img

Follow us on

Sunday, Jan 19, 2025

Bipasha Basu Daughter: ঘর আলো করে এসেছে কন্যা সন্তান, মেয়ের কী নাম দিলেন বিপাশা?

বিপাশা বসু এবং করণ সিং গ্রোভার ৩০ এপ্রিল ২০১৬ সালে বিয়ে করেন। এই দিনটির জন্যে তাঁরা অপেক্ষা করেছেন ৬ বছর।

img

বিপাশা বসুর কন্যা

  2022-11-14 17:26:11

মাধ্যম নিউজ ডেস্ক: বলিউডজুড়ে একের পর এক সুখবর। বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের পর মা হওয়ার খবর দিয়েছেন বঙ্গ তনয়া বিপাশা বসুও (Bipasha Basu)। তাঁদের ঘর আলো করে এসেছেন মা লক্ষ্মী। কন্যা সন্তানের জন্ম দিয়েছেন বিপাশা। সোশ্যাল মিডিয়ায় আনুষ্ঠানিক ঘোষণা করার সময়, করণ সিং গ্রোভার (Karan Singh Grover) এবং বিপাশা বসু (Bipasha Basu) কন্যার প্রথম ছবি এবং কন্যার নামও শেয়ার করেছেন।

আরও পড়ুন: শীতকালে ঘরোয়া টোটকায় খুসকি থেকে মুক্তি পান

বিপাশা বসু এবং করণ সিং গ্রোভার ৩০ এপ্রিল ২০১৬ সালে বিয়ে করেন। এই দিনটির জন্যে তাঁরা অপেক্ষা করেছেন ৬ বছর। গর্ভাবস্থার শুরুতে অনেক শারীরিক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল বলেও জানিয়েছেন প্রাক্তন ভারত সুন্দরী। কিন্তু সেই কষ্টের শেষে এসেছে মাতৃত্বের স্বাদ। 

কন্যার কী নাম দিলেন বিপাশা-করণ?

বিপাশা এবং করণ দুজনেই সামাজিক মাধ্যমে ভক্তদের সঙ্গে এই খুশির খবর ভাগ করে নিয়েছেন। দম্পতি জানান, তাঁর বাড়িতে একটি ছোট মেয়ে এসেছে। যার নাম তাঁরা রেখেছেন দেবী বসু সিং গ্রোভার (Devi Basu Singh Grover)। পোস্টে দম্পতি আরও লিখেছেন, মাতা রানি নিজেই তাদের বাড়িতে এসেছেন এবং তাই তাঁরা মেয়ের নাম রাখছেন দেবী। জানা গিয়েছে বিপাশাই তাঁর মেয়ের এই নাম রেখেছেন। দেবী মানে মা। যারা পৌরাণিক কাহিনী পছন্দ করেন তাদের জন্য এই নামের অর্থ 'ঈশ্বরী'। দেবীর পুজা করা হয়। প্রতিবছর নবরাত্রি উদযাপন করেন বিপাশা। তিনি দেবীর একনিষ্ঠ ভক্ত। মেয়ের জন্মকে তিনি দেবীর আশীর্বাদ হিসেবে দেখেছেন।

সন্তান জন্মের কয়েক ঘন্টার মধ্যেই মেয়ের নাম জানিয়েছেন তাঁরা। একটি পোস্টে সদ্যোজাতর গোলাপী পায়ের ছবি দিয়ে জানানো হয়েছে মেয়ের নাম রাখছেন দেবী বসু সিংহ গ্রোভার। দিন কয়েক আগেই সাধ অনুষ্ঠানের ছবি ভাগ করে নিয়েছিলেন বিপাশা। ঘরোয়া অনুষ্ঠানে বিশেষ পোশাক বিধিতে সেজে হাজির হয়েছিলেন আমন্ত্রিতরা। সেসব পেরিয়ে অপেক্ষার অবসান ঘটেছে। মা হয়েছেন বিপাশা। শুরু নতুন যাত্রা পথের। শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা। 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Tags:

Bipasha Basu

Karan Singh Grover

Baby Girl


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর