টিজারে দেখা যাচ্ছে, সমুদ্রগর্ভে ধ্যানমগ্ন রামচন্দ্র।
আদিপুরুষ টিজার
মাধ্যম নিউজ ডেস্ক: প্রকাশ্যে এল বহু প্রতিক্ষীত 'আদিপুরুষ'-এর টিজার (Adipurush Teaser)। ওম রাউত পরিচালিত মাথলজি ভিত্তিক এই ছবিতে রামচন্দ্রের ভূমিকায় অভিনয় করেছেন দক্ষিণী তয়ারকা প্রভাস। 'সীতা'- র ভূমিকায় দেখা যাবে কৃতী স্যাননকে এবং রাবণের চরিত্রে অভিনয় করেছেন সইফ আলি খান। এই ছবিতে লক্ষ্মণের চরিত্রে রয়েছেন সানি সিং ৷ ১ মিনিট ৪৬ সেকেন্ডের তারকাখচিত টিজারে মুগ্ধ সিনেমা প্রেমীরা।
অতীতে ‘তানাজি’র মতো ছবি তৈরি করেছেন ওম রাউত। জাতীয় পুরস্কারও এসেছে সেই ছবির ঝুলিতে। তবে 'আদিপুরুষ'-এর ভিএফএক্স নিয়ে কটাক্ষের মুখে পরিচালক।
টিজারে দেখা যাচ্ছে, সমুদ্রগর্ভে ধ্যানমগ্ন রামচন্দ্র। আর চারদিক থেকে তাঁকে ঘিরে ধরেছে শত্রুরা। তির-ধনুক নিয়েই শত্রুদের সঙ্গে লড়াই করছেন তিনি। এর পরেই আসেন রাবণ। তাঁর নীল চোখ, দশটি মাথারও ঝলক দেখা যায় টিজারে। আর দেখা যায় লক্ষ্মণ এবং রামচন্দ্রের বানর সেনাকে।
আরও পড়ুন: দৃশ্যম ২ নিয়ে ফের পর্দায় ফিরছেন অজয় দেবগণ
রাম কেন্দ্রীক ছবির প্রচার হবে রাম জন্মভূমি থেকে একথা আগেই জানিয়েছিলেন ছবির নির্মাতারা। সেই মতো অযোধ্যা থেকেই শুরু হয়েছে ছবির প্রচার৷ রবিবার রাতে অযোধ্যায় সরযূ নদীর তীরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ নবরাত্রির এই বিশেষ সময়কে ছবির প্রথম টিজার লঞ্চের জন্য মনোনীত করা হয়েছিল। ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন সন্ধ্যে ৭.১১ মিনিটে রিলিজ য় ছবির টিজার। এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে মুক্তি পায় আদিপুরুষ ছবির টিজার।
আরও পড়ুন: দাদাসাহেব ফালকে সম্মানে ভূষিত হচ্ছেন আশা পারেখ
প্রায় ৫০০ কোটি টাকা খরচ করে তৈরি হয়েছে এই ছবি। প্রথমে তেগুলু, তারপর হিন্দি টিজার মুক্তি পায়। তানাজি ছবির পরিচালক ওম রাউতের আরও একটি বিগ বাজেট ছবি আদিপুরুষ। মু্ক্তির কিছু সময়ের মধ্যেই ছবির টিজার ভিউ কয়েক লক্ষ ছাড়িয়েছে। ১২ জানুয়ারি, ২০২৩ সালে মুক্তি পাবে ছবি।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।