img

Follow us on

Monday, Nov 25, 2024

NTA: আগামী বছর কবে হবে জেইই মেইন, নীট? সময়সূচী প্রকাশ করল এনটিএ

এনটিএয়ের তরফে আরও জানানো হয়েছে, ২০২৩ সালের ২১ মে থেকে ৩১ মে পর্যন্ত 'কমন ইউনিভার্সিটি এন্ট্রাস টেস্ট' -র পরীক্ষা নেওয়া হবে।

img

এনটিএ

  2022-12-16 19:24:43

মাধ্যম নিউজ ডেস্ক: আগামী বছরের একাধিক প্রবেশিকা পরীক্ষার সময়সূচী প্রকাশ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। আগামী বছর সর্বভারতীয় মেডিক্যাল পরীক্ষার প্রবেশিকা নীট ৭ মে হতে চলেছে।

এনটিএয়ের তরফে আরও জানানো হয়েছে, ২০২৩ সালের ২১ মে থেকে ৩১ মে পর্যন্ত 'কমন ইউনিভার্সিটি এন্ট্রাস টেস্ট' -র পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষাগুলির আয়োজক সংস্থা (NTA) আরও জানিয়েছে, আগামী বছরের ২৪ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত জেইই-মেন পরীক্ষা হবে। শুধুমাত্র প্রজাতন্ত্র দিবসের দিন পরীক্ষায় বিরতি থাকবে। দ্বিতীয় সেশনের পরীক্ষা হবে আগামী এপ্রিল মাসে।  

ন্যাশনাল টেস্টিং এজেন্সির (NTA) এক আধিকারিক এ বিষয়ে বলেছেন, "চলতি বছর অনেকটাই আগে সমস্ত গুরুত্বপূর্ণ পরীক্ষার সূচি ঘোষণা করে দেওয়া হয়েছে। ওই প্রবেশিকা পরীক্ষাগুলির আগে যাতে পরীক্ষার্থীরা পর্যাপ্ত সময় পান, সেজন্যই আগেভাগে পরীক্ষার সূচি ঘোষণা করে দেওয়া হয়েছে।"

আরও পড়ুন: শুভেন্দু ইস্যুতে হাইকোর্টে ফের একবার মুখ পুড়ল রাজ্যের, কী নির্দেশ দিলেন বিচারপতি?  

আশা করা হচ্ছে আগামী জানুয়ারি থেকেই শুরু হতে পারে আবেদন গ্রহন প্রক্রিয়া। ২০২২ সালে, ১৭ জুলাই নীট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। নীট ২০২৩- এর পরীক্ষা দু মাস এগিয়ে এসেছে। আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার পরে, প্রার্থীরা নীট-এর অফিসিয়াল ওয়েবসাইট, neet.nta.nic.in-এ গিয়ে আবেদন করতে পারেন। 

ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট আয়োজন করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। নীট ছাড়াও, ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স পরীক্ষার জেইই মেইন এবং কুয়েট-এর আয়োজক সংস্থাও এনটিএ।

২০২৩-এর জয়েন্ট এন্ট্রান্স মেইন পরীক্ষার রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করল এনটিএ (NTA)। পরীক্ষার জন্য যোগ্যতার মাপকাঠির ক্ষেত্রেও বেশ কিছু পরিবর্তনের কথা ঘোষণা করেছে এনটিএ। বৃহস্পতিবার রাতেই পরীক্ষা সংক্রান্ত ঘোষণাগুলি করা হয় সংস্থার তরফে। পরীক্ষার জানুয়ারি সেশনের জন্য পরীক্ষার্থীরা আগামী ১২ জানুয়ারি রাত ৯টা পর্যন্ত তাঁদের নাম নথিভুক্ত করতে পারবেন। এর পর আবার এপ্রিল সেশনের জন্য রেজিস্ট্রেশন করা যাবে ৭ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চের মধ্যে। যাঁরা পরের বছর পরীক্ষাটি দিতে চান, তাঁরা জয়েন্ট এন্ট্রান্স মেন-এর নিজস্ব ওয়েবসাইট-https://nta.ac.in/-এ গিয়ে রেজিস্ট্রেশন করে আবেদন জানাতে পারবেন। 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

 
 

Tags:

NEET

NTA


আরও খবর


খবরের মুভি