img

Follow us on

Thursday, Nov 21, 2024

Short Term Course: ভালো কেরিয়ার গড়তে ১০টি স্বল্পমেয়াদি কোর্স সম্পর্কে জানুন

Short Term Course: প্রথাগত কোর্সের বাইরে, ভিন্ন ধর্মী এই কোর্সগুলি ছাত্র-ছাত্রীদের কাছে ভালো কেরিয়ার অপশন। 

img

Short Term Course

  2022-11-16 17:56:46

মাধ্যম নিউজ ডেস্ক:  জীবনে প্রতিষ্ঠিত হতে, সঠিক কেরিয়ার নির্বাচন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। আজকের দিনে বিভিন্ন কর্মমুখী স্বল্প মেয়াদী কোর্স (Short term Course) করানো হয় সারা দেশব্যাপী অসংখ্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে। টেকনোলজি, ডিজাইন ,ম্যানুফ্যাকচারিং ইত্যাদি নানা রকম কোর্স চালু রয়েছে। স্বল্পমেয়াদি কোর্স (Short term Course) করে স্বনির্ভর হওয়া সম্ভব। আজকে আমরা আলোচনা করব এমনই ১০টি স্বল্প মেয়াদী কোর্স (Short Term Course) সম্পর্কে। প্রথাগত কোর্সের বাইরে, ভিন্ন ধর্মী এই কোর্সগুলি ছাত্র-ছাত্রীদের কাছে ভালো কেরিয়ার অপশন। 

১) গেম ডিজাইন

প্রথমেই বলা যাক এই  স্বল্পমেয়াদী কোর্সটির (Short term Course) বিষয়ে। মোবাইল গেম খেলতে কার না আবার ভালো লাগে। আজকের কৈশোর তো বলতে গেলে আউটডোর গেমস এর থেকে মোবাইল গেম বেশি পছন্দ করে। যদি আপনারও ভিডিও গেমে আগ্রহ থাকে তাহলে এই আগ্রহকেই পেশা বানিয়ে নিতে আর দেরি করবেন না। ভিডিও গেমের ডিজাইন, গ্রাফিক্স , ইত্যাদি বানানো এই কোর্সে শেখানো হয়। গেম ডিজাইনিং কোর্সের উপর ডিপ্লোমা করানো হয় ভারতবর্ষের বিভিন্ন কলেজে। এই স্বল্প মেয়াদী কোর্সটি (Short term Course) করে আপনি কেরিয়ার নির্বাচন করতে পারেন নিম্নলিখিত পেশাদার কর্মী হিসেবে।

1. Multimedia Artists and Animators

2. Software Developers

3. Art Directors

4. Graphic Designers

5. Web Developers

6. Final Thoughts

২) ডেটা সায়েন্স

US Bureau of Labor Statistics এর সমীক্ষা অনুযায়ী ২০২৬ এর মধ্যে ২৭% চাকরি বুস্ট করবে ডেটা সায়েন্স। ভবিষ্যতের সেরা চাকরি বেছে নিতে ডেটা সায়েন্স কোর্সের জুড়ি মেলা ভার। কম্পিউটার ,অংক, স্ট্যাটিসটিক্স, ডেটা অ্যানালিসিস এগুলোতে যদি আগ্রহ থাকে তাহলে বেছে নিতে পারেন এই কোর্সটি। প্রতিটি শিল্প ক্ষেত্রে এবং বাণিজ্য ক্ষেত্রে প্রয়োজন হয় ডেটা সায়েন্স কোর্স পাশ দের। তাদের কাজ হল, বিগ ডেটা অ্যানালাইস করা এবং ব্যবসার উন্নতিতে কাজ করা। সফল পেশাদার হিসেবে বেছে নিতে পারেন নিম্নলিখিত কেরিয়ার গুলি-
1. Data Scientist

2. Machine Learning Engineer

3. Machine Learning Scientist

4. Applications Architect

5. Enterprise Architect

৩) সাইবার সিকিউরিটি

একবিংশ শতকে এটা ইনফরমেশন টেকনোলজির যুগ চলছে। টাকা লেনদেন থেকে যাবতীয় ব্যক্তিগত তথ্য আদান-প্রদান সবকিছুই অনলাইনে করতে হয়। তাই সাইবার সিকিউরিটি নামের এই স্বল্প মেয়াদী কোর্সের (Short term Course) চাহিদা এখন তুঙ্গে। কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশন এই ব্যাকগ্রাউন্ডের ছাত্ররা এই স্বল্প মেয়াদী কোর্স  (Short term Course) নিয়ে পড়াশোনা করতে পারেন। সরকারি এবং বেসরকারি বিভিন্ন ক্ষেত্রে এই স্বল্পমেয়াদি কোর্সের (Short term Course) মাধ্যমে নিয়োগ করা হয়। ‌ কর্মমুখী এই স্বল্প মেয়াদী কোর্সের (Short term Course) মাধ্যমে আপনারা যে কেরিয়ারগুলিকে অপশন হিসেবে বেছে নিতে পারেন সেগুলি হল-

1. Cybersecurity Analyst

2. Cybersecurity Consultant

3. Cyber Security Manager/Administrator

4. Software Developer/Engineer

5. Systems Engineer

৪) ফার্মাকোলজি

এই স্বল্পমেয়াদি কোর্স (Short term Course) করে মোটা মাইনের সরকারি বা বেসরকারি কাজের সুযোগ রয়েছে। বিভিন্ন রিসার্চ ইনস্টিটিউশন ,হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, ফার্মাসিউটিক্যাল অ্যান্ড বায়োটেক ইন্ডাস্ট্রি ইত্যাদিতে যথেষ্ট চাহিদা রয়েছে এই স্বল্প মেয়াদী কোর্সের (Short term Course)। আসুন এবার দেখে নিই, পেশাদার কর্মী হিসেবে কোন কোন কেরিয়ার অপশন আপনি পাবেন এই স্বল্পমেয়াদি কোর্স (Short term Course) করে। 

1. Pharmacist

2. Pharmacologist

3. Pharmaceutical Sales Representative

4. Pharmaceutical Marketing Manager

5. Medical Writer

৫ ) কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট

প্রতিটি দেশের অর্থনীতি যত এগোচ্ছে তত বেশি কনস্ট্রাকশন এর কাজ হচ্ছে। সরকারি স্তরে হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান গুলির আধুনিকীকরণ থেকে শুরু করে ব্যক্তিগত উদ্যোগে গৃহ নির্মাণ, শহুরে এলাকায় ফ্ল্যাট তৈরি এগুলো চলছে। তাই কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট এই স্বল্প মেয়াদী কোর্সটি (Short term Course) সময়োপযোগী এতে কোন সন্দেহ নেই। বৃহৎ কনস্ট্রাকশন গুলিতে প্রয়োজন হয় কনস্ট্রাকশন ম্যানেজারের। সার্বিক পরিকল্পনা থেকে , কন্ট্রাক্টর হায়ার করা সমেত সমস্ত খুঁটিনাটি কাজ দেখে নিতে হয় কনস্ট্রাকশন ম্যানেজারদের। এই স্বল্পমেয়াদি কোর্সে (Short term Course) করে একটি ভালো কেরিয়ার অপশন তৈরি করা যায়। কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট এই স্বল্পমেয়াদি কোর্স  (Short term Course)করে আপনি বেছে নিতে পারেন নিচের যে কোন একটি কেরিয়ার অপশন।

1. Construction Manager

2. Project Engineer

3. Estimator

4. Construction Inspector

5. Civil Engineer

আরও পড়ুন: পড়ুন ডেটা সায়েন্স, মাইনে মিলবে মোটা অঙ্কের

৬) হিউম্যান রিসোর্স

প্রথমে খোঁজ নিতে হবে যে কোন কোন প্রতিষ্ঠানে মানবসম্পদ বিভাগ রয়েছে। সাধারণত বড় বড় দেশি এবং বহুজাতিক সংস্থাগুলিতে এই বিভাগ থাকে। গার্মেন্টস, ফ্যাক্টরি ,মিডিয়া হাউজ, প্রকাশনা সংস্থা, টেলি কমিউনিকেশন এবং শিল্প প্রতিষ্ঠানে কাজের সুযোগ রয়েছে এই স্বল্প মেয়াদী কোর্স   (Short term Course) করে। নিম্নলিখিত পদগুলিতে নিয়োগ করা হয় এই স্বল্পমেয়াদী কোর্স (Short term Course) যারা করে থাকেন।

1. HR Officer

2. Human Resources Manager

3. HR Consultant

4. Executive Recruiter

5. Compensation and Benefits Manager

৭) নার্সিং

এই কর্মমুখী কোর্সের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। পশ্চিমবঙ্গ থেকে অনেকেই আছে যারা বেঙ্গালুরুতে নার্সিং পড়তে যায়। স্বাস্থ্য বিষয়ক এই কোর্স করে বিভিন্ন ছোট বড় বেসরকারি হাসপাতালে অথবা সরকারি হাসপাতালে কাজের সুযোগ রয়েছে। এই কোর্স করে নিম্নলিখিত পেশাগুলিকে বেছে নেওয়া যায়।

1. Registered Nurse (RN)

2. Certified Registered Nurse Anesthetist (CRNA)

3. Cardiac Nurse

4. Critical Care Nurse and ER Nurse

5. Family Nurse Practitioner (FNP)

৮) ব্যবসা বিষয়ক কোর্স

ফাইন্যান্স ,মার্কেটিং, একাউন্টেন্ট ইত্যাদি বিভিন্ন স্বল্প মেয়াদী কোর্স (Short term Course) রয়েছে, যেগুলোই ব্যবসার সাথে সম্পর্কিত। ছোট বড়ো বিভিন্ন বাণিজ্য সংস্থায় এই স্বল্পমেয়াদী কোর্স (Short term Course) পাশ ছাত্র-ছাত্রীদের নিয়োগ করা হয়। নিম্নলিখিত পেশা গুলিকে বেছে নিতে পারেন ব্যবসা বিষয়ক নানা রকম কোর্স করে।

1. Accountant

2. Management Consultant

3. Financial Analyst

4. Actuary

5. Corporate Attorney (also requires a law degree)

৯) বিজ্ঞাপন ও মার্কেটিং বিষয়ক কোর্স

এই যুগ বিজ্ঞাপনের যুগ। বিভিন্ন ছোট বড় সংস্থা, প্রতিষ্ঠান, সরকারি হোক বা বেসরকারি, বিজ্ঞাপন দিতেই হয়। সোশ্যাল মিডিয়ার যুগে এর ক্ষেত্র আরো অনেকটা বৃদ্ধি পেয়েছে। বিজ্ঞাপন এবং মার্কেটিং বিষয়ে বিভিন্ন স্বল্প মেয়াদী কোর্স (Short term Course) পাশ করে নিম্নলিখিত পেশাগুলিকে বেছে নিতে পারেন।

1. Marketing Manager

2. SEO Manager

3. Fundraising Manager

4. Event Planner

5. Social Media Manager

১০) অর্থনীতি বিষয়ক বিভিন্ন কোর্স

অর্থনৈতিক বিষয়ক বিভিন্ন স্বল্প মেয়াদী কোর্স (Short term Course) পাশ করলে পাবলিক পলিসি, হেলথ কেয়ার রিফর্ম ,আরবান প্ল্যানিং সমেত অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়। স্বল্প মেয়াদি কোর্সগুলি (Short term Course)পাশ করার পরে যে যে পেশাগুলিতে কেরিয়ার তৈরি করা যায় সেগুলি হল-

1. Economist

2. Financial risk analyst

3. Data analyst

4. Financial planner

5. Accountant

Tags:

Short Term Courses

Career options

Job Oriented courses

Short Tern Course


আরও খবর


খবরের মুভি