img

Follow us on

Friday, Sep 20, 2024

NEET UG 2022: পেছাচ্ছে না নীট পরীক্ষা, জানিয়ে দিল এনটিএ, অ্যাডমিট ডাউনলোড কীভাবে?

"বহু পরীক্ষার্থী ইতিমধ্যেই পরীক্ষার প্রস্তুতি নিয়ে নিয়েছেন...", জানিয়ে দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী

img

নিট স্নাতক ২০২২

  2022-06-29 13:05:09

মাধ্যম নিউজ ডেস্ক: পেছাচ্ছে না নীট স্নাতক স্তরের (NEET UG 2022) পরীক্ষা। নিশ্চিত করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Union Education Minister Dharmendra Pradhan)। এক সংবাদমাধ্যমের অনুষ্ঠানে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নীট- এর বিষয়ে প্রশ্ন করা হলে শিক্ষামন্ত্রী বলেন, " আমার মনে হয়, বহু পরীক্ষার্থী ইতিমধ্যেই পরীক্ষার প্রস্তুতি নিয়ে নিয়েছেন।"

আগামী ১৭ জুলাই নীট (স্নাতক) পরীক্ষার দিন ধার্য করেছে কেন্দ্রীয় সরকার। তার দু'দিন আগেই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরের ভরতির জন্য অভিন্ন পরীক্ষা (CUET UG 2022) শুরু হচ্ছে। আরও একাধিক সর্বভারতীয় স্তরের পরীক্ষা হবে এই একই সময়ে। তাই সেই পরিস্থিতিতে নীট (NEET UG) পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবি তুলেছিলেন পরীক্ষার্থীদের একাংশ।

আরও পড়ুন: ফাঁকাই পড়ে থাকবে আসন? নীট-পিজির বিশেষ কাউন্সেলিং-এর আবেদন খারিজ শীর্ষ আদালতের 

এমনিতে গত বছর ১ অগস্ট নীট (স্নাতক) পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় পিছিয়ে গিয়েছিল পরীক্ষা। গত মার্চে নিটের (NEET-UG 2021) কাউন্সেলিং পর্ব শেষ হয়েছে। এবারের পরীক্ষা ১৭ জুলাই হতে চলেছে। পরীক্ষার্থীদের বক্তব্য, জুলাইয়ের ওই সময় একাধিক প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে। ১৫ জুলাই থেকে যেমন শুরু হবে কুয়েট স্নাতক স্তরের পরীক্ষা। আগামী ১০ অগাস্ট পর্যন্ত পরীক্ষা চলবে। ১৭ জুলাই পরীক্ষা না থাকলেও ১৫, ১৬ এবং ১৯ জুলাই এন্ট্রান্স টেস্ট হবে। সেই পরিস্থিতিতে প্রস্তুতি ধাক্কা খাবে বলে দাবি করেছেন পড়ুয়াদের একাংশ। 

আরও পড়ুন: প্রকাশিত 'নীট-পিজি ২০২২'-এর ফল, জেনে নিন কীভাবে দেখবেন  

কিন্তু পড়ুয়াদের সে দাবি যে মানা হচ্ছে না তা শিক্ষামন্ত্রীর বক্তব্য থেকে স্পষ্ট। কিছুদিনের মধ্যেই দেওয়া হবে অ্যাডমিট কার্ড, তাও নিশ্চিত করা হয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সির (NTA) তরফে।  

কী করে ডাউনলোড করবেন অ্যাডমিট কার্ড?

  • প্রথমে neet.nta.nic.in -এ যান। 
  • তারপর হোমপেজে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে “NEET-UG 2022 Admit Card” -এই ট্যাবে ক্লিক করুন। 
  • সেখানে অ্যাপ্লিকেশন নম্বর দিয়ে লগইন করুন।  
  • ভবিষ্যতে ব্যবহারের জন্য অ্যাডমিট কার্ডের কপি ডাউনলোড করুন এবং সংরক্ষণ করে রাখুন।  

ডাউনলোড করার পরে প্রবেশপত্রে উল্লেখিত সমস্ত নির্দেশাবলী পড়তে হবে আবেদনকারীকে।

কোন পরীক্ষার্থীকেই পোস্টের মাধ্যমে অ্যাডমিট কার্ড পাঠানো হবে না। তাই অনলাইনেই ডাউনলোড করতে হবে হল টিকিট। 

 

Tags:

NTA

Admit Card

NEET UG 2022

Union Education Minister Dharmendra Pradhan

NEET News


আরও খবর


খবরের মুভি