img

Follow us on

Saturday, Jan 18, 2025

UGC NET: নেট পরীক্ষায় আবেদনের সময়সীমা বাড়াল ইউজিসি 

NET: এর আগে আবেদনে কোনও ভুল-ত্রুটি থাকলে তা সংশোধন করার জন্যে ২০২২ সালের ২৩ মে রাত ৯ টা অবধি সময়সীমা বেঁধে দিয়েছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ  

img

বাড়ানো হল নেট পরীক্ষায় আবেদনের সময়সীমা। ফাইল চিত্র

  2022-05-23 13:22:17

মাধ্যম নিউজ ডেস্ক: ইউজিসি নেট (UGC NET) পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। এমনটাই জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। ইউজিসি নেট ডিসেম্বর ২০২১ (UGC-NET December 2021) এবং জুন ২০২২-(UGC-NET June 2022) এর আবেদনপত্র দাখিলের সময়সীমা বাড়িয়ে ৩০ মে করা হয়েছে। ugcnet.nta.nic.in ওয়েবসাইটটিতে গিয়ে এই বিষয়ক সমস্ত তথ্য জানতে পারবেন  পরীক্ষার্থীরা। 

আরও পড়ুনঃ সেরা বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে শীঘ্রই যৌথ ডিগ্রি প্রদান ভারতীয় প্রতিষ্ঠানের : ইউজিসি চেয়ারম্যান

বিষয়টি নিজের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে ট্যুইট করে জানিয়েছেন ইউজিসি (UGC) -র চেয়ারম্যান। লিখেছেন, "ইউজিসি নেট ডিসেম্বর ২০২১ এবং জুন ২০২২- (UGC NET December 2021/June 2022) এর আবেদন দাখিল করা এবং টাকা জমা দেওয়ার শেষ দিন বাড়িয়ে ৩০ মে ২০২২ করা হয়েছে।" 

জেনে নিন কীভাবে আবেদন করবেন নেট পরীক্ষার জন্যে: 

১। প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটটিতে যান। ntanet.nic.in

২। এবার‘UGC NET December 2021/June 2022 registration’- এই লিঙ্কটিতে ক্লিক করুন। 

৩। একটু নতুন পেজে নিয়ে যাওয়া হবে আপনাকে।

৪। ব্যক্তিগত তথ্য দিন এবং রেজিস্টার করুন।

৫। নতুন তৈরি করা রেজিস্ট্রেশন নম্বরটি দিয়ে লগ-ইন করুন। 

৬। ফর্মটি ভরুন, ছবি আপলোড করুন এবং ফর্মটি ডাউনলোড করুন।

৭। এবার টাকা জমা করুন।

এর আগে আবেদনে কোনও ভুল-ত্রুটি থাকলে তা সংশোধন করার জন্যে ২০২২ সালের ২৩ মে রাত ৯টা অবধি সময়সীমা বেঁধে দিয়েছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ (NTA)। তারপরেই আবেদনের সময়সীমা বাড়ানোর এই ঘোষণা। 

আরও পড়ুনঃ স্নাতকস্তরে একইসঙ্গে দুটো ডিগ্রি কোর্স করা যাবে, নয়া নিয়ম ইউজিসির

বছরে দুবার হয় এই নেট পরীক্ষা। এবছরের জুনের পরীক্ষায় স্থগিতাদেশ দেওয়া হয়েছে। কারণ করোনা অতিমারীর কারণে ২০২১ সালের ডিসেম্বরের পরীক্ষাটি এখনও নেওয়া যায়নি। পরীক্ষাটিকে পুরোনো ছন্দ ফিরিয়ে আনতে ২০২১ সালের ডিসেম্বর এবং ২০২২ সালের জুনের পরীক্ষা দুটি একসাথে নেওয়ার ঘোষণা করেছে এনটিএ।     

 

Tags:

UGC NET

NET Exam

NTA

Application

Deadline 


আরও খবর


খবরের মুভি