরিয়ানার সার্থঙ্ক মহেশ্বরী

 তেলেঙ্গানার অনিকেত চট্টোপাধ্যায়

 তেলেঙ্গানা থেকে ধীরজ কুরুকুন্দা

 অন্ধ্রপ্রদেশের কোয়না সুহাস

 ঝাড়খণ্ডের কুশাগ্র শ্রীবাস্তব

 পাঞ্জাবের মৃণাল গর্গ

 আসাম থেকে স্নেহা পারেক

 রাজস্থানের নভ্যা

 অন্ধ্রপ্রদেশের পেনিকালপতি রবি কিশোর

 অন্ধ্র প্রদেশের প্লিসেটি কার্তিকেয়া

 

Tags:

NTA

JEE Main

Result