img

Follow us on

Saturday, Jan 18, 2025

Will Smith Oscars Ban: চড়ের শাস্তি, ১০ বছরের জন্য অস্কার মঞ্চে নিষিদ্ধ উইল স্মিথ

Oscars 2022: আগামী এক দশক উইল স্মিথ অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সের দ্বারা আয়োজিত অন্য কোনও অনুষ্ঠানেও যোগ দিতে পারবেন না৷

img

উইল স্মিথ

  2022-04-12 23:21:56

Will Smith: কৌতুকাভিনেতা ক্রিস রককে (Chris Rock) অস্কারের মঞ্চে (Oscars 2022) সপাটে চড় মেরেছিলেন অভিনেতা উইল স্মিথ। তারই খেসারত হিসেবে ১০ বছরের জন্য অস্কার থেকে নিষিদ্ধ করা হল স্মিথকে।
সম্প্রতি অস্কার পুরস্কারের আয়োজন করে ‘অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স’ (Academy awards)।  সেই মঞ্চে স্ত্রী জাডা পিঙ্কেটকে (Jada Pinkett Smith ) নিয়ে রকের চটুল রসিকতা মেনে নিতে পারেননি স্মিথ। স্ত্রীকে নিয়ে রসিকতার ‘শাস্তি’ হিসেবেই অস্কারের মঞ্চে ক্রিসকে চড় মেরেছিলেন স্মিথ। পরে অবশ্য নিজের আচরণের জন্য ক্রিস এবং অস্কার কর্তৃপক্ষের কাছে ক্ষমা চান তিনি। তবে ক্ষমাপ্রার্থনা করেও রেহাই পেলেন না এ বছরের অস্কারজয়ী অভিনেতা।
প্রসঙ্গত, অ্যাকাডেমি বোর্ড অব গভর্নরের সদস্য অভিনেতা হুপি গোল্ডবার্গ আগেই জানিয়েছিলেন, চড়-কাণ্ডের ফল  ভুগতে হবে স্মিথকে। স্মিথের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে আলোচনা করতে শুক্রবার বৈঠকে বসেন তাঁরা। সেখানেই স্মিথের শাস্তি নির্ধারিত হয়। স্মিথের এই আচরণের জন্য  তাঁর পুরস্কার কেড়ে নেওয়া হতে পারে বলে মনে করা হয়েছিল। তবে অস্কারের মঞ্চ থেকে নিষিদ্ধ করা হলেও স্মিথের পুরস্কার কেড়ে নেওয়া হয়নি। ভবিষ্যতেও অস্কারের মনোনয়নে কোনও নিষেধাজ্ঞা নেই উইল স্মিথের উপর। “বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, ৮ এপ্রিল, ২০২২ থেকে ১০ বছরের জন্য, উইল স্মিথকে অ্যাকাডেমির কোনও অনুষ্ঠান বা আয়োজনে শারীরিকভাবে উপস্থিত থাকার অনুমতি দেওয়া হবে না,” লিখেছেন সভাপতি ডেভিড রুবিন এবং সিইও ডন হাডসন। ঐতিহ্য মেনে এবছরের অস্কারজয়ী সেরা অভিনেতাকেই পরের বছরের সেরা অভিনেত্রীর পুরস্কার দেওয়ার জন্য ডাকা হয়। কিন্তু আগামী বছর সেই মঞ্চে থাকতে পারবেন না স্মিথ।
উল্লেখ্য, ওই ঘটনার পর অ্যাকাডেমির বাইরে দু’টি বড় প্রযোজনা সংস্থা স্মিথের সঙ্গে তাদের কাজ সাময়িক ভাবে বন্ধ করে দেয়। তবে যাঁর জন্য বিতর্কের কেন্দ্রে চলে আসেন স্মিথ, সেই ক্রিস এখনও এই বিষয় নিয়ে কিছু বলেননি।

 

Tags:

Will Smith Oscars Ban

Chris Rock

hollywood

will smith oscars 2022

oscars 2022

Will Smith


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর