আবেদনকারীর বয়স অবশ্যই ২৪ বছরের নিচে হতে হবে।
এনআইএফটি
মাধ্যম নিউজ ডেস্ক: ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজির (NIFT) ২০২৩ সালের প্রবেশিকা পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন পর্ব শুরু হচ্ছে আজ অর্থাৎ ১ লা নভেম্বর থেকে চলবে ৩১শে ডিসেম্বর ২০২২ অবধি। আগ্রহী প্রার্থীরা রেজিস্ট্রেশন করতে পারেন এই ওয়েবসাইটে গিয়ে nift.ac.in, খুঁটিনাটি সমস্ত কিছু তথ্য এখানেই পাওয়া যাবে ।
যোগ্যতা: আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে ১০+২ পরীক্ষায় পাশ করতে হবে।
আবেদনকারীর বয়স অবশ্যই ২৪ বছরের নিচে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা অর্থাৎ তপশিলি জাতি এবং শারীরিক প্রতিবন্ধীরা পাঁচ বছর অবধি বয়সের ছাড় পাবেন।
প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হলে প্রার্থীরা ২০২৩ শিক্ষা বর্ষে, নিম্নলিখিত বিষয়গুলি নিয়ে স্নাতক স্তরে পড়াশোনার সুযোগ পাবেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি তে।
বিষয়গুলি হলো:
1)Accessory Design,
2)Fashion Communication
3) Fashion Design,
4)Knitwear Design,
5)Leather Design and Textile Design
পরবর্তীকালে এখান থেকেই বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তর করার সুযোগ রয়েছে। বিষয় গুলি হলো
1)Master of Fashion Management (MFM)
2) Master of Fashion Technology
সাধারণ ক্যাটাগরির জন্য পরীক্ষার আবেদন ফি ২০০০ টাকা এবং সংরক্ষিত প্রার্থীদের জন্য আবেদন ফি ১০০০ টাকা।
২০২৩ জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত লেট ফাইন দিয়ে আবেদন করা যাবে ।সেক্ষেত্রে লেট ফাইন দিতে হবে ৫০০০ টাকা। পরীক্ষার অ্যাডমিট কার্ড ২০২৩ এর জানুয়ারির তৃতীয় সপ্তাহে দেওয়া হবে। পরীক্ষার সম্ভাব্য দিন ঘোষণা করা হয়েছে ৫ই ফেব্রুয়ারি ২০২৩।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
Tags: