img

Follow us on

Sunday, Jan 19, 2025

JEE Main: জেইই মেইন সেশন ২ - এর অ্যাডমিট কার্ড প্রকাশ করল এনটিএ, জানুন বিস্তারিত 

জেইই মেইন ২০২২ -এর লগইন তথ্য দিয়ে ডাউনলোড করতে হবে অ্যাডমিট কার্ড।

img

জেইই মেইন

  2022-07-22 12:11:32

মাধ্যম নিউজ ডেস্ক: সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স সেশন ২ (JEE Session 2) - র পরীক্ষার অ্যাডমিট কার্ড (Admit Card) প্রকাশ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। jeemain.nta.nic.in - এই লিঙ্ক থেকে ডাউনলোড করা যাবে অ্যাডমিট কার্ড। জেইই মেইন ২০২২ - এর লগইন তথ্য দিয়ে ডাউনলোড করতে হবে অ্যাডমিট কার্ড। অ্যাপলিকেশন নম্বর এবং জন্মের তারিখ দিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে।  

জেনে নিন এই বিষয়ক কিছু তথ্য। 

অ্যাডমিট কার্ড প্রকাশের দিন: ২২ জুলাই। 

কখন থেকে পাওয়া যাচ্ছে অ্যাডমিট কার্ড? রাত ১টা

আরও পড়ুন: প্রকাশিত হল জেইই মেইন- এর ফল, জানুন বিস্তারিত

অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে কী কী তথ্য প্রয়োজন?

অ্যাপ্লিকেশন নম্বর এবং জন্মের তারিখ। 

কোথা থেকে ডাউনলোড করা যাবে অ্যাডমিট কার্ড? 

jeemain.nta.nic.in/ www.nta.ac.in 

জেইই সেশন ২ পরীক্ষার তারিখ: ২৫,২৬,২৭,২৮,২৯,৩০ জুলাই 

এই ওয়েবসাইটগুলি থেকে ডাউনলোড করুন অ্যাডমিট:

www.jeemain.nta.nic.in 
jeemain.nta.nic.in 
nta.ac.in
examinationservices.nic.in
testservices.nic.in

কী করে ডাউনলোড করবেন অ্যাডমিট?

প্রথমে jeemain.nta.nic.in - এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে যান। 

সেখানে “JEE Main 2022 Admit Card Session 2” - সেকশনে যান। 

প্রয়োজনীয় তথ্য দিয়ে লগইন করুন। 

অ্যাডমিট কার্ডে দেওয়া সব তথ্য মিলিয়ে দেখে নিন ঠিক আছে কী না। 

ভবিষ্যতের জন্যে ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে রাখুন অ্যাডমিট কার্ডটির। 

আরও পড়ুন: পিছিয়ে গেল জেইই মেইনের দ্বিতীয় সেশনের পরীক্ষা, জানুন নতুন সময়সূচী

ইতিমধ্যেই পিছিয়ে দেওয়া হয়েছে জেইই সেশন ২ - এর পরীক্ষা। ন্যাশনাল টেস্টিং এজেন্সির (NTA) এক আধিকারিক জানান, ২৪-২৮ জুলাই হবে পরীক্ষা। এর আগে ২১-৩০ জুলাই পরীক্ষার দিন ধার্য ছিল। 

কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষা (CUET) এবং জেইই মেইনের পরীক্ষার মধ্যে খানিকটা সময়ের ব্যবধান রাখার জন্যেই এই সিদ্ধান্ত। ২০ জুলাই শেষ হয়েছে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষার প্রথম অধ্যায়। 

এক আধিকারিকের মতে, "দুটি পরীক্ষার মধ্যে সময়ের ব্যবধান প্রয়োজন ছিল। তাতে পরীক্ষার্থীরা সুষ্ঠভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে। ২০ জুলাই শেষ হয়েছে কুয়েট। একদিন পরেই জয়েন্ট মেইন শুরু হলে পরীক্ষার প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারত না পরীক্ষার্থীরা। তাই এই ব্যবস্থা। সবকিছু ভেবেচিন্তেই ২৪ জুলাই অবধি পেছানো হয়েছে জয়েন্ট মেইন পরীক্ষার ডেট।" 

 

 

Tags:

NTA

Admit Card

JEE Main 2022

JEE Main Session 2