img

Follow us on

Friday, Nov 22, 2024

TS EAMCET 2022: আবেদনপত্রে কোনও ভুল আছে? এখনই ঠিক করুন, জানুন কীভাবে

TS EAMCET: আবেদনপত্র একবার এডিট করে জমা দিলে, আর এডিট করা যাবে না।

img

তেলাঙ্গানা কম্ন এন্ট্রান্স টেস্ট ২০২২ কারেকশন উইন্ডো। ফাইল ছবি

  2022-05-31 21:40:56

মাধ্যম নিউজ ডেস্ক: ৩০ মে থেকে খোলা হয়েছে Telangana State Engineering, Agriculture and Medical Common Entrance Test 2022 application- এর correction window। যাঁরা যারা এই পরীক্ষার জন্যে আবেদন করেছেন তাঁদের আবেদনপত্রে কোনও ভুল-ত্রুটি হয়ে থাকলে, এবার আপনারা ওয়েবসাইটে গিয়ে তা ঠিক করে নিতে পারেন।

আরও পড়ুন: পেছাচ্ছে না নীট স্নাতকোত্তর পরীক্ষা, জানাল শীর্ষ আদালত

জেনে নিন কী করে আবেদন পত্রের ভুল ঠিক করবেন— 

১। প্রথমেই চলে যান TS EAMCET-এর ওয়েবসাইট <eamcet.tsche.ac.in> তে। 

২। এবার হোমপেজে "Correction of Online Application data already submitted by the candidate" এই লিঙ্কে ক্লিক করুন।

৩। "Fill in your details"-এ গিয়ে রেজিস্ট্রেশন নম্বর, পেমেন্ট রেফারেন্স আইডি, জন্মের তারিখ, মোবাইল নম্বর এসবে কোনও ভুল থাকলে তা ঠিক করে নিন।

৪। "Proceed to Fill Application"- এ ক্লিক করুন। 

৫। EAMCET অ্যাপ্লিকেশন ফর্মে গিয়ে এডিট করুন।

৬। সেভ করে 'Submit' অপশনে ক্লিক করুন।

৭। এবার ফর্মটি ডাউনলোড করে ভবিষ্যতের জন্যে তার প্রিন্টআউট রেখে দিন। 

TS EAMCET 2022- এর 'কারেকশন উইন্ডো'-টি ৩০ মে থেকে ৬ জুন অবধি খোলা থাকবে। এর মধ্যেই আবেদনপত্রে কোনও ভুল থাকলে তা ঠিক করে নিতে হবে পরীক্ষার্থীদের। এই উইন্ডোটি বন্ধ হওয়ার পরেও আবেদন করতে 'লেট ফি' দিতে হবে। ২৫০ টাকা 'লেট ফি' দিয়ে আবেদন করার শেষ তারিখ ৭ জুন। 

আরও পড়ুন: ফের স্থগিত হতে পারে এবছরের নীট পরীক্ষা, প্রতিনিধি পরীক্ষার্থীদের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রকের বৈঠকের পর এমনই সম্ভবনা দেখা দিয়েছে

জুলাই মাসে ১৪, ১৫, ১৮, ১৯ ও ২০ তারিখে নেওয়া হবে পরীক্ষাটি। আবেদনপত্র একবার এডিট করে জমা দিলে, আর এডিট করা যাবে না। সেটাই চূড়ান্ত আবেদনপত্র হিসেবে ধরে নেওয়া হবে। তাই জমা দেওয়ার আগে আবেদনপত্রটি বার বার পড়ে নিতে হবে পরীক্ষার্থীদের, যাতে কোনও ভুল-ত্রুটি থেকে না যায়। 

 

 

Tags:

Exam

TS EAMCET 2022

Edit

Correction Window

Telangana 


আরও খবর


খবরের মুভি