img

Follow us on

Saturday, Jan 18, 2025

Bhool Bhulaiyaa 2: টিজার দেখে উচ্ছ্বসিত কার্তিক অনুরাগীরা, মুক্তির দিন ঘোষণা ভুলভুলাইয়া-২ এর

কিয়ারা ও কার্তিকের পাশাপাশি এই ছবিতে অভিনয় করেছেন তাব্বু (Tabu)। আগের ছবির মতো এই ছবিতেও রয়েছেন রজপাল যাদব (actor Rajpal Yadav)। সদ্যমুক্তিপ্রাপ্ত টিজারে তাঁকেও দেখা গিয়েছে।

img

ভুলভুলাইয়া ছবির এক দৃশ্যে কার্ত্তিক আরিয়ান।

  2022-04-18 02:35:49

Bhool Bhulaiyaa 2: বক্স অফিসে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল ২০০৭ সালে মুক্তি পাওয়া বিদ্যা বালান(Vidya Balan), অক্ষয় কুমার (Akshay Kumar) অভিনীত হরর-কমেডি "ভুলভুলাইয়া" (Bhool Bhulaiyaa)। আজও সেই ছবি দর্শকদের স্মৃতিতে রয়ে গেছে। বেশ কিছুদিন যাবৎ শোনা যাচ্ছিল "ভুলভুলাইয়া ২" (Bhool Bhulaiyaa 2) এবার বড় পর্দায় মুক্তি পেতে চলেছে। কিন্তু কবে সেই ছবি সামনে আসবে, তা নিয়ে জল্পনা চলছিল। 

এবার সব জল্পনার অবসান করে প্রকাশ্যে এল ভুলভুলাইয়া-২ এর প্রথম টিজার। সূত্রের খবর, এই ছবিতে মূল ভূমিকায় থাকছেন কিয়ারা আডবাণী (Kiara Advani) এবং কার্তিক আরিয়ান (Kartik Aaryan)। প্রথম টিজারে কার্ত্তিককে দেখেই তাঁর প্রেমে পড়ে গিয়েছেন অনুরাগীরা। এই ছবিতে অক্ষয় কুমারের জায়গায় দেখা যাবে তাঁকে। 'রুহ বাবা'র প্রথম দর্শনেই ভাষা হারিয়েছেন তাঁর ভক্তরা। ভুলভুলাইয়া ২-এর টিজার কার্তিক তাঁর ইনস্টাগ্রামে পোস্ট করার সঙ্গে সঙ্গেই তাঁর ভক্তরা আবার তা রি-পোস্ট করেছেন।

কিছু নতুন এবং কিছু পুরনো মুখের মিশেলে তৈরি হচ্ছে ভুলভুলাইয়া-২। কিয়ারা ও কার্তিকের পাশাপাশি এই ছবিতে অভিনয় করেছেন তাব্বু (Tabu)। আগের ছবির মতো এই ছবিতেও রয়েছেন রজপাল যাদব (actor Rajpal Yadav)। সদ্যমুক্তিপ্রাপ্ত টিজারে তাঁকেও দেখা গিয়েছে। এবারেও ভূতুরে বাড়ির প্রেক্ষাপটেই থাকবে নানা ঘটনা। টিজারের পাশাপাশি ছবি মুক্তির তারিখও ঘোষণা করা হয়েছে। জানা গিয়েছে, আগামী ২০ মে মুক্তি পাবে ভুলভুলাইয়া-২। আপাতত দেখার, ভুলভুলাইয়া-২ দর্শকের মনে কতটা ছাপ ফেলতে পারে।

 

Tags:

Bhool Bhulaiyaa 2

Bhool Bhulaiyaa 2 teaser release

Vidya Balan

Akshay Kumar

Kartik Aaryan

Kiara Advani

Tabu

Rajpal Yadav

Bhool Bhulaiyaa

Bollywood news

Entertainment news


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর