img

Follow us on

Sunday, Jan 19, 2025

Filmfare Awards 2022: অনুষ্ঠিত হল ২০২২ সালের ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড, দেখে নিন কারা পেলেন পুরস্কার...

নয়টি বিভাগে পুরস্কার জিতেছে সুজিত সরকারের 'সর্দার উধম'। অন্যদিকে 'শেরশাহ' সেরা চলচ্চিত্রসহ ৭টি পুরস্কার পেয়েছে।

img

কৃতি-রণবীর-ভিকি-বিদ্যা

  2022-08-31 13:00:53

মাধ্যম নিউজ ডেস্ক: মঙ্গলবার সন্ধ্যায় ৬৭তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড Filmfare Awards 2022) অনুষ্ঠিত হয়েছে। ভারতের সিনেমা সম্পর্কিত প্রাচীনতম পুরস্কার অনুষ্ঠানগুলির মধ্যে একটি হল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, যেখানে সিনেমা জগতের সঙ্গে জড়িত সমস্ত তারকাদের সম্মানিত করা হয়। ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ২০২২-র এদিনের অনুষ্ঠান ছিল তারকা খচিত। চাঁদের হাট বসেছিল যেন। নয়টি বিভাগে পুরস্কার জিতেছে সুজিত সরকারের 'সর্দার উধম'। অন্যদিকে 'শেরশাহ' সেরা ছবিসহ ৭টি পুরস্কার পেয়েছে।

নীচে একনজরে জয়ীদের তালিকা:

সেরা ছবি (সমালোচক)

'সর্দার উধম'

সেরা ছবি

'সর্দার উধম'

প্রধান চরিত্রে সেরা অভিনেতা (পুরুষ)

রণবীর সিং ('83')

সেরা অভিনেতা (সমালোচক)

ভিকি কৌশল ('সর্দার উধম')

প্রধান চরিত্রে সেরা অভিনেতা (মহিলা)

কৃতি শ্যানন ('মিমি')

সেরা অভিনেত্রী (সমালোচক)

বিদ্যা বালান (‘শেরনি’)

সেরা পরিচালক

বিষ্ণুবর্ধন ('শেরশাহ')

সেরা সহঅভিনেতা (পুরুষ)

পঙ্কজ ত্রিপাঠী ('মিমি')

সেরা সহঅভিনেতা (মহিলা)

সাই তামহঙ্কর ('মিমি')

আরও পড়ুন: জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে সেরার শিরোপা সুরিয়া-অজয় দেবগনের, জয়জয়কার অভিযাত্রিকের

সেরা মিউজিক অ্যালবাম

তানিস্ক বাগচি, বি প্রাক, জানি, জসলিন রয়্যাল, জাভেদ-মহসিন এবং বিক্রম মন্ট্রোজ ('শেরশাহ')

সেরা গানের কথা

'লেহরা দো' ('83') এর জন্য কাউসার মুনির

সেরা প্লেব্যাক গায়ক (পুরুষ)

'মন ভরিয়া' ('শেরশাহ') এর জন্য বি প্রাক

সেরা প্লেব্যাক গায়ক (মহিলা)

'রাতান লাম্বিয়ান' ('শেরশাহ') এর জন্য আসিস কৌর

সেরা অ্যাকশন

স্টেফান রিখটার এবং সুনিয়েল রড্রিগস ('শেরশাহ')

সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর

শান্তনু মৈত্র ('সর্দার উধম')

সেরা কোরিওগ্রাফি

'চাকা চক' ('আতরঙ্গি রে') এর জন্য বিজয় গাঙ্গুলি

সেরা সিনেমাটোগ্রাফি

'সর্দার উধম'-এর জন্য অভিক মুখোপাধ্যায়

সেরা পোশাক

'সর্দার উধম'-এর জন্য ভিরা কাপুর

সেরা এডিটিং

'শেরশাহ'-এর জন্য শ্রীকর প্রসাদ

সেরা প্রোডাকশন ডিজাইন

'সর্দার উধম'-এর জন্য মানসী ধ্রুব মেহতা এবং দিমিত্রি মালিচ

সেরা সাউন্ড ডিজাইন

'সর্দার উধম'-এর জন্য দীপঙ্কর চাকি ও নীহার রঞ্জন সামল

সেরা ডায়লগ

'সন্দীপ অর পিঙ্কি ফারার'-এর জন্য দিবাকর ব্যানার্জি এবং বরুণ গ্রোভার

সেরা স্ক্রিনপ্লে

'সর্দার উধম'-এর জন্য শুভেন্দু ভট্টাচার্য ও রিতেশ শাহ

সেরা গল্প

'চন্ডিগড় কারে আশিকি'-এর জন্য অভিষেক কাপুর, সুপ্রতীক সেন এবং তুষার পরাঞ্জপে।

সেরা ডেবিউ পরিচালক

সীমা পাহওয়া (রামপ্রসাদ কি তেহরভি)

সেরা ডেবিউ মহিলা

শর্বরী ওয়াঘ (বান্টি অর বাবলি 2)

সেরা ডেবিউ (পুরুষ)

এহান ভাট (৯৯ গান)

লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড

সুভাষ ঘাই

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

Tags:

Bollywood

Filmfare Awards

Filmfare Awards 2022


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর