img

Follow us on

Thursday, Nov 21, 2024

NIRF 2024: দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলির র‍্যাঙ্কিং প্রকাশিত, জায়গা পেল রাজ্যের কোনগুলি?

India Ranking: প্রকাশিত হল এনআইআরএফ র‍্যাঙ্কিং, সেরার তালিকায় কারা রয়েছে দেখে নিন...

img

দিল্লিতে এনআইআরএফ র‍্যাঙ্কিং ঘোষণার অনুষ্ঠান (সংগৃহীত ছবি)

  2024-08-13 17:26:10

মাধ্যম নিউজ ডেস্ক: শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ১২ অগাস্ট সমস্ত বিভাগের জন্য ইন্ডিয়া র‍্যাঙ্কিং ঘোষণা করেছেন। ন্যাশনাল ইনস্টিটিউশন্যাল র‍্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক বা এনআইআরএফ (NIRF 2024) র‍্যাঙ্কিং তালিকাগুলি এখন nirfindia.org-এ ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। নয়াদিল্লির ভারত মণ্ডপে অনুষ্ঠানের মাধ্যমে ইন্ডিয়া র‍্যাঙ্কিং (India Ranking) ঘোষণা করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। র‍্যাঙ্কিং ফ্রেমওয়ার্কের নবম সংস্করণে মোট ১০ হাজার ৮৮৫টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। ২০১৬ সালে প্রথম সংস্করণ থেকে ২০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

আইআইটি মাদ্রাজ সামগ্রিক বিভাগে শীর্ষে (NIRF 2024)

এনআইআরএফ -এর র‍্যাঙ্কিং (NIRF 2024) তালিকা ১৬টি বিভিন্ন বিভাগের জন্য প্রকাশ করা হয়েছে। এই বছর তিনটি নতুন বিভাগ- রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, দক্ষতা বিশ্ববিদ্যালয় এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় যুক্ত করা হয়েছে। অন্যান্য বিভাগগুলির মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়, কলেজ, গবেষণা প্রতিষ্ঠান, প্রকৌশল, ব্যবস্থাপনা, ফার্মেসি, চিকিৎসা, ডেন্টাল, আইন, স্থাপত্য ও পরিকল্পনা, কৃষি ও সংশ্লিষ্ট খাত এবং উদ্ভাবন। আইআইটি (IIT) মাদ্রাজ সামগ্রিক বিভাগে শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে আইআইএসসি (IISC) বেঙ্গালুরু। আর তৃতীয় স্থানে (IIT) বম্বে আইআইটি। ইঞ্জিনিয়ারিং বিভাগেও শীর্ষে আইআইটির মাদ্রাজ। দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি এবং তৃতীয় স্থানে আইআইটি বম্বে।

আরও পড়ুন: আরজি কর-কাণ্ডে আজ পথে বুদ্ধিজীবীরা, বিচারের দাবিতে নাগরিক মিছিল রুখল পুলিশ

চিকিৎসা বিভাগে এইমস (AIIMS) দিল্লি শীর্ষে (NIRF 2024) 

চিকিৎসা বিভাগের জন্য, এইমস (AIIMS) দিল্লি শীর্ষে স্থান পেয়েছে। দ্বিতীয় স্থানটি পিজিআইএমইআর চণ্ডীগড় এবং তৃতীয় স্থানে রয়েছে ভেলোর খ্রিস্টান মেডিক্যাল কলেজ। দিল্লি এইমস স্বাস্থ্য বিভাগে টানা সাত বছর ধরে শীর্ষস্থান অর্জন করেছে এবং আইআইএম (IIM) আমেদাবাদ ধারাবাহিকভাবে পাঁচ বছর ধরে ম্যানেজমেন্ট বিভাগে শীর্ষস্থান ধরে রেখেছে। এছাড়াও বেঙ্গালুরুর আইআইএসসি (IISC) আবার র‍্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে। জেএনইউ (JNU) এবং জামিয়া মিলিয়া ইসলামিয়া দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে। আইআইএসসি (IISC) বেঙ্গালুরু 'সামগ্রিক' বিভাগে দ্বিতীয়-সেরা প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃত হয়েছে।

ভারতে সামগ্রিকভাবে শীর্ষ ১০টি প্রতিষ্ঠান এবং নীচের প্রতিটি বিভাগ থেকে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলি দেখুন:

এনআইআরএফ (NIRF 2024) র‍্যাঙ্কিং : 'সামগ্রিক' বিভাগে শীর্ষ ১০টি প্রতিষ্ঠান। এক নম্বরে রয়েছে আইআইটি (IIT) মাদ্রাজ। দ্বিতীয় নম্বরে রয়েছে আইআইএসসি (IISC) বেঙ্গালুরু। তৃতীয় স্থানে রয়েছে আইআইটি (IIT) বম্বে। চতুর্থ স্থানে রয়েছে আইআইটি (IIT) দিল্লি। পঞ্চম স্থানে আইআইটি (IIT) কানপুর। ষষ্ঠ স্থানে রয়েছে আইআইটি (IIT) খড়গপুর। সপ্তম স্থানে এইমস (AIIMS) দিল্লি। অষ্টম স্থানে আইআইটি (IIT) রুরকি। নবম স্থানে আইআইটি (IIT) গুয়াহাটি। আর দশম স্থানে রয়েছে জেএনইউ।

 ভারতের শীর্ষ ৫টি 'বিশ্ববিদ্যালয়'(NIRF 2024) 

প্রথম: আইআইএসসি (IISC) বেঙ্গালুরু, কর্নাটক।

দ্বিতীয়: জেএনইউ (JNU), দিল্লি।

তৃতীয়: জামিয়া মিলিয়া ইসলামিয়া (জেএমআই), দিল্লি।

চতুর্থ: মণিপাল অ্যাকাডেমি অফ হায়ার এডুকেশন (MAHE), কর্নাটক।

পঞ্চম: বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় (BHU), উত্তরপ্রদেশ।

 ভারতের শীর্ষ ১০টি ইঞ্জিনিয়ারিং' প্রতিষ্ঠান (NIRF 2024) 

প্রথম: আইআইটি,(IIT) মাদ্রাজ, তামিলনাডু।

দ্বিতীয়: আইআইটি (IIT) দিল্লি।

তৃতীয়: আইআইটি (IIT) বম্বে, মহারাষ্ট্র।

চতুর্থ: আইআইটি (IIT) কানপুর, উত্তরপ্রদেশ

পঞ্চম: আইআইটি (IIT) খড়গপর, পশ্চিমবঙ্গ।

ষষ্ঠ: আইআইটি (IIT) রুরকি, উত্তরাখণ্ড।

সপ্তম: আইআইটি (IIT) গুয়াহাটি, অসম।

অষ্টম: আইআইটি (IIT) হায়দরাবাদ, তেলঙ্গানা।

নবম: ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (NIT) তিরুচিরাপল্লি, তামিলনাডু।

দশম: ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (বেনারস হিন্দু ইউনিভার্সিটি) বারাণসী (আইআইটি-বিএইচইউ)

 

ভারতের শীর্ষ ১০টি 'ম্যানেজমেন্ট' প্রতিষ্ঠান (NIRF 2024) 

প্রথম: আইআইএম আমেদাবাদ, গুজরাট।

দ্বিতীয়: আইআইএম, বেঙ্গালুরু, কর্নাটক।

তৃতীয়: আইআইএম কোঝিকোড, কেরল।

চতুর্থ: আইআইটি দিল্লি।

পঞ্চম: আইআইএম কলকাতা, পশ্চিমবঙ্গ।

ষষ্ঠ: আইআইএম মুম্বই, মহারাষ্ট্র।

সপ্তম: আইআইএম লখনউ, উত্তরপ্রদেশ।

অষ্টম: আইআইএম ইন্দোর, মধ্যপ্রদেশ।

নবম: জেভিয়ার স্কুল অফ ম্যানেজমেন্ট জামশেদপুর, ঝাড়খণ্ড।

দশম: আইআইটি বম্বে, মহারাষ্ট্র।

 

ভারতের শীর্ষে ১০টি 'ফার্মেসি' প্রতিষ্ঠান (NIRF 2024) 

প্রথম: জামিয়া হামদর্দ, দিল্লি।

দ্বিতীয়: ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (NIPER) হায়দরাবাদ, তেলঙ্গানা।

তৃতীয়: বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড সায়েন্স (বিআইটিএস) পিলানি, রাজস্থান

চতুর্থ: জেএসএস কলেজ অফ ফার্মেসি - উটি, তামিলনাডু

 

ভারতে শীর্ষ ১০ টি 'কলেজ' (NIRF 2024) 

প্রথম: হিন্দু কলেজ, দিল্লি।

দ্বিতীয়: মিরান্ডা হাউস, দিল্লি।

তৃতীয়: সেন্ট স্টিফেন কলেজ, দিল্লি।

চতুর্থ: রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ শতবর্ষী কলেজ, কলকাতা, পশ্চিমবঙ্গ।

পঞ্চম: আত্মা রাম সনাতন ধর্ম কলেজ, দিল্লি।

ষষ্ঠ: সেন্ট জেভিয়ার্স কলেজ, কলকাতা, পশ্চিমবঙ্গ।

সপ্তম: পিএসজিআর কৃষ্ণম্মল কলেজ ফর উইমেন, কোয়েম্বাটোর, তামিলনাডু।

অষ্টম: লয়োলা কলেজ চেন্নাই, তামিলনাডু

নবম: কিরোরি মাল কলেজ, দিল্লি।

দশম: মহিলাদের জন্য লেডি শ্রী রাম কলেজ, দিল্লি।

 

ভারতের শীর্ষ ৫টি 'মেডিক্যাল' কলেজ (NIRF 2024) 

প্রথম: দিল্লি এইমস (AIIMS), দিল্লি।

দ্বিতীয়: পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (PGIMER), চণ্ডীগড়।

তৃতীয়: খ্রিস্টান মেডিকেল কলেজ (CMC), ভেলোর, তামিলনাডু।

চতুর্থ: ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্সেস (NIMHANS), বেঙ্গালুরু, কর্নাটক।

পঞ্চম: বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় (BHU), উত্তরপ্রদেশ।

 

ভারতের শীর্ষ ৫টি 'গবেষণা প্রতিষ্ঠান' (NIRF 2024) 

প্রথম: আইআইএসসি (IISC), বেঙ্গালুরু, কর্নাটক।

দ্বিতীয়: আইআইটি (IIT) মাদ্রাজ, চেন্নাই, তামিলনাডু।

তৃতীয়: আইআইটি (IIT) দিল্লি। 

চতুর্থ: আইআইটি (IIT) বোম্বে, মুম্বই, মহারাষ্ট্র।

পঞ্চম: আইআইটি (IIT) খড়গপুর, পশ্চিমবঙ্গ

 

ভারতের শীর্ষ ১০টি 'উদ্ভাবন' প্রতিষ্ঠান

প্রথম: আইআইটি, (IIT) বম্বে, মুম্বই, মহারাষ্ট্র।

দ্বিতীয়: আইআইটি (IIT) মাদ্রাজ, চেন্নাই, তামিলনাডু।

তৃতীয়: আইআইটি (IIT) হায়দরাবাদ, তেলঙ্গানা।

চতুর্থ: আইআইএসসি (IISC) বেঙ্গালুরু, কর্নাটক।

পঞ্চম: আইআইটি  (IIT) কানপুর, উত্তরপ্রদেশ।

ষষ্ঠ: আইআইটি (IIT) রুরকি, উত্তরাখণ্ড।

সপ্তম: আইআইটি (IIT) দিল্লি।

অষ্টম: আইআইটি, (IIT) মান্ডি, হিমাচলপ্রদেশ।

নবম:  আইআইটি (IIT) খড়গপুর, পশ্চিমবঙ্গ।

দশম: আন্না বিশ্ববিদ্যালয়, চেন্নাই, তামিলনাডু।

 

ভারতের শীর্ষ ৫টি 'আইন' কলেজ (NIRF 2024) 

প্রথম: ন্যাশনাল ল স্কুল অফ ইন্ডিয়া ইউনিভার্সিটি, বেঙ্গালুরু, কর্নাটক।

দ্বিতীয়: ন্যাশনাল ল ইউনিভার্সিটি (NLU) দিল্লি, নয়াদিল্লি।

তৃতীয়: নলসার ইউনিভার্সিটি অফ ল অবস্থান: হায়দ্রাবাদ, তেলঙ্গানা।

চতুর্থ: ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিকাল সায়েন্সেস, কলকাতা, পশ্চিমবঙ্গ।

পঞ্চম: সিম্বায়োসিস ল স্কুল অবস্থান: পুনে, মহারাষ্ট্র।

 

ভারতের শীর্ষ ৫টি 'স্থাপত্য' প্রতিষ্ঠান

প্রথম: আইআইটি (IIT) রুরকি, উত্তরাখণ্ড।

দ্বিতীয়: আইআইটি (IIT) খড়্গপুর, পশ্চিমবঙ্গ।

তৃতীয়: এনআইটি (NIT) কালিকট কোঝিকোড়, কেরল।

চতুর্থ: ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি, শিবপুর, পশ্চিমবঙ্গ।

পঞ্চম: স্কুল অফ প্ল্যানিং অ্যান্ড আর্কিটেকচার, দিল্লি।

 

 ভারতের শীর্ষ ৫টি 'ডেন্টাল' ইনস্টিটিউট

প্রথম: সাভেথা ইনস্টিটিউট অফ মেডিক্যাল অ্যান্ড টেকনিক্যাল সায়েন্সেস, চেন্নাই, তামিলনাড়ু।

দ্বিতীয়: মণিপাল কলেজ অফ ডেন্টাল সায়েন্সেস, উডুপি, কর্নাটক।

তৃতীয়: মৌলানা আজাদ ইনস্টিটিউট অফ ডেন্টাল সায়েন্সেস, দিল্লি।

চতুর্থ: কিং জর্জ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় লখনউ, উত্তরপ্রদেশ।

পঞ্চম: ড. ডিওয়াই পাতিল বিদ্যাপীঠ, পুনে, মহারাষ্ট্র।

 

ভারতের শীর্ষ ৫ 'কৃষি ও সহযোগী' প্রতিষ্ঠান

প্রথম: ভারতীয় কৃষি গবেষণা ইনস্টিটিউট, নতুন দিল্লি, দিল্লি।

দ্বিতীয়: আইসিএআর ( ICAR )- ন্যাশনাল ডেয়ারি রিসার্চ ইনস্টিটিউট, কর্ণাল, হরিয়ানা।

তৃতীয়: পাঞ্জাব কৃষি বিশ্ববিদ্যালয় লুধিয়ানা, পাঞ্জাব।

চতুর্থ: বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, বারাণসী, উত্তরপ্রদেশ।

পঞ্চম: ইন্ডিয়ান ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউট ইজাতনগর, উত্তরপ্রদেশ।

 

 ভারতের শীর্ষ ৩টি 'ওপেন ইউনিভার্সিটি' (NIRF 2024) 

প্রথম: ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি (IGNOU) নতুন দিল্লি, দিল্লি।

দ্বিতীয়: নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়, কলকাতা, পশ্চিমবঙ্গ।

তৃতীয়: ড. বাবাসাহেব আম্বেদকর মুক্ত বিশ্ববিদ্যালয় আমেদাবাদ, গুজরাট।

 

 ভারতের শীর্ষ ৩টি 'স্কিল ইউনিভার্সিটি'

প্রথম: সিম্বায়োসিস স্কিলস অ্যান্ড প্রফেশনাল ইউনিভার্সিটি পুনে, মহারাষ্ট্র

দ্বিতীয়: শ্রী বিশ্বকর্মা স্কিল ইউনিভার্সিটি পালওয়াল, হরিয়ানা।

তৃতীয়: ভারতীয় দক্ষতা উন্নয়ন বিশ্ববিদ্যালয় জয়পুর, রাজস্থান।

 

ভারতের শীর্ষ ১০টি 'রাজ্য সরকারের অধীনস্থ বিশ্ববিদ্যালয়'

প্রথম: আন্না বিশ্ববিদ্যালয় চেন্নাই, তামিলনাড়ু।

দ্বিতীয়: যাদবপুর বিশ্ববিদ্যালয় কলকাতা, পশ্চিমবঙ্গ।

তৃতীয়: সাবিত্রীবাই ফুলে পুনে বিশ্ববিদ্যালয়, মহারাষ্ট্র।

চতুর্থ: কলকাতা বিশ্ববিদ্যালয়, কলকাতা, পশ্চিমবঙ্গ।

পঞ্চম: পাঞ্জাব বিশ্ববিদ্যালয় চণ্ডীগড়, পাঞ্জাব।

ষষ্ঠ: ওসমানিয়া বিশ্ববিদ্যালয় হায়দ্রাবাদ, তেলঙ্গানা।

সপ্তম: অন্ধ্র বিশ্ববিদ্যালয় বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ।

অষ্টম: ভারতিয়ার বিশ্ববিদ্যালয় কোয়েম্বাটোর, তামিলনাড়ু।

নবম: কেরল বিশ্ববিদ্যালয় তিরুবনন্তপুরম, কেরল।

দশম: কোচি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কোচি, কেরল।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

Madhyom

India

bangla news

Bengali news

nirf 2024

india ranking


আরও খবর


খবরের মুভি