img

Follow us on

Sunday, Jan 19, 2025

UGC NET 2022 Date: ইজিসি নেট পরীক্ষার দিন ঘোষণা এনটিএ-র, জেনে নিন তারিখ

জেনে নিন, ইজিসি নেট পরীক্ষার দিনক্ষণ.....

img

প্রতীকী ছবি

  2022-06-27 13:36:39

মাধ্যম নিউজ ডেস্ক: ইউজিসি নেট (UGC NET 2022) ডিসেম্বর ২০২১ ও জুন ২০২২-র পরীক্ষার দিন ঘোষণা করা হল। ন্যাশনাল টেস্টিং এজেন্সি থেকে ঘোষণা করা হয়েছে, ডিসেম্বর ২০২১ ও জুন ২০২২-র পরীক্ষা জুলাই মাসের ৮, ৯, ১১ ও ১২ তারিখ ও অগাস্ট মাসের ১২, ১৩ ও ১৪ তারিখ নেওয়া হবে। করোনাভাইরাস (Coronavirus) পরিস্থিতিতে এবার ২০২১ সালের ডিসেম্বরের সেশন এবং ২০২২ সালের জুনের সেশনের পরীক্ষা একসঙ্গে হচ্ছে। এদিন এই বিষয়টি নিজের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে ট্যুইট করে জানিয়েছেন ইউজিসি (UGC) -র চেয়ারম্যান। 

আরও পড়ুন: আজই প্রকাশিত হবে জয়েন্ট এন্ট্রান্স মেনের অ্যাডিমিট, কখন জানাল এনটিএ

পরীক্ষার্থীরা পরীক্ষার দিন দেখে নিতে পারবে  www.nta.ac.in – এ। এছাড়াও ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) থেকে বিস্তারিত তারিখ শীঘ্রই আপলোড করা হবে www.nta.ac.in – এ। ইতিমধ্যেই পরীক্ষার্থীদের ফর্মের ভুল সংশোধনের জন্য এনটিএ সময় দিয়েছে। ২০২২-এর ৩১ মে থেকে জুন ১, ২০২২ পর্যন্ত পরীক্ষার্থীরা সময় পাবেন। এনটিএ থেকে বলা হয়েছে, পরীক্ষা সংক্রান্ত নতুন আপডেটের জন্য প্রায় প্রতিদিনই এনটিএ -এর ওয়েবসাইটটি দেখতে । এছাড়াও পরীক্ষার্থীদের কোনো জিজ্ঞাস্য থাকলে বা কোনো কিছু জানতে এনটিএ হেল্প ডেস্ক ০১১৪০৭৫৯০০০ নম্বরে ফোন করার কথাও জানানো হয়েছে।

সাধারণত বছরে দু'বার ইউজিসি নেট (UGC NET)  পরীক্ষা হয়। কিন্তু করোনাভাইরাসের জন্য ২০২১ সালের ডিসেম্বরের নেট পরীক্ষা হয়নি ও ২০২২ সালের জুন মাসের পরীক্ষাও পিছিয়ে যায়। তাই নেট পরীক্ষা আবারও বছরের ঠিক সময় মত করার জন্য এবারে দুই সেশনের পরীক্ষা একসঙ্গে হতে চলেছে।

আরও পড়ুন:নেট পরীক্ষায় আবেদনের সময়সীমা বাড়াল ইউজিসি

উল্লেখ্য, ২০২২ সালের ৩০ মে নেট পরীক্ষার আবেদনপত্র দাখিল করার শেষ দিন ছিল। খুব শীঘ্রই পরীক্ষার অ্যাডমিট কার্ড বা হলটিকিট দেওয়া হবে। তাই পরীক্ষার্থীদের এনটিএ-এর ওয়েবসাইটে বিশেষ নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

 

Tags:

UGC NET 2022

Natioanal Testing Agency

UGC NET 2022 exam Date

UGC NET 2022 Date

UGC-NET December 2021

UGC-NET June 2022