img

Follow us on

Saturday, Jan 18, 2025

Bollywood Bulletproof Cars: বুলেটপ্রুফ বলিউড! জানুন সলমন ছাড়াও বুলেটপ্রুফ গাড়ি আছে কোন তারকাদের কাছে

শুধু বুলেটপ্রুফ নয়, শাহরুখের গাড়িটি বোমা-প্রুফ। নিজের এবং নিজের পরিবারের সুরক্ষা নিয়ে সবসময় তৎপর থাকেন অজয়। এই জন্যই বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করেন তিনিও

img

নিজের বুলেটপ্রুফ গাড়ির সঙ্গে অজয় দেবগন।

  2022-08-02 18:07:52

মাধ্যম নিউজ ডেস্ক: ক্রমাগত প্রাণনাশের হুমকি পাচ্ছেন। আত্মরক্ষার জন্য বন্দুক রাখারও অনুমতি পেয়েছেন বজরঙ্গি ভাইজান। শুধু তাই নয়, বলিউডের সুলতানের বাড়ির গ্যারেজে এসেছে বুলেটপ্রুফ গাড়ি। তাতে চড়েই নাকি বিভিন্ন জায়গায় যাচ্ছেন তিনি। তবে শুধু সলমন খান (Salman Khan) নন বলিউডে আরও অনেক তারকা চড়েন বুলেটপ্রুফ গাড়ি। শাহরুখ থেকে হৃত্বিক, প্রিয়াঙ্কা থেকে কঙ্গনা অনেকেই রয়েছেন সেই তালিকায়। 

শাহরুখ খান (Shah Rukh Khan):  এই তালিকায় প্রথমেই নাম নেওয়া যেতে পারে বলিউড বাদশার। শুধু বুলেটপ্রুফ নয়, শাহরুখের গাড়িটি বোমা-প্রুফ বলেও শোনা গিয়েছে। বহু বছর ধরে কোটি কোটি নারীর মন জয় করে রয়েছেন তিনি। কোটি টাকার সম্পত্তির পাশাপাশি তিনি দামি গাড়ি রাখতে পছন্দ করেন। শাহরুখ খানের কাছে রয়েছে একটি Mercedes-Benz গার্ড, যার দাম প্রায় ১০ কোটি টাকা। এটি একটি বুলেটপ্রুফ গাড়ি।

অজয় দেবগন (Ajay Devgn):  নিজের এবং নিজের পরিবারের সুরক্ষা নিয়ে সবসময় তৎপর থাকেন অজয়। এই জন্যই বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করেন তিনি। শোনা যায়, পরিবারের বাকি সদস্যদের জন্যও নাকি এই গাড়ি ব্যবহার করেন অজয়। 

আরও পড়ুন: কঙ্গনার ‘এমার্জেন্সি ’ তে অটল বিহারী বাজপেয়ীর চরিত্রে শ্রেয়স তালপড়ে, দেখুন ফার্স্ট লুক

আমির খান (Aamir Khan): বুলেটপ্রুফ এবং বোমা-প্রুফ গাড়ি  ব্যবহার করেন আমিরও। শোনা যায়, আন্ডারওয়ার্ল্ডের কোনও এক গ্যাংস্টার হুমকি দিয়েছিলেন আমিরকে। তারপর থেকেই এমন গাড়ি ব্যবহার করেন তিনি। বলিউডের মিস্টার পারফেকশনিস্ট হিসেবে পরিচিত আমির। বক্সঅফিসে যখনই আমির খানের সিনেমা মুক্তি পায় তখনই কোটি কোটি টাকার ব্যবসা করে সেই সমস্ত সিনেমা। কোটি কোটি টাকার মালিক আমির খানের কাছে রয়েছে একটি Mercedes-Benzs ৬০০ বুলেটপ্রুফ গাড়ি।

হৃত্বিক রোশন (Hrithik Roshan): শুধু নিজের জন্য নয়, গোটা পরিবারের জন্যই নাকি বুলেটপ্রুফ গাড়ি রাখেন । নিরাপত্তার বিষয়ে কোনও আপস করতে চান না বলিউডের গ্রিক গড। বলিউডের সবথেকে হ্যান্ডসাম এই অভিনেতার কাছেও রয়েছে মার্সিডিজ বুলেটপ্রুফ গাড়ি। অভিনয় করার পাশাপাশি হৃত্বিক নাচের জন্য বিখ্যাত। শুধুমাত্র বুলেটপ্রুফ গাড়ি নয়, তার কাছে রয়েছে একাধিক দামি গাড়ি।

আরও পড়ুন: বিনোদন জগতে সর্বোচ্চ 'করদাতা' বলিউডের 'খিলাড়ি'! সম্মানিত করল আয়কর বিভাগ

প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra): এখন হলিউড তাঁর কর্মক্ষেত্র। তবে যেখানেই থাকেন বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করেন । সুরক্ষার জন্য আরও কিছু বিশেষ ফিচার রয়েছে তাঁর গাড়িতে। বলিউড থেকে হলিউড, সর্বত্র বিচরণ করা এই অভিনেত্রী তাঁর লাইফ স্টাইল এবং অভিনয়ের জন্য বিখ্যাত। অনান্য সুপারস্টারদের মত প্রিয়াঙ্কা চোপড়ার কাছে রয়েছে একটি বুলেটপ্রুফ গাড়ি। এই গাড়ির নাম রোলস রয়েলস ফ্যান্টম।

কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut): বিতর্ক কুইন’  এর কাছে রয়েছে একটি বিএমডব্লিউ 7 সিরিজ গার্ড গাড়ি, যেটি বুলেট প্রুফ। অভিনেত্রী তার দুর্দান্ত অভিনয় এবং স্পষ্ট কথার জন্য বিখ্যাত।

সানি দেওল (Sunny Deol): উনবিংশ শতকের একজন অনন্য অভিনেতা ছিলেন সানি দেওল। ধর্মেন্দ্র পুত্রের কাছে রয়েছে একটি অডি A8 এবং রেঞ্জ রোভার অটোবায়োগ্রাফি মত বিলাসবহুল গাড়ি। এছাড়াও রয়েছে বুলেটপ্রুফ গাড়ি, যে গাড়িতে করে মাঝে মাঝেই সানি দেওয়লকে যাতায়াত করতে দেখা যায়।

Tags:

Kangana Ranaut

Salman Khan

bulletproof cars

Shahrukh to Hrithik Roshan

Aamir Khan

Priyanka Chopra


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর