img

Follow us on

Sunday, Jan 19, 2025

Bipasha Basu: 'বেবি বাম্প'-এর নতুন ভিডিও শেয়ার করলেন বিপাশা, তাঁর এই কাজে মুগ্ধ নেটিজেনরা

এমন কী করলেন 'বং বিউটি' বিপাশা?

img

বিপাশা বসু

  2022-08-29 16:26:50

মাধ্যম নিউজ ডেস্ক: মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু (Bipasha Basu)। খুব শীঘ্রই বিপাশা বসু এবং তাঁর স্বামী করণ সিং গ্রোভার তাঁদের প্রথম সন্তানকে তাঁদের জীবনে আনতে চলেছেন। গতকালই বিপাশা তাঁর ইন্সটাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন যা দেখে বিপাশা ও করণের অনুরাগীরা এই ভিডিওটিকে 'কিউট' বলেছেন। এই ভিডিওতে বিপাশাকে তাঁর বেবি বাম্পকে ফ্লন্ট করতে দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পরেই ব্যাপকভাবে ভাইরাল হতে শুরু হয়েছে এই ভিডিওটি।

ভিডিওতে নিজের বেবি বাম্পের ওপরে হাত বুলিয়ে আদর করতে দেখা যাচ্ছে বিপাশা বসুকে। একটি সবুজ রঙের পোশাক পরে থাকতে দেখা গিয়েছে বিপাশাকে। ভিডিওটি শেয়ার করে বিপাশা একটি হার্ট ইমোজি পোস্ট করেছেন এবং হ্যাশট্যাগ ব্যবহার করেছেন যেমন, “#mamatobe #loveyourself #loveyourbody #grateful #blessed”। বিপাশার এই ভিডিও দেখে খুশি হয়েছেন তাঁর অনুরাগীরা। বিভিন্ন কমেন্ট করছেন তাঁরা। এক ইউজার লেখেন, 'বেশি করে নিজের যত্ন নিন।' আরও এক ইউজার লেখেন,'আপনার প্রেগন্যান্সি গ্লো দারুণ।' অন্যদিকে অভিনেত্রী আরতি সিং লেখেন, “Babyyyyyyy coming, Jai Mata di”।

আরও পড়ুন: স্বচ্ছ টপে ফুটে উঠল আলিয়ার 'বেবি বাম্প', ব্রহ্মাস্ত্রের প্রচারে কাপুর দম্পতি

প্রসঙ্গত, ২০১৫ সালের ‘হরর ফিল্ম’ ‘Alone’ এর সেটে প্রথম দেখা হয়েছিল বিপাশা ও করণ সিং-এর। তারপর ২০১৬ সালের এপ্রিল মাসে বিয়ে করেন করণ-বিপাশা। বিপাশা করণের তৃতীয় স্ত্রী। একেবারে বাঙালি মতেই বিয়ে করেন বিপাশা-করণ। তাঁদের বিয়ের পর থেকেই বিভিন্ন সময় উঠে এসেছে বিপাশার অন্তঃসত্ত্বা হওয়ার খবর। তবে প্রতিবারই এই জল্পনাকে উড়িয়ে দিয়েছেন এই বং বিউটি। তবে ২০২২ সালে এই তারকা জুটির পরিবারে নতুন সদস্য আসার সুখবর জানিয়েছেন করণ-বিপাশা।

কিছুদিন ধরেই বিপাশার মা হওয়া নিয়ে জল্পনা চলছিল। একটি ফটোশ্যুটের মাধ্যমে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানান বিপাশা বসু নিজেই। প্রকাশ্যে এনেছেন তাঁর বেবি বাম্প। ১৬ অগাস্ট নিজের প্রেগন্যান্সি ফটোশুটের ছবি দিয়েছেন বিপাশা। সেখানেই দেখা যাচ্ছে সাদা ব্যাগি সাইজ শার্ট পরে রয়েছেন বিপাশা। এই খবর সামনে আসতেই  শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন বলিপাড়ার সেলিব্রিটিরা। মালাইকা আরোরা থেকে সফি চৌধুরী, মাহি ভিজ, ডায়না পেন্টি সকলেই শুভেচ্ছা জানিয়েছেন দম্পতিকে।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

Tags:

Bollywood

Bipasha Basu

Bipasha Basu Baby bump

Bipasha Basu Baby Bump Video


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর