img

Follow us on

Saturday, Jan 18, 2025

UGC New Rule: এক বছর আগেই হাতে ডিগ্রি! স্নাতকস্তরে নতুন নিয়ম আনতে চলেছে ইউজিসি

Bachelor's Degree: চটজলদি মিলবে ডিগ্রি! নতুন নিয়ম নিয়ে কী বলল ইউজিসি?

img

স্নাতকস্তরে নতুন নিয়ম চালুর পথে ইউজিসি (সংগৃহীত ছবি)

  2024-12-04 18:12:46

মাধ্যম নিউজ ডেস্ক: ডিগ্রি কোর্সের ক্ষেত্রে ইউজিসি (UGC New Rule) কর্তৃপক্ষ বড়সড় নতুন নিয়ম চালু করার সিদ্ধান্ত নিয়েছে। যা পড়ুয়াদের কাছে সুখবর। মূলত, স্নাতক ডিগ্রি পেতে আর বেশিদিন অপেক্ষা করতে হবে না এবার। তিন বছরের ডিগ্রি কোর্সে (Bachelor's Degree) ভর্তি হলে আড়াই বছরের মাথায় সেই কোর্স শেষ করা যাবে। আবার কেউ যদি চার বছরের ডিগ্রি কোর্সে ভর্তি হন, তবে সেটি শেষ করা যাবে তিন বছরের মাথায়। সম্প্রতি নতুন ধরনের এমনই এক ব্যবস্থা জারি করার কথা ভাবছে ইউজিসি। আগামী শিক্ষাবর্ষ অর্থাৎ ২০২৫-২৬ সাল থেকেই এই ব্যবস্থা শুরু করতে পারে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।

নতুন নিয়মে কী কী সুবিধা মিলবে? (UGC New Rule)

চেন্নাইয়ে সার্দান জোন কনফারেন্সে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই বিষয়টির উল্লেখ করেন ইউজিসি (UGC New Rule) চেয়ারম্যান এম জগদীশ কুমার। ২০২০ সালের জাতীয় শিক্ষানীতি নিয়ে এই বিশেষ কনফারেন্সের আয়োজন করা হয়। সেখানেই নতুন ধরনের এই শিক্ষাব্যবস্থা নিয়ে বৃহস্পতিবার মুখ খোলেন ইউজিসি চেয়ারম্যান। এই পদ্ধতি চালু হলে পড়ুয়ারা হাতে বেশ কিছুটা সময় পাবে। ছয় মাস থেকে এক বছর পর্যন্ত অতিরিক্ত সময় তাঁরা হাতে পাবে বলে জানিয়েছেন তিনি। এই সময়টুকু কেরিয়ার গড়ার পিছনে অন্যভাবে ব্যয় করতে পারবে পড়ুয়ারা। মাঝপথে ছাড়া যাবে কোর্স। ধীরে ধীরে অর্থাৎ পুরানো সময়সীমা মেনে কোর্স শেষ করার বদলে মাঝপথেও একজন কোর্স ছেড়ে দিতে পারে। পরে কোর্সটি শেষ করার জন্য ছেড়ে যাওয়া অংশটি থেকেই শুরু করতে পারবে পড়ুয়া। এই নতুন ব্যবস্থায় সময় নষ্ট হওয়ার আশঙ্কাও কমবে।

আরও পড়ুন: ভীত বাংলাদেশ! ত্রিপুরার উপ-দূতাবাস বন্ধ করল ঢাকা, অমিল ভিসা পরিষেবা

কী বললেন ইউজিসি চেয়ারম্যান?

ইউজিসি চেয়ারম্যান (UGC New Rule) এম জগদীশ কুমার বলেন, ‘‘যেসব পড়ুয়ারা দ্রুত কোর্স শেষ করতে সমর্থ, তাদের জন্য ইউজিসি এই বিশেষ সুবিধা দেবে। এমন একটা পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। সবটাই এখনও আলোচনার স্তরে রয়েছে বলে জানানো হয়েছে। তবে নতুন ধরনের এই নিয়ম চালু হলেও পুরোনো নিয়ম আগের মতোই বহাল থাকবে বলে জানান তিনি। তাঁর কথায়, যারা ধীরে সুস্থে কোর্স শেষ করতে চান, তাঁরা চার বছরের শিক্ষা কাঠামো মেনেই কোর্স শেষ করতে পারবেন।’’

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

Madhyom

bangla news

Bengali news

ugc new rule

Bachelor's degree


আরও খবর


খবরের মুভি