img

Follow us on

Wednesday, Dec 04, 2024

WB JECA 2023: "জেকা ২০২৩" এর আবেদন শুরু হয়েছে, জানুন বিস্তারিত

বোর্ডের সিডিউল অনুযায়ী জানা যাচ্ছে এ বছরের WB JECA 2023 পরীক্ষা হবে ৮ জুলাই

img

প্রতীকী ছবি

  2023-01-30 13:34:33

মাধ্যম নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড WB JECA 2023 এর রেজিস্ট্রেশন এবং আবেদন প্রক্রিয়া শুরু করেছে। অনলাইনে আগ্রহী প্রার্থীরা এই আবেদন করতে পারবে বলে জানিয়েছে বোর্ড। বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে এই আবেদন প্রক্রিয়া চলবে ৮ ফেব্রুয়ারি ২০২৩ অবধি। বোর্ডের সিডিউল অনুযায়ী জানা যাচ্ছে এ বছরের WB JECA 2023 পরীক্ষা হবে ৮ জুলাই। আবেদন করার জন্য অফিশিয়াল ওয়েবসাইটটি হল wbjeeb.nic.in.
 

WB JECA 2023 পরীক্ষায় বসার যোগ্যতা কী

বোর্ড সূত্রে জানানো হয়েছে এই পরীক্ষায় বসতে গেলে প্রার্থীদের অবশ্যই স্নাতক স্তরে ৬০ শতাংশ নম্বর পেতে হবে সাধারণ তালিকাভুক্ত ছাত্রদের। অন্যদিকে সংরক্ষিত তালিকার প্রার্থীদের ৪৫ শতাংশ নম্বর সহ স্নাতক পাশ করলেই হবে এবং তার সঙ্গে প্রার্থীদেরকে স্নাতক স্তরের অন্যতম বিষয় হিসেবে গণিতে ৬০ শতাংশ নম্বর পেতে হবে ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বা তার সমতুল পরীক্ষাতেও ৬০ শতাংশ নম্বর পেতে হবে গণিতে।

আরও পড়ুন: সিবিএসই বোর্ডের দশম শ্রেণির পরীক্ষায়, বিজ্ঞান বিভাগে ভাল রেজাল্ট করতে কিছু টিপস

টেকনিক্যাল শাখার সাধারণ তালিকাভুক্ত ছাত্রদের তাদের স্নাতক স্তরের পরীক্ষায় ৫০ শতাংশ নম্বর পেলেই হবে এবং সংরক্ষিত তালিকার প্রার্থীদের ৪৫ শতাংশ নম্বর পেতে হবে। আবশ্যিক বিষয় হিসেবে স্নাতক স্তরে গণিত থাকতেই হবে।

কীভাবে আবেদন করবেন

ধাপ- ১  প্রথমে WB JECA 2023 এর  অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে

ধাপ- ২ এরপর রেজিস্ট্রেশন লিংকে ক্লিক করতে হবে

ধাপ-৩ লগ ইন করে যাবতীয় তথ্য সেখানে দিতে হবে

ধাপ-৪ সমস্ত প্রয়োজনীয় নথি ওই ওয়েবসাইটে অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মে আপলোড করতে হবে

ধাপ-৫ এরপর আবেদন ফি জমা দিতে হবে অনলাইনের মাধ্যমে এবং ফাইনাল সাবমিশন করতে হবে

আরও পড়ুন: জয়েন্ট এন্ট্রান্স মেইন পরীক্ষা ২০২৩ শুরু হচ্ছে ২৪ জানুয়ারি থেকে, পরীক্ষা পদ্ধতিতে এল বদল

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

 

Tags:

WB JECA 2023


আরও খবর


খবরের মুভি