বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লির জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়।
এনআইআরএফ র্যাঙ্কিং
মাধ্যম নিউজ ডেস্ক: প্রকাশিত হয়েছে কেন্দ্রীয় সরকারের এনআইআরএফ র্যাঙ্কিং (NIRF India Rankings 2022)। শুক্রবার ‘ইন্ডিয়া র্যাঙ্কিং ২০২২’ (National India Ranking Framework) প্রকাশ করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan)। সার্বিক র্যাঙ্কিং-এর ভিত্তিতে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির প্রথমস্থানে রয়েছে আইআইটি মাদ্রাজ। যদিও এনআইআরএফ-২০২২ অনুযায়ী ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ব্যাঙ্গালোর দেশের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে প্রথম স্থানে রয়েছে।
বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লির জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়। তৃতীয় স্থানে রয়েছে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়। চতুর্থ স্থানে রয়েছে কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়। আগের বছর এই স্থানে ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়। এবার অষ্টম স্থানে কলকাতা বিশ্ববিদ্যালয় আছে। পঞ্চম স্থানে রয়েছে কোয়েম্বত্তুরের অমৃত বিশ্ব বিদ্যাপীঠ। ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়।
আরও পড়ুন: কুয়েট পরীক্ষায় বসছেন? জেনে নিন এই নিয়মগুলি
শিক্ষা প্রতিষ্ঠানগুলির নিরিখে আইআইটি বম্বে তৃতীয় স্থানে এবং আইআইটি দিল্লি চতুর্থ স্থানে রয়েছে। কানপুর আইআইটি রয়েছে পঞ্চম স্থানে।
কলেজগুলির মধ্যে প্রথম দিল্লি বিশ্ববিদ্যালয়ের মিরান্ডা হাইজ। দ্বিতীয় স্থানে দিল্লি বিশ্ববিদ্যালয়ের হিন্দু কলেজ। তৃতীয় স্থানে রয়েছে চেন্নাইয়ের প্রেসিডেন্সি কলেজ। চেন্নাইয়ের লয়লা কলেজ রয়েছে চতুর্থ স্থানে। পঞ্চম স্থানে রয়েছে দিল্লি বিশ্ববিদ্যালয়ের লেডি শ্রীরাম কলেজ।
আরও পড়ুন: উদ্বোধনের আগেই হেলে পড়ল বিশ্ববিদ্যালয় ভবন! কাঠগড়ায় পূর্ত দফতর
একনজরে দেশের প্রথম দশ বিশ্ববিদ্যালয়
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, বেঙ্গালুরু
জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়
জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়
যাদবপুর বিশ্ববিদ্যালয়
অমৃত বিশ্বপীঠ
বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়
মণিপাল অ্যাকাডেমি
কলকাতা বিশ্ববিদ্যালয়
ভেল্লোর ইনস্টিটিউট অফ টেকনোলজি, ভেল্লোর
হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়
আইআইটিগুলির মধ্যে প্রথম আইআইটি মাদ্রাজ। দ্বিতীয় স্থানে আইআইটি দিল্লি। তৃতীয় স্থানে রয়েছে আইআইটি বম্বে। চতুর্থ স্থানে আইআইটি কানপুর এবং পঞ্চম স্থানে আইআইটি খড়গপুর।
ফার্মেসি শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে দিল্লির জামিয়া হামদারদ প্রথম। দ্বিতীয় হায়দ্রাবাদের ন্যাশনাল ইন্সটিটিউট অফ ফার্মেসি এডুকেশন অ্যান্ড রিসার্চ। তৃতীয় স্থানে রয়েছে চণ্ডীগড়ের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়। মোহালির ন্যাশনাল ইন্সটিটিউট অফ ফার্মাসিউটিকাল এডুকেশন অ্যান্ড রিসার্চ চতুর্থ স্থানে রয়েছে। পঞ্চম স্থানে পিলানির বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড সায়েন্স।