img

Follow us on

Saturday, Jan 18, 2025

Medical Courses: প্রকাশিত হয়েছে নিট-ইউজি- র ফল, এমবিবিএস ছাড়া আর কোন কোর্সে পড়ার সুযোগ রয়েছে? জেনে নিন 

এমবিবিএস- এ সুযোগ না পেলেও আপনার জন্যে খোলা থাকছে চিকিৎসা বিজ্ঞানের আরও অনেক দিক। 

img

চিকিৎসা বিজ্ঞান

  2022-09-08 14:06:44

মাধ্যম নিউজ ডেস্ক: বুধবার প্রকাশিত হয়েছে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (NEET UG) ইউজি, ২০২২-এর ফল। neet.nta.nic.in - এই ওয়েবসাইটে ফলাফল দেখতে পারেন পরীক্ষার্থীরা। এবারের NEET UG 2022 পরীক্ষায় মোট ১৮,৭২,৩৪৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। চলতি বছরের ১৭ জুলাই দেশজুড়ে এই পরীক্ষার আয়োজন করে এনটিএ (NTA)। মেডিকেল এন্ট্রান্স পরীক্ষা ভারতের ৪৯৭টি শহরে এবং বিদেশের ১৪টি শহরে ৩,৫৭০টি কেন্দ্র জুড়ে অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: আজই প্রকাশিত হবে নিট-ইউজি- র ফল, দেখবেন কী করে?

আমাদের দেশের বেশির ভাগ ছাত্রছাত্রীরাই ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়েই স্কুল জীবন কাটিয়ে দেন। নিট পরীক্ষা দেনও মূলত সেই কথা ভেবেই। কিন্তু অনেকেই এমবিবিএস কোর্সের কাটঅফ নম্বর তুলতে পারেন না। তাহলে কী তাঁরা নিজেদের স্বপ্ন ভুলে যাবেন? সরিয়ে নেবেন নিজের মন চিকিৎসা বিজ্ঞান থেকে? না তার কোনও প্রয়োজন নেই। এমবিবিএস- এ সুযোগ না পেলেও আপনার জন্যে খোলা থাকছে চিকিৎসা বিজ্ঞানের আরও অনেক দিক। জেনে নিন সেগুলো কী কী?

বিএএমএস: ব্যাচেলর অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি। সাড়ে পাঁচ বছরের এই কোর্সের শেষে পড়ুয়া ফার্মাসিস্ট, গাইনোকলজিস্ট, ডায়েটেশিয়ান, পঞ্চকর্মা প্র্যাক্টিশনার, শিক্ষক সব হতে পারবেন।

আরও পড়ুন: নীট-ইউজির ‘অ্যান্সার কি’ প্রকাশ এনটিএ-র, দেখবেন কী করে?

বিএইচএমএস: ব্যাচেলর অফ হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি। সাড়ে পাঁচ বছরের এই কোর্সের শেষে আপনি হতে পারেন হোমিওপ্যাথিক ডাক্তার, পাবলিক হেলথ স্পেশ্যালিস্ট, ফার্মাসিস্ট, শিক্ষক।

বিএনওয়াইএস: ব্যাচেলর অফ নেচারোপ্যাথি অ্যান্ড যোগা সায়েন্স। সাড়ে পাঁচ বছরের এই কোর্স শেষে আপনি হতে পারেন নেচারোপ্যাথি ফিজিশিয়ান, থেরাপিস্ট, হেলথ সুপারভাইজার, কনসালটান্ট, অ্যাক্যুপাংচার, নিউরো ফিজিওলজি এইসবকে জীবিকা করতে পারেন।

বিইউএমএস: অ্যাব্রিভিয়েটেড ফর ব্যাচেলর অফ ইউনানি মেডিসিন অ্যা ন্ড সার্জারি। সাড়ে পাঁচ বছরের এই কোর্স শেষে আপনি সায়েন্টিস্ট, কন্সলটান্ট, ফার্মাসিস্ট, থেরাপিস্ট, ড্রাগ ইন্সপেক্টর, মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট হতে পারেন।

বিএসসি নার্সিং: ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং। চার বছরের এই কোর্সে প্রার্থীরা স্টাফ নার্স, রেজিস্টর নার্স, নার্স এডুকেটর, মেডিক্যাল কোডার হতে পারবেন। 

বিভিএসসি এবং এএইচ: ব্যাচেলর অফ ভেটেনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ডরি। সাড়ে পাঁচ বছরের কোর্সে পশুর ডাক্তার হতে পারবেন। 

বিডিএস: ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি। সাড়ে পাঁচ বছরের এই কোর্স শেষে দন্ত চিকিৎসক এবং শিক্ষক হতে পারেন। 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Tags:

NTA

NEET Result

NEET UG Result 2022

Medical Entrance Result

Medical Courses


আরও খবর


খবরের মুভি