img

Follow us on

Friday, Nov 22, 2024

Kishore Kumar: কিশোর কুমারের চারটি বিয়ে! এই বিষয়ে কী বললেন তাঁর পুত্র অমিত কুমার

প্রথম স্ত্রী রুমার সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর গাড়ি কবর দিয়েছিলেন কিশোর কুমার।

img

kishore

  2022-06-13 14:27:19

মাধ্যম নিউজ ডেস্ক: সবার মনের মানুষ  ছিলেন কিশোর কুমার। মাত্র ৫৮ বছর বয়সেই চলে যান এই কিংবদন্তী সঙ্গীত শিল্পী। কিন্তু আপনি কি জানতেন এই স্বনামধন্য গায়কের চারটি বিয়ে ছিল? তাঁর স্ত্রীর নাম ছিল- রুমা গুহ ঠাকুরতা (Ruma Guha Thakurta), মধুবালা (Madhubala), যোগিতা বালি(Yogeeta Bali) এবং লীনা চান্দাভাকর (Leena Chandavarkar)। কিশোর কুমারের প্রথম স্ত্রী এবং বাঙালি গায়িকা-অভিনেত্রী রুমার ছেলেই গায়ক অমিত কুমার।

আরও পড়ুন: বেহাল ব্যবস্থাপনাই প্রাণ কাড়ল কে কে-র! দাবি বিশেষজ্ঞ থেকে ভক্তদের

একটি সংবাদমাধ্যমে কিশোর কুমারের পুত্র অমিত কুমার তাঁর পিতার বিবাহজীবন নিয়ে বলেন। তিনি জানান, তাঁর মায়ের সঙ্গে ডিভোর্স চলাকালীনই মধুবালার প্রেমে পড়ে যান কিশোর কুমার এবং তাঁর চতুর্থ স্ত্রী লীনার সঙ্গে আরও একটি পুত্র আছে যার নাম সুমিত কুমার। কিশোর কুমারের চারটি বিয়ে নিয়ে সরারসরি জিজ্ঞাসাবাদ করলে অমিত কুমার জানান, এটি তাঁর ব্যক্তিগত জীবন ছিল তাই তিনি কখনও তাঁর বাবাকে এই নিয়ে প্রশ্ন করেননি। কিন্তু তিনি সবসময় একটি পরিবার চেয়েছিলেন এবং তাঁকে এই নিয়ে ভুল বোঝানো হয়েছিল বলে দাবি করেছেন অমিত কুমার। তিনি আরও বলেছেন যে, তাঁর সৎ মা লীনা একজন দারুণ লেখিকা ছিলেন ও তাঁর জন্য গানও লিখেছিলেন। কিশোর-পুত্র তথা গায়ক আরও বলেন, যেদিন তাঁর বাবা-মায়ের ডিভোর্স হয়েছিল, তাঁর  বাবা নিজের মাইনর মরিস (Morris Minor) গাড়িটি বাংলোতে কবর দিয়েছিলেন। নায়ক হিসেবে প্রথম ছবি ‘আন্দোলন’-এর পর তিনি তাঁর মায়ের সঙ্গে এটি কিনেছিলেন এবং এই জন্যই তিনি হয়েছিলেন কিশোর কুমার।

তিনি দাবি করেন, ১৯৫০ সালে তাঁর বাবা-মায়ের বিয়ে হলে, ১৯৫২ সালে তাঁর জন্মানোর পর কিশোর কুমার চেয়েছিলেন যে তাঁর মা যেন গৃহবধূ হয়ে থাকে। তাই মনে করা হয় যে , অমিতাভ বচ্চন(Amitabh Bacchan) এবং জয়া বচ্চন (Jaya Bacchan) অভিনীত হৃষিকেশ মুখার্জীর (Hrishikesh Mukherjee) ‘অভিমান’(Abhimaan), সিনেমাটি  কিশোর এবং রুমার গল্প থেকে অনুপ্রাণিত হয়েছিল।

আরও পড়ুন: আইফা অ্যাওয়ার্ডে অনুরাগীদের মনে ঝড় তুললেন নোরা ফতেহি ও নারগিস ফাখরি

উল্লেখ্য, রুমা সত্যজিৎ রায়ের (Satyajit Ray) ভাইঝি এবং তিনি দিলীপ কুমারের (Dilip Kumar) প্রথম ছবি ‘জোয়ার ভাটা’(Jwar Bhata), ‘আফসার’(Afsaar) এবং ‘মাশাল’-এর (Mashaal) মতো ছবিতে অভিনয় করেছিলেন। তিনি সত্যজিৎ রায়ের দুটি বাংলা ছবি ‘গণশত্রু’(Ganashatru) ও ‘অভিযান’ (Abhijan) সিনেমাতেও কাজ করেছিলেন ।  কিশোরের সঙ্গে বিচ্ছেদের পর ফের বিয়ে করেছিলেন তিনি এবং তাঁর আরও দুটি সন্তান হয়। ২০১৯ সালে ৮৪ বছর বয়সে কলকাতার বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

Tags:

Bollywood news

Entertainment news

Kishore Kumar

Kishore Kumar Marriage life

Amit Kumar Reaction on Kishore Kumar marriage

Ruma Guha Thakurta


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর