img

Follow us on

Thursday, Nov 21, 2024

WBJEE Seat Allotment List: প্রকাশিত হয়েছে রাজ্য জয়েন্টের কাউন্সেলিংয়ের প্রথম তালিকা, কী করে দেখবেন?

যাদের নাম তালিকায় আছে তাঁরা ভর্তির সুযোগ পাবেন। 

img

মেডীক্যাল স্টুডেন্টস

  2022-09-08 18:16:07

মাধ্যম নিউজ ডেস্ক: প্রকাশিত হয়েছে রাজ্য জয়েন্টের কাউন্সেলিংয়ের প্রথম তালিকা (WBJEE 2022 Seat Allotment First List)। প্রার্থীরা রাজ্য জয়েন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট wbjeeb.nic.in-তে গিয়ে তালিকায় নিজের নাম দেখতে পারবেন। যাদের নাম তালিকায় আছে তাঁরা ভর্তির সুযোগ পাবেন। ভর্তির শেষ তারিখ ১২ সেপ্টেম্বর সন্ধ্যে ৬টা। 

আরও পড়ুন: কুয়েটের সঙ্গে জেইই এবং নীট সংযুক্তিকরণের পথে ইউজিসি? জানুন বিস্তারিত

কী করে দেখবেন তালিকায় আপনার নাম আছে কী না?

১) রাজ্য জয়েন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট wbjeeb.nic.in- এ যান। 

২) হোমপেজে ‘WBJEE’-এ ক্লিক করুন। নয়া একটি পেজ খুলে যাবে। 

৩) পেজের নিচের দিকে ‘Seat Allotment Result of Round 1 For WBJEE 2022 Counselling (Till 12.09.2022, 6:00 PM)’ আছে। তাতে ক্লিক করুন। নয়া একটি পেজ খুলে যাবে।  

৪) 'Registered Candidates Sign-In'-র নিচে 'WBJEE Roll Number', 'Password', 'Security Pin (case sensitive)' এবং 'Security Pin' দিয়ে 'Sign in' করুন।

আরও পড়ুন: প্রকাশিত হয়েছে নিট-ইউজি- র ফল, এমবিবিএস ছাড়া আর কোন কোর্সে পড়ার সুযোগ রয়েছে? জেনে নিন  

রাজ্য জয়েন্ট বোর্ড জানিয়েছে, কাউন্সেলিংয়ের প্রথম তালিকায় যে প্রার্থীরা আছেন, তাঁরা ৭ সেপ্টেম্বর থেকে আগামী ১২ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত 'সিট অ্যাকসেপমেন্ট ফি' জমা দিতে পারবেন। সেইসঙ্গে ওই সময়ের মধ্যে যে কলেজের জন্য নির্বাচিত হয়েছেন, সেখানে গিয়ে প্রার্থীদের নথি যাচাই করতে হবে। ভর্তি প্রক্রিয়াও সম্পূর্ণ করতে হবে প্রার্থীদের। কোন প্রতিষ্ঠানে ভর্তির কী প্রক্রিয়া তা জানতে ওই প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।  

চলতি বছর ১৭ জুন রাজ্য জয়েন্টের ফলাফল প্রকাশিত হয়েছিল। ফল প্রকাশের বেশ কিছুদিন পরে শুরু হয়েছিল কাউন্সেলিং। সেইসময় জয়েন্ট বোর্ডের তরফে জানানো হয়েছিল, উচ্চশিক্ষা দফতরের অধীনে থাকা সিট ম্যাট্রিক্স তৈরি করে ডাইরেক্টরেট অফ টেকনিকাল এডুকেশন। কোনও কলেজ যদি নতুন কোনও বিষয় অন্তর্ভুক্ত করতে চায়, তাহলে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিকাল এডুকেশনের  কাছে আবেদন করতে হয়। সেই অনুমোদন পাওয়ার শেষদিন ছিল ৩০ জুলাই। তারপর সেই সংক্রান্ত তথ্য পাবে সংশ্লিষ্ট কলেজ। তারপরে তা  ডাইরেক্টরেট অফ টেকনিকাল এডুকেশনের কাছে জমা পড়বে। সে কারণেই এই দেরি। 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Tags:

WBJEE 2022 Seat Allotment First List

West Bengal Joint Entrance Examination


আরও খবর


খবরের মুভি