img

Follow us on

Thursday, Nov 21, 2024

Avatar 2: শীঘ্রই দেখা যাবে ফার্স্ট লুক, নাম ঘোষণা অবতার-২ এর, ডিসেম্বরেই ছবি-মুক্তি

Avatar 2: আগামী ১৬ ডিসেম্বর গোটা বিশ্ব জুড়ে ১৬০টিরও বেশি ভাষায় মুক্তি পাবে অবতার ২। কল্পবিজ্ঞানভিত্তিক এই ছবির নাম দেওয়া হয়েছে অবতার-দ্য ওয়ে অফ ওয়াটার।

img

অবতার-২ এর প্রকাশ।

  2022-04-28 16:59:29

মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বের চলচ্চিত্র জগতে তোলপাড় ফেলে দিয়েছিল   ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত জেমস ক্যামেরন পরিচালিত ছবি ‘অবতার’। দীর্ঘ ১৩ বছর পর অবশেষে মুক্তি পেতে চলেছে ছবির সিক্যুয়েল। জানা গিয়েছে, খুব শীঘ্রই লাস ভেগাসের সিনেমাকন থিয়েটারে মুক্তি পেতে চলেছে ছবির ফার্স্ট লুক। বৃহস্পতিবার লাস ভেগাসের সিনেমাকন কনভেশন হলে আনুষ্ঠানিকভাবে সিনেমাটির নাম, লোগো ও মুক্তির তারিখ প্রকাশ করা হয়েছে।  কল্পবিজ্ঞানভিত্তিক এই ছবির নাম দেওয়া হয়েছে অবতার-দ্য ওয়ে অফ ওয়াটার। 

কেবলমাত্র উন্নত প্রযুক্তির থিয়েটারেই মুক্তি পাবে ‘অবতার ২’ এমনটাই খবর। সিনেমা তৈরিতেও উন্নত প্রযুক্তির ব্যবহার করেছেন পরিচালক। থ্রিডি, আইম্যাক্স এবং ফোরকে প্রযুক্তিসম্পন্ন অডিটোরিয়ামেই ছবি দেখার সুযোগ পাবেন দর্শকরা। আগামী ১৬ ডিসেম্বর গোটা বিশ্ব জুড়ে ১৬০টিরও বেশি ভাষায় মুক্তি পাবে অবতার ২।

এদিনের অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে নতুন পর্বটির কয়েকটি দৃশ্যও দেখিয়েছেন নির্মাতা জেমস ক্যামেরন।  সেখানে উপস্থিত ছিলেন প্রযোজক জন ল্যান্ডউ। অস্কার বিজয়ী চলচ্চিত্র নির্মাতা বলেন, তিনি সিনেমাটির জন্য কঠোর পরিশ্রম করছেন। পরিচালক আরও বলেন, ‘আমি চেয়েছিলাম প্যান্ডোরাতে আমাদের প্রত্যাবর্তন সত্যিই বিশেষ কিছু হোক। প্রতিটি শট সবচেয়ে বড় স্ক্রিন, সর্বোচ্চ রেজোলিউশন এবং থ্রি-ডি উপভোগের কথা মাথায় রেখে করা হয়েছে।’

অবতার-এর মতো এই সিনেমাতেও জ্যাক সুলি ও নাভি নেইতিরির ভূমিকায় থাকছেন স্যাম ওয়ার্থিংটন ও জো সালদানা। এদিন প্রকাশিত টিজার ও ট্রেলারের ফুটেজটিতে জ্যাক এবং নেইতিরির উপর ফোকাস করা হয়েছে। ভূ-পৃষ্ঠের উপরের এবং নিচের এলিয়েন ওয়ার্ল্ড, প্যান্ডোরার উজ্জ্বল নীল জলের চমৎকার শট তুলে ধরা হয়েছে এতে। এমনকি প্রথম ভাগের উড়ন্ত প্রাণি তোরুক-সহ নতুন তিমির মতো প্রাণিরও দেখা মিলেছে।

‘অবতার: দ্য ওয়ে অফ ওয়াটার’- এ সিগর্নি ওয়েভারকে দেখা যাবে ডক্টর গ্রেস অগাস্টিন চরিত্রে এবং স্টিফেন ল্যাংকে দেখা যাবে কর্নেল মাইলস কোয়ারিচের চরিত্রে। নতুন তারকার মধ্যে দেখা যাবে ভিন ডিজেল এবং কেট উইন্সলেটকে। যিনি এর আগে ক্যামেরনের বিখ্যাত ছবি টাইটানিকে নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন।

প্রসঙ্গত, অবতার বক্স অফিস মাতিয়ে প্রায় ২.৭৮৮ বিলিয়ন ডলার আয় করেছিল। এটি তিনটি অস্কারসহ আরো অনেক পুরস্কার লাভ করেছে।  এবার ‘অবতার-দ্য ওয়ে অফ ওয়াটার’-এর জল কত দূর গড়ায় তা দেখার অপেক্ষায় সিনেপ্রেমীরা।

Tags:

Avatar 2

Avatar-The Way of Water

James Cameron

Kate Winslet

CinemaCon

Holywood


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর