একাধিক প্রযুক্তিগত ত্রুটি এবং ভুল ছাপার কারণে এই ঘটনা বলে দাবি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শ্যামা রায় জানান, ভুল শুধরে নেওয়া হয়েছে। ঘটনাটির তদন্তও করা হবে।
মুঙ্গের বিশ্ববিদ্যালয়
মাধ্যম নিউজ ডেস্ক: সম্প্রতি ২০১৮-২০২১ স্নাতক শিক্ষাবর্ষের বিএ বিভাগের ফলাফল প্রকাশ করেছে মুঙ্গের বিশ্ববিদ্যালয়। স্নাতক পরীক্ষার তিনটি ভাগ মিলিয়ে এক পরীক্ষার্থীকে দেওয়া হয়েছে ৮০০ এর মধ্যে ৮৬৮ নম্বর। আর এক পরীক্ষার্থী পার্ট থ্রি এর অনার্স বিষয়ের পেপার ৫ এ মোট ১০০ নম্বরের বদলে পেয়েছেন ৫৫৫ নম্বর। নম্বর দেখে কোথায় রাখবে ভেবেই পাচ্ছে না ছাত্রছাত্রীরা।
পরীক্ষার দায়িত্বে থাকা দফতরের গাফিলতির ছবি ধরা পড়েছে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটেও। ভুলে ভরা রেজাল্টের ট্যাবুলেশন রেজিস্টার কপিটি আপলোডও করা হয়েছে ওই সাইটে। দেখা গিয়েছে, জম্মুর কেকেএম কলেজের ইতিহাস অনার্সের শিক্ষার্থী দিলীপ কুমার শাহকে (রোল নাম্বার ১১৮০৪০০৭৩) পার্ট থ্রি এর পঞ্চম পেপারে ১০০ এর মধ্যে ৫৫৫ নম্বর দেওয়া হয়েছে। ফলস্বরূপ তাঁর মোট নম্বর হয়ে দাঁড়িয়েছে ১১৩০।
একাধিক প্রযুক্তিগত ত্রুটি এবং ভুল ছাপার কারণে এই ঘটনা বলে দাবি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শ্যামা রায় জানান, ভুল শুধরে নেওয়া হয়েছে। ঘটনাটির তদন্তও করা হবে। ইতিমধ্যেই ঘটনার জন্য জবাবদিহি চাওয়া হয়েছে পরীক্ষা নিয়ন্ত্রক রামাশিস পূর্বের কাছে।