img

Follow us on

Saturday, Jan 18, 2025

UGC: কুয়েটের সঙ্গে জেইই এবং নীট সংযুক্তিকরণের পথে ইউজিসি? জানুন বিস্তারিত

জগদেশ কুমার বলেন, যাতে একাধিক পরীক্ষা পড়ুয়াদের দিতে না হয়, তার জন্যই একটি সাধারণ এন্ট্রান্সের ভাবনা নেওয়া হয়েছে। 

img

কুয়েট

  2022-08-13 13:43:51

মাধ্যম নিউজ ডেস্ক:  আর পৃথক পৃথক পরীক্ষা নয়। এবার জেইই (JEE Main) এবং নীট (NEET) সংযুক্ত করার পথে ইউজিসি (UGC)। ইতিমধ্যেই এই নিয়ে প্রস্তাব দিয়েছে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন। ভবিষ্যতে 'কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট আন্ডার গ্র্যাজুয়েট' (CUET UG) বা কুয়েট পরীক্ষার আওতাতেই এই সমস্ত এন্ট্রান্সকে আনতে চাইছে ইউজিসি।  

ইউজিসির চেয়ারম্যান এম জগদেশ কুমার (M Jagdesh Kumar) এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনটি এন্ট্রান্স পরীক্ষায় আলাদা আলাদা চারটি বিষয়ে (অঙ্ক, পদার্থবিদ্যা, বায়োলজি, রসায়ন) পরীক্ষা না নিয়ে, যাতে একটি সামগ্রিক পরীক্ষা নেওয়া যায়, সেই ভাবনা চিন্তা করা হচ্ছে।  বিষয়টি নিয়ে বিভিন্ন শিক্ষাবিদ তথা বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে একটি কমিটি তৈরির চেষ্টাও করা হচ্ছে।

আরও পড়ুন: পিছিয়ে গেল ইউজিসি নেটের দ্বিতীয় পর্ব, জানুন বিস্তারিত
 
জগদেশ কুমার বলেন, "যাতে একাধিক পরীক্ষা পড়ুয়াদের দিতে না হয়, তার জন্যই একটি সাধারণ এন্ট্রান্সের ভাবনা নেওয়া হয়েছে। এর ফলে একবার প্রস্তুতি নিয়েই পরীক্ষা দিতে পারবেন পড়ুয়ারা। এন্ট্রান্স পরীক্ষা হবে একটি, আর তা থেকে পড়াশোনার সুযোগ হবে অনেকদিকে। এমন ভাবনা নিয়ে এগোচ্ছে ইউজিসি।"   

প্রসঙ্গত, জেইই (মেইনস) এ পড়ুয়াদের যে বিষয়গুলিতে পরীক্ষা দিতে হয় সেগুলি হল, পদার্থবিদ্যা, রসায়ন, অঙ্ক। নীট (ইউজি) তে অঙ্কের জায়গায় থাকে বায়োলজি। কুয়েট (ইউজিসি)- তে ৬১ বিষয়ে পরীক্ষা নেওয়া হয়। এই সব বিষয়ও থাকে তাতে। ইউজিসির বক্তব্য, তারা চায় না যে পড়ুয়ারা একাধিক পরীক্ষার চাপ নিক। তাইই এই সরলীকরণ।

আরও পড়ুন: বিনামূল্যে উচ্চশিক্ষার সুযোগ! নিখরচায় ২৩,০০০ -এরও বেশি কোর্স করাবে ইউজিসি     

আগামী দিনের পরীক্ষা কীভাবে হতে পারে, তা নিয়ে প্রশ্ন করা হলে, এম জগদেশ কুমার বলেন, "আগামী দিনে মাল্টিপল চয়েস ধর্মী পরীক্ষা হতে পারে কম্পিউটারের মাধ্যমে। কারণ ওএমআর নির্ভর পরীক্ষায় বিভিন্ন সমস্যা হচ্ছে। মূল্যায়ণের যথার্থতা নিয়েও থাকছে প্রশ্ন। সেই দিক থেকে পাল্টাতে পারে প্রশ্নপত্রের ধরণ।"

এবছর সেপ্টেম্বরের ১ থেকে ৭ তারিখ ও ৯ থেকে ১১ তারিখ এই প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে। দেশের ১৬০ টি শহরে ২৪৭ টি পরীক্ষা কেন্দ্রে কুয়েট পরীক্ষা নেবে ইউজিসি। অ্যাডমিট ছাড়া কোনও পড়ুয়াকে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না। এজন্য কুয়েটের ওয়েবসাইটে গিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে তার প্রিন্ট নিয়ে পরীক্ষার কেন্দ্রে যেতে হবে। ওই অ্যাডমিট কার্ডেই লেখা থাকবে পরীক্ষার কেন্দ্র এবং পরীক্ষার্থী সম্পর্কিত যাবতীয় তথ্য। 

Tags:

UGC

NEET

JEE Main

CUET UG

M Jagdesh Kumar


আরও খবর


খবরের মুভি