img

Follow us on

Sunday, Jan 19, 2025

Amitabh Bachchan: 'ভয়ঙ্কর ভুল' হয়ে গিয়েছে, নেটিজেনদের কাছে ক্ষমা চাইলেন অমিতাভ বচ্চন

'ভয়ংকর ভুল' কথাটা নিয়েও ট্রোল করা হয় তাঁকে।

img

অমিতাভ বচ্চন

  2023-01-10 19:14:36

মাধ্যম নিউজ ডেস্ক: বলিউডের বিগ বি অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) সোশ্যাল মিডিয়া প্রীতির কথা সবার জানা। সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ মিস্টার বচ্চন। সিনেমার খবর থেকে দৈনিক আবেগ, ভক্তদের সঙ্গে সবসময় নিজের সুখদুঃখ ভাগ করে নিতে দেখা যায় তাঁকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়া পোস্ট করতে গিয়েই ভুল করে বসেন তিনি। আর সেই ভুল উল্লেখ করেই নেটিজেনদের থেকে ক্ষমা চেয়ে নেন। ভুলকে নিজেই 'ভয়ঙ্কর ভুল' বলে উল্লেখ করেছেন তিনি। 

আরও পড়ুন: "আমার টিআরপি মৃত্যু পর্যন্ত কমাতে পারবি না", কুনালকে 'এলি তেলি গঙ্গারাম' কটাক্ষ মিঠুনের

কিন্তু কী ভুল করলেন অমিতাভ?

মিস্টার বচ্চন (Amitabh Bachchan) সাধারণত তাঁর প্রতিটি ট্যুইটের নম্বর দিয়ে থাকন। কিন্তু ৪৫১৪ নম্বর ট্যুইটের পর থেকে নম্বর দেওয়ায় ভুল হয়ে যায়। ৪৫১৪ এর পর সাতটি ট্যুইটের নম্বর গন্ডগোল হয়ে যায়। আর ভুলেই ক্ষমা চেয়ে নেন অমিতাভ। অমিতাভের এই ক্ষমা চাওয়া নিয়ে হাসির রোল পড়ে নেট দুনিয়ায়। 'ভয়ংকর ভুল' কথাটা নিয়েও ট্রোল করা হয় তাঁকে। 

এক নেটিজেন লেখেন, "এই ব্যাখা দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ স্যার। অর্ডারটা ভুল হওয়ায় আমি সত্যিই চিন্তায় ছিলাম। এই কারণে আমার ব্যালান্স শিট ট্যালি করা যাচ্ছিল না।"

অন্য এক নেটিজেন মজা করে লেখেন, "স্যার এটা ব্যাখা করার জন্য ধন্যবাদ। আমি ঘুমাতে পারছিলাম না।" 

অন্য একজন লেখেন, "এবার মার্কেট ক্র্যাশ করব।" 

অন্য একজন লেখেন, ‘স্যার অ্যাপোলজি বানান ভুল আছে, টি ৪৫১৬-এ সংশোধন করে নেবেন।"

 

 

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
 

Tags:

Amitabh Bachchan

Netizens


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর