img

Follow us on

Saturday, Jan 18, 2025

NEET Answer Key: নীট-ইউজির ‘অ্যান্সার কি’ প্রকাশ এনটিএ-র, দেখবেন কী করে?

কারও ‘অ্যানসার কি’ চ্যালেঞ্জ করার থাকলে আগামী ২ সেপ্টেম্বর রাত ১১ টা ৫০ মিনিট পর্যন্ত করা যাবে।

img

নীট ইউজি আন্সার কি

  2022-09-01 14:11:43

মাধ্যম নিউজ ডেস্ক: NEET UG-র ‘অ্যান্সার কি’ (Answer Key) প্রকাশ করল এনটিএ (NTA)। পরীক্ষার্থীরা নীটের অফিসিয়াল ওয়েবসাইট neet.nta.nic.in -তে গিয়ে নিজেদের ‘অ্যানসার কি’দেখতে পারবেন। কারও ‘অ্যান্সার কি’ চ্যালেঞ্জ করার থাকলে আগামী ২ সেপ্টেম্বর রাত ১১ টা ৫০ মিনিট পর্যন্ত করা যাবে। প্রতিটির জন্য ২০০ টাকা দিতে হবে। 

আরও পড়ুন: ১১ সেপ্টেম্বর জেইই অ্যাডভান্সডের ফল প্রকাশ করবে আইআইটি বম্বে, জানুন বিস্তারিত   

কীভাবে নীট ইউজির আন্সার কি দেখবেন?

১) নীটের অফিসিয়াল ওয়েবসাইট neet.nta.nic.in-তে যান। 

২) হোমপেজে ‘Latest News'-এ গিয়ে 'Answer Key, Scanned Image of OMR Answer Sheet and Recorded Response Challenge'- এই লিঙ্কে ক্লিক করুন। 

৩) একটি নতুন পেজ খুলে যাবে। সেখানে 'Answer Key, Scanned Image of OMR Answer Sheet and Recorded Response Challenge'-তে গিয়ে 'Answer Key, Scanned Image of OMR Answer Sheet and Recorded Response Challenge'- এই লিঙ্কে ক্লিক করুন।

আরও পড়ুন: গেট ২০২৩- এর বিজ্ঞপ্তি জারি আইআইটি কানপুরের  
 
৪) সেখানে একটি ডায়লগ বক্স খুলবে। তাতে লেখা থাকবে, ‘neet.nta.nic.in says, You are being redirected to an external website. Please note that NATIONAL ELIGIBILITY CUM ENTRANCE TEST cannot be held responsible for external websites content & privacy policies.’। সেখানে ‘Ok’- তে ক্লিক  করুন।

৫) একটি নতুন পেজ খুলুন। সেখানে দুটি লগইন অপশন পাবেন। 'Through Application Number and Password' বা 'Through Application Number and Date of Birth'- এই দুটির একটিতে ক্লিক করুন।    

৬) 'Through Application Number and Password'-তে ক্লিক করলে অ্যাপ্লিকেশন নম্বর, পাসওয়ার্ড এবং সিকিউরিটি পিন দিতে হবে। তারপর লগইন করতে হবে। 'Through Application Number and Date of Birth'-তে ক্লিক অ্যাপ্লিকেশন নম্বর, জন্মতারিখ এবং সিকিউরিটি পিন দিয়ে লগইন করতে হবে।

৭) তারপর স্ক্রিনে আপনার ‘অ্যানসার কি’ দেখতে পাবেন। ডাউনলোড করে ভবিষ্যতের জন্যে প্রিন্ট আউট রেখে দিন। 

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

Tags:

NTA

NEET UG

Answer Key


আরও খবর


খবরের মুভি