img

Follow us on

Saturday, Jan 18, 2025

NEET UG Result 2022: আজই প্রকাশিত হবে নিট-ইউজি- র ফল, দেখবেন কী করে?

স্কোরকার্ডে প্রার্থীর ব্যক্তিগত বিবরণ, বিষয়ভিত্তিক স্কোর, মোট স্কোর, অল ইন্ডিয়া কোটা  র‌্যাঙ্ক এবং শতাংশের উল্লেখও থাকবে।

img

নিট ইউজি ফলাফল ২০২২

  2022-09-07 16:12:40

মাধ্যম নিউজ ডেস্ক: আজই প্রকাশিত হতে চলেছে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (NEET) ইউজি, ২০২২-এর ফল। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) ফলাফল প্রকাশের তারিখ এবং সময় ঘোষণা করেছে। এনটিএ-র সময়সূচী অনুসারে, নিট ইউজি ২০২২-এর স্কোর কার্ডগুলি ৭ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। neet.nta.nic.in - এই ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা। উত্তরপত্র আজই প্রকাশ করা হবে। ফলাফলের পাশাপাশি, রেজাল্ট প্রকাশের পর ক্যাটাগরি ভিত্তিক কাট অফও জানা যাবে। বুধবার থেকেই মিলবে রেজাল্ট ডাউনলোডের সুযোগও।    

আরও পড়ুন: নীট-ইউজির ‘অ্যান্সার কি’ প্রকাশ এনটিএ-র, দেখবেন কী করে?  

স্কোরকার্ডে প্রার্থীর ব্যক্তিগত বিবরণ, বিষয়ভিত্তিক স্কোর, মোট স্কোর, অল ইন্ডিয়া কোটা (AIQ) র‌্যাঙ্ক এবং শতাংশের উল্লেখও থাকবে। এবারের NEET UG 2022 পরীক্ষায় মোট ১৮,৭২,৩৪৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। চলতি বছরের ১৭ জুলাই দেশজুড়ে এই পরীক্ষার আয়োজন করে এনটিএ। মেডিকেল এন্ট্রান্স পরীক্ষা ভারতের ৪৯৭টি শহরে এবং বিদেশের ১৪টি শহরে ৩,৫৭০টি কেন্দ্র জুড়ে অনুষ্ঠিত হয়।

৩১ অগস্ট, সমস্ত কোডের জন্য আন্সার কি প্রকাশ করেছিল এনটিএ। উত্তরের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানাতে প্রার্থীদের ২ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়। অস্থায়ী আন্সার কি সহ, এনটিএ প্রার্থীদের নিট ওএমআর শিটও প্রকাশ করা হয়। নিট আন্সার কি এবং ওএমআর উত্তরপত্র ব্যবহার করে, প্রার্থীরা তাদের আনুমানিক স্কোর গণনা করতে পেরেছেন। নিট ২০২২ এর ফলাফল ঘোষণার কয়েক ঘন্টা আগে এনটিএ চূড়ান্ত উত্তর কি প্রকাশ করবে। 

আরও পড়ুন: ১১ সেপ্টেম্বর জেইই অ্যাডভান্সডের ফল প্রকাশ করবে আইআইটি বম্বে, জানুন বিস্তারিত

এই বছর থেকে, টাই-ব্রেকিং হিসাব সরিয়ে নিয়েছে এনটিএ। তার মানে, দুই ছাত্রের মধ্যে টাই হলে, জীববিজ্ঞানে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তার সমাধান করবে। যদি পদ্ধতি অব্যাহত থাকলে, রসায়নে বেশি নম্বর পাওয়া শিক্ষার্থী অগ্রাধিকার পাবে এবং এরপরে থাকবে কম ভুল উত্তর লেখা প্রার্থী।   

যে প্রার্থীরা ডাক্তারি কোর্সে ভর্তির জন্য নিট-এর লিখিত প্রবেশিকা পরীক্ষায় অংশ নিয়েছিলেন তারা তাদের আবেদন নম্বর এবং জন্ম তারিখ ব্যবহার করে অফিসিয়াল লিঙ্কগুলির মাধ্যমে তাদের নিট ইউজি ২০২২-এর ফলাফল দেখতে পারবেন এবং ডাউনলোড করতে পারেন।    

Tags:

NTA

NEET Result

NEET UG Result 2022

Medical Entrance Result


আরও খবর


খবরের মুভি