Madhyamik: মাধ্যমিকে প্রথম কোচবিহারের রামঘোলা হাই স্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন, দ্বিতীয় পুরুলিয়া জেলা স্কুলের ছাত্র সাম্যপ্রিয় গুরু... দেখুন তালিকা
মাধ্যমিকের ফলপ্রকাশ।
মাধ্যম নিউজ ডেস্ক: প্রকাশিত হল মাধ্যমিক ২০২৪-এর ফলাফল (Madhyamik Result 2024)। ৮০ দিনের মাথায় ফলপ্রকাশ হচ্ছে। সাংবাদিকদের মুখোমুখি মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামাণুজ গঙ্গোপাধ্যায়। ২০২৪-এর মাধ্যমিকের ফল ঘোষণা করছেন তিনি। এবার মাধ্যমিকে পাশ করেছে ৭ লক্ষ ৬৫ হাজার ২৫২ জন। চলতি বছরে মাধ্যমিকে পাশের হার ৮৬.৩১ শতাংশ। মাধ্যমিক পরীক্ষায় পাশের হারে ছেলেদের টেক্কা দিল মেয়েরা। মাধ্যমিকে প্রথম হয়েছে কোচবিহারের চন্দ্রচূড় সেন (৬৯৩)। ৯৯ শতাংশ নম্বর পেয়েছে চন্দ্রচূড়। মাধ্যমিকে দ্বিতীয় পুরুলিয়া থেকে সাম্যপ্রিয় গুরু (৬৯২)। পাশের হারে এগিয়ে কালিম্পং। তারপরে রয়েছে পূর্ব মেদিনীপুর। তৃতীয় কলকাতা ও চতুর্থ পশ্চিম মেদিনীপুর।
চলতি বছরেও মাধ্যমিকে জেলার জয় জয়কর। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, এবার মাধ্যমিকে (Madhyamik Result 2024) প্রথম দশে রয়েছে ৫৭ জনের নাম। দক্ষিণ ২৪ পরগনার ৮ জন, দক্ষিণ দিনাজপুরের ৭ জন, পূর্ব বর্ধমানের ৭ জন, পূর্ব মেদিনীপুরের ৭ জন, বাঁকুড়ার ৪ জন, বীরভূমের ৩ জন, উত্তর ২৪ পরগনার ২ জন, হাওড়ার ১ জন, মালদহের ৪ জন, পশ্চিম মেদিনীপুরের ৪ জন, কোচবিহারের ২ জন, হুগলি থেকে ২ জন, নদিয়ার ২ জন, হাওড়ার ১ জন, ঝাড়গ্রামের ১ জন, কলকাতার ১ জন, পুরুলিয়ার ১ জন, উত্তর দিনাজপুরের ১ জন।
মাধ্যমিকে প্রথম হয়েছে কোচবিহারের রামঘোলা হাই স্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন। প্রাপ্ত নম্বর ৬৯৩। দ্বিতীয় হয়েছে পুরুলিয়া জেলা স্কুলের ছাত্র সাম্যপ্রিয় গুরু। প্রাপ্ত নম্বর ৬৯২। তৃতীয় স্থান পেয়েছে তিনজন। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাই স্কুলের ছাত্র উদয়ন প্রসাদ। বীরভূমের নিউ ইন্টিগ্রেটেড গভ স্কুলের ছাত্রী পুস্পিতা বাসুরি ও দক্ষিণ ২৪ পরগনা নরেন্দ্রপুর রামকৃষ্ণের ছাত্র নৈরিত পাল। প্রাপ্ত নম্বর ৬৯১। মাধ্যমিকে চতুর্থ হয়েছে হুগলির তপোজ্যোতি মন্ডল (৬৯০)। পঞ্চম পূর্ব বর্ধমানের অর্ঘ্যদীপ বসাক (৬৮৯)। ৬০ শতাংশের বেশি নম্বর পেয়েছে ১ লক্ষ ১৮ হাজার ৪১১ জন, 'AA' পেয়েছে ৯ হাজার ৯৬১ জন, 'A+' পেয়েছে ২৪ হাজার ৬৪৩ জন, 'A' পেয়েছে ৮৩ হাজার ৮০৭ জন।
আরও পড়ুন: দিনে অসহ্য তাপপ্রবাহ ও সন্ধ্যায় স্বস্তির বৃষ্টি! কেমন কাটল বুধবার?
চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি, শেষ হয় ১২ ফেব্রুয়ারি। চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Result 2024) দিয়েছে ৯,২৩,০১৩ জন পড়ুয়া। এদের মধ্যে ছাত্র পরীক্ষার্থীর সংখ্যা- ৪,০৫,৯৯৪। ছাত্রী পরীক্ষার্থীদের সংখ্যা- ৫,১৭,০১৯ জন। পরীক্ষা কেন্দ্রের সংখ্যা-২৬৭৫টি। ৫১ হাজার ৮৩৮ জন পরীক্ষক ছিলেন। পরীক্ষার্থীরা (www.wbbse.wb.gov.in) এবং (wbresults.nic.in) ওয়েবসাইটে গিয়ে লগ ইন করে নিজেদের ফল দেখতে পাবেন।
— WBBSE মাধ্যমিক ক্লাস 10 রেজাল্ট লিঙ্ক-এ ক্লিক করুন
— রোল নম্বর, জন্ম তারিখ লাগবে লগ-ইন করতে
— WBBSE রেজাল্ট ২০২৪ লগ-ইন উইন্ডো খুলবে
— মাধ্যমিকের রোল নম্বর, জন্ম তারিখ ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিতে হবে
— এরপর সাবমিট করলেই স্ক্রিনে রেজাল্ট দেখা যাবে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।