img

Follow us on

Saturday, Jan 18, 2025

Madhyamik Result 2023: ১৯ মে প্রকাশিত হবে মাধ্যমিকের ফল, ঘোষণা পর্ষদের

১৯ মে সকাল ১০ টা থেকে ফল ঘোষণা শুরু হবে

img

প্রতীকী ছবি

  2023-05-11 09:43:53

মাধ্যম নিউজ ডেস্ক: ১৯ মে প্রকাশিত হতে চলেছে মাধ্যমিক পরীক্ষার ফল (Madhyamik Result 2023)। এমনটাই জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ১৯ মে সকাল ১০ টা থেকে ফল ঘোষণা শুরু হবে। প্রথমে মধ্যশিক্ষা পর্ষদ সাংবাদিক বৈঠক করবে, সেখানে ঘোষণা করা হবে মেধাতালিকার প্রথম ১০ স্থানাধিকারীর নাম। তারপরেই ফলাফল ঘোষণা শুরু হবে স্কুলগুলিতে। প্রসঙ্গত, চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা(Madhyamik Result 2023) শুরু হয়েছিল ২৩ ফেব্রুয়ারি এবং শেষ হয়েছিল ৪ মার্চ। মধ্যশিক্ষা পর্ষদ আগেই জানিয়েছিল যে মে মাসে ফল প্রকাশ করা হবে সেইমতো ১৯ মে এই ফল প্রকাশিত হতে চলেছে। শোনা যাচ্ছে, সবকিছু ঠিকঠাক থাকলে মে মাসের শেষের দিকেই প্রকাশিত হতে পারে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলও।

চলতি বছরে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য ভাবে কমেছে

চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ৬ লক্ষ ৯৮ হাজার ৬২৮ জন, মধ্যশিক্ষা পর্ষদের পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের তুলনায় এবারে পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৪ লক্ষ কম। এই বিপুল পরিমাণে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ায় অনেকে রাজ্যের শিক্ষা ব্যবস্থার বর্তমান বেহাল অবস্থাকেই দায়ী করছেন। ওয়াকিবহাল মহলের মতে, বেশিরভাগ অভিভাবকই রাজ্যের সরকারি স্কুলগুলি থেকে মুখ ফেরাচ্ছেন এবং তাঁদের সন্তানদের যেকোনও কেন্দ্রীয় বোর্ডের স্কুলে ভর্তি করাতে চাইছেন। প্রশ্ন ফাঁসের দিক থেকেও এ বছরের মাধ্যমিক পরীক্ষা বিতর্কের মধ্যে থেকেছে। মাধ্যমিকের দ্বিতীয় দিনে ইংরেজি পরীক্ষা শুরুর পর, প্রশ্নপত্রের তিনটি পাতার ছবি সঙ্গে সঙ্গে ট্যুইট করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বালুরঘাটের সাংসদ তখন দাবি করেন, যে প্রশ্নপত্র এভাবেই সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। অঙ্ক পরীক্ষার দিনে গ্রাফ পরীক্ষার্থীদের গ্রাফ করতে হয়। কিন্তু মাধ্যমিকের প্রশ্নপত্রে থাকা সত্ত্বেও কোন গ্রাফ পেপারই পরীক্ষা কেন্দ্রে পৌঁছায়নি বলে অভিযোগ করে পরীক্ষার্থীরা। এর ফলে পর্ষদের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। ড্যামেজ কন্ট্রোল করতে পর্ষদ বলে যে পরীক্ষার খাতাতেই ছক এঁকে করতে হবে গ্রাফ।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Tags:

Bengali news

WBBSE

Madhyamik Result 2023


আরও খবর


খবরের মুভি