বর্তমান ভারতে ট্যুরিজম ইন্ড্রাস্ট্রি ব্যাপক ভাবে বৃদ্ধি পাচ্ছে।
ট্যুর অ্যান্ড ট্রাভেলস কোর্স
মাধ্যম নিউজ ডেস্ক: মানুষ মাত্রই ভ্রমণ পিপাসু। মনোরম পাহাড়ী পরিবেশ, সমুদ্র স্রোতের গর্জন, পার্বত্য উপত্যকা এসবের টান কার আবার না থাকে। জানেন কি? ভ্রমণের এই নেশাকে পেশা বানিয়ে নেওয়ার জন্য ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর উপর চালু হয়েছে বিভিন্ন কোর্স (tour and travel course)। বিশ্বের বিভিন্ন দেশ গুলিতে সবথেকে বেশী রাজস্ব যে ক্ষেত্র থেকে আসে সেটা ট্যুরিজম। করোনা মহামারির সময় কমবেশি সব দেশেই ক্ষতিগ্রস্ত হয়েছে এই ক্ষেত্র। ট্যুরিজম ক্ষেত্রের গুরুত্ব আগামীদিনে বাড়তে চলেছে। দরকার পড়বে পেশাদার কর্মীর। এবার ট্রাভেল ও ট্যুরিজম কোর্স গুলির উপর বিস্তারিত জেনে নেওয়া যাক।
বর্তমান ভারতে ট্যুরিজম ইন্ড্রাস্ট্রি ব্যাপক ভাবে বৃদ্ধি পাচ্ছে। এই ক্ষেত্রটি আজ দেশের মধ্যে অন্যতম বৃহৎ এবং লাভজনক ক্ষেত্রে পরিণত হয়েছে। ভারতের স্থাপত্য, ভাস্কর্য , ঐতিহাসিক স্থানের প্রতি বিদেশি পর্যটকদের আকর্ষণ বরাবরই আছে। তাই ট্যুরিজম সেক্টরে বিদেশি মুদ্রার বিনিময়ের হারও বেশ ভালো। বিভিন্ন সমীক্ষায় উঠে এসেছে,এদেশে ২০২৫ এর মধ্যে ৪কোটি ৫০ লক্ষ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরী হবে এই সেক্টরে। ভারতের ছাত্রদের একটি ভালো কেরিয়ার তৈরীর সুযোগ রয়েছে এই সেক্টরে। বিভিন্ন ট্রাভেল এজেন্সি, সরকারের পর্যটন দপ্তর, ট্যুর অপারেশন, শুল্ক বিভাগ, হোটেল ইত্যাদি জায়গায় কর্মসংস্থানের সুযোগ রয়েছে।
ছাত্ররা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এর উপর ডিগ্রি, ডিপ্লোমা, সার্টিফিকেট কোর্স করতে পারবে। স্নাতক, স্নাতকোত্তর এর পাশাপাশি গবেষণার সুযোগ রয়েছে এই বিষয়ে।
এই পেশার সাথে যুক্ত হতে গেলে কিরকম দক্ষতার প্রয়োজন।
ভ্রমণে গেলে মানুষ কে নিজের বাড়ি থেকে অনেকটাই দূরে থাকতে হয়। এখানেই একজন দক্ষ কর্মীর দক্ষতা বোঝা যায়। মানুষটিকে সমস্ত রকমের সুবিধা দিতে হবে যা তিনি বাড়িতে পেতে অভ্যস্ত। এই পেশায় যুক্ত হতে ভ্রমনের প্রতি ভালোবাসা, নতুন নতুন জিনিস শেখার আগ্রহ থাকতে হবে। তার সাথে নিজেকে সর্বদাই আপডেট রাখতে হবে। কিছু গুরুত্বপূর্ণ বিষয় , যা এই সেক্টরে একজন পেশাদার কর্মী হতে সাহায্য করবে। সেগুলো হলো -
১)নিজেকে আত্মবিশ্বাস হতে হবে।
২) ভালো কমিউনিকেশন স্কিল থাকতে হবে।
৩) আকর্ষণীয় ব্যক্তিত্ব থাকলে এই পেশায় উন্নতি সম্ভব।
৪) পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে।
৫) ফ্লেক্সিবেল হতে হবে।
৬) কমিটমেন্ট খুব গুরুত্বপূর্ণ শব্দ এই পেশার ক্ষেত্রে।
৭) অবিরাম কাজ করার উৎসাহ থাকতে হবে।
৮) অ্যাডমিনেস্ট্রশন এবং ম্যানেজমেন্ট এ ভালো দক্ষতা থাকতে হবে।
৯) ধৈর্য্যশীল হতে হবে।
১০) পরিকল্পনা করার দক্ষতা থাকতে হবে।
১১) প্রবলেম সলভিং স্কিল জানতে হবে।
১২) সংগঠন দক্ষতা অবশ্যই গুরুত্বপূর্ণ।
১৩) নেটওয়ার্ক দক্ষতা থাকতে হবে।
১৪) টিম ওয়ার্ক জানতে হবে।
ভারতবর্ষে অনেক কলেজ এবং বিশ্ববিদ্যালয় রয়েছে যেগুলো 'ট্যুর এন্ড ট্রাভেলস' এর উপর সার্টিফিকেট ডিপ্লোমা এবং ডিগ্রী কোর্স করায়।
ট্যুর এন্ড ট্রাভেলস এর উপর ব্যাচেলার ডিগ্রী কোর্স করতে প্রার্থীকে অবশ্যই উচ্চমাধ্যমিক পাস করতে হবে যে কোন শাখায় এবং ৫০ থেকে ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। কলেজ এবং বিশ্ববিদ্যালয় অনুযায়ী নম্বরের শতাংশ কমা বাড়া হয়।
আরও পড়ুন: ঘর আলো করে এসেছে কন্যা সন্তান, মেয়ের কী নাম দিলেন বিপাশা?
প্রার্থীকে অবশ্যই যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েট হতে হবে এবং ৪৫ শতাংশ থেকে ৬০ শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে। কলেজ এবং বিশ্ববিদ্যালয় অনুযায়ী নম্বরের কমা বাড়া হতে পারে। যে সমস্ত প্রার্থীর বিদেশী ভাষায় দক্ষতা থাকবে তারা অগ্রাধিকার পাবে।
প্রাপ্তিকে অবশ্যই যে কোন স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে সঙ্গে থাকতে হবে ৪৫ থেকে ৬০ শতাংশ নম্বর। কলেজ অনুযায়ী নম্বর এর বাড়া কমা হতে পারে।
পিজি ডিপ্লোমা কোর্স
প্রার্থীকে অবশ্যই যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট হতে হবে সঙ্গে থাকতে হবে ৪৫ থেকে ৬০ শতাংশ নম্বর।
এই কোর্স করতে হলে প্রার্থীকে অবশ্যই উচ্চমাধ্যমিক পাস করে থাকতে হবে এবং ৪৫% থেকে ৬০% নম্বর পেয়ে থাকতে হবে।
অনলাইন মোডে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ট্যুর এন্ড ট্রাভেলস বিষয়ে উপরিউক্ত কোর্সগুলো করায়।
ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর উপর এমবিএ করতে হলে
CAT, XAT, GMAT ইত্যাদি পরীক্ষায় বসতে হয়।
৮০০ উপর বিভিন্ন সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেগুলো থেকে ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর উপর বিভিন্ন কোর্স পড়ানো হয়। সরকারি কলেজ এবং বিশ্ববিদ্যালয় গুলি হল-
Institute of Hotel Management Catering Technology & Applied Nutrition (IHM), Chennai
Indira Gandhi National Open University (IGNOU)
Garware Institute of Career Education and Development
University of Mumbai
Banaras Hindu University (BHU)
ট্যুর অ্যান্ড ট্রাভেলসের এর উপর কোর্স করানো হয় এমন জনপ্রিয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গুলির মধ্যে কয়েকটি হল-
IIHM Kolkata
SRM Institute of Hotel Management, Chennai
Parul University, Vadodara
Chandigarh University (CU), Chandigarh
SIITAM, Hyderabad