ভারতের ২৫৯টি শহর এবং দেশের বাইরের ৯টি শহরে ৪৮৯টি কেন্দ্রে পরীক্ষা হয়।
সিইউইটি ফল ২০২২
মাধ্যম নিউজ ডেস্ক: বৃহস্পতিবার রাত ১০টায় কুয়েট ইউজি-র (CUET UGResult 2022) ফলপ্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। পরীক্ষার্থীরা https://cuet.samarth.ac.in/- এই ওয়েবসাইট--এ গিয়ে ২০২২ এর সিইউইটি ইউজি পরীক্ষার ফলাফল দেখতে পারেন। সরকারি ওয়েবসাইটে গিয়ে নিজেদের অ্যাপ্লিকেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে পরীক্ষার ফল দেখা যাবে। ১৫ জুলাই -৩০ অগাস্টের মধ্যে নেওয়া হয়েছিল কুয়েট ইউজি পরীক্ষা। ভারতের ২৫৯টি শহর এবং দেশের বাইরের ৯টি শহরে ৪৮৯টি কেন্দ্রে পরীক্ষা হয়। প্রায় ১৪,৯০০০০ পরীক্ষার্থী পরীক্ষা দেন।
আরও পড়ুন: কুয়েট স্কোরের মাধ্যমে ভর্তির প্রক্রিয়া শুরু করল দিল্লি বিশ্ববিদ্যালয়
কী করে দেখবেন ফল?
কুয়েটের মার্কশিটটি বিভিন্ন কলেজে স্নাতক স্তরে ভর্তির সময় দরকার পড়বে।
আরও পড়ুন: প্রকাশিত হয়েছে নিট-ইউজি- র ফল, এমবিবিএস ছাড়া আর কোন কোর্সে পড়ার সুযোগ রয়েছে? জেনে নিন
কীভাবে পরীক্ষায় নম্বর দেওয়া হবে?
Tags: