img

Follow us on

Saturday, Jan 18, 2025

Adnan Sami: 'অলবিদা' লিখে ইনস্টাগ্রামে সব পোস্ট ডিলিট করলেন আদনান সামি! রহস্য কী?

তাঁর ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা ৬লক্ষ ৭৭ হাজার।

img

আদনান সামি

  2022-07-20 14:06:43

মাধ্যম নিউজ ডেস্ক: অলবিদা! সবাইকে চমকে দিয়ে বিখ্যাত গায়ক আদনান সামি (Adnan Sami) এ কী পোস্ট করলেন ইনস্টাগ্রামে? মঙ্গলবার থেকেই তিনি ফের খবরের শিরোনামে। গতকাল তিনি হঠাৎ ইন্সটাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন, যেখানে শুধুমাত্র লেখা আছে 'অলবিদা'। এরপর থেকেই তাঁর অনুরাগীরা উদ্বিগ্ন হয়ে পড়েছে। কিছুদিন আগেই মালদ্বীপে ছুটি কাটানোর মুহূর্ত শেয়ার করছিলেন সোশ্যাল মিডিয়ায়। তখন তাঁর চেহারার অস্বাভাবিক পরিবর্তন দেখা গিয়েছিল। তাঁর শরীরের এমন পরিবর্তন দেখে নেটিজেনরা অবাক হয়ে পড়েছিলেন। এখন আবার এমন রহস্যজনক পোস্টে কৌতুহলী হয়ে পড়েছে তাঁর অনুরাগীরা।

আরও পড়ুন: প্রয়াত প্রখ্যাত গজল শিল্পী ভূপিন্দর সিং, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামে (Instagram) এই ভিডিও পোস্ট করে তিনি তাঁর সব ছবিও ডিলিট করে দিয়েছেন। কিন্তু অন্য কোনও সোশ্যাল মিডিয়াতে কোনও কিছু ডিলিট করেননি। তাঁর ইনস্টাগ্রামে ফলোয়ার আছে ৬ লক্ষ ৭৭ হাজার। এই পোস্টের পর থেকেই তাঁর ভিডিয়োতে ঝড়ের বেগে আসতে থাকে অসংখ্য কমেন্ট। নেটিজেনদের মধ্যে কেউ লিখেছেন, “কী হল আপনার স্যার? আশা করি এটা নতুন কিছু শুরুর ইঙ্গিত। আপনার নতুন গান বা অন্যকিছু।“  অপর এক জন লিখেছেন, “আপনি ঠিক আছেন?”  আরেকজন বলেছে, হয়তো এটি প্রয়াত ভূপিন্দর সিং-এর জন্য। আবার অনেকে মনে করেছেন, এটি হয়তো তাঁর কোনও নতুন গানের অ্যালবামের প্রচারের জন্য। অনেকে আবার এটাও ভেবেছেন যে এটা তাঁর সঙ্গীত জগত থেকে অবসরের ঘোষণা হতে পারে। 

আরও পড়ুন: চোখের জলে শেষ বিদায়, মুম্বাইয়ের ভারসোভায় পঞ্চভূতে বিলীন কেকে

প্রসঙ্গত কিছুদিন আগেই আদনান সামির ওজন কমানোর খবর সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছিল। মালদ্বীপে কাটানো বিভিন্ন ছবি শেয়ার করলে সেখানে তাঁকে খুশীই দেখাচ্ছিল। আদনান তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে তার সন্তানের সঙ্গে সুইমিং পুলে উপভোগ করার একটি ছবিও শেয়ার করেন। এরপর সব জায়গায় শুধু তাঁর দেহের পরিবর্তন নিয়েই চর্চা করা হচ্ছিল। আদনান সামি প্রায় ১৫৫ কেজি ওজন কমিয়েছেন। ফলে তাঁর ওজন কমানো সবাইকে এক অনুপ্রেরণা দিয়েছে। কিন্তু এর কিছুদিনের মধ্যেই তিনি এমন কাজ করায় তাঁকে নিয়ে জল্পনা করা শুরু হয়েছে। তবে যে যাই বলুক, তিনি এমন কেন করলেন বা এর পেছনের আসল রহস্য কী, তা একমাত্র আদনান সামি নিজেই বলতে পারবেন।

Tags:

Adnan Sami

Adnan Sami new post

Adnan Sami Instagram


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর