img

Follow us on

Saturday, Jan 18, 2025

Kailash Kher: অনুষ্ঠান চলাকালীন মঞ্চে কৈলাশ খেরের ওপর বোতল ছুড়ে হামলা, জানেন কেন?

জানা গেছে, কর্নাটকের হাম্পিতে চলছিল এই গানের অনুষ্ঠান

img

কৈলাশ খের

  2023-01-30 21:08:20

মাধ্যম নিউজ ডেস্ক: কর্নাটকে একটি সংগীত অনুষ্ঠান গিয়ে আক্রান্ত হলেন গায়ক কৈলাশ খের (Kailash Kher)। জানা গেছে, কর্নাটকের হাম্পিতে চলছিল এই গানের অনুষ্ঠান। এদিন কৈলাশ খেরের (Kailash Kher) গানের অনুষ্ঠানে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছিল প্রশাসন। তবুও নিরাপত্তা বেষ্টনী ভেদ করে জলের বোতল ছুড়ে মারা হয় গায়কের দিকে। এই ঘটনার জন্য একেবারেই অপ্রস্তুত ছিলেন গায়ক। প্রশাসন সূত্রে জানা গেছে ওই ঘটনায় ইতিমধ্যে ২ জনকে গ্রেফতারও করা হয়েছে।

কর্নাটকে চলছে হাম্পি উৎসব..

প্রসঙ্গত, ২৭ জানুয়ারি থেকে কর্নাটকে শুরু হয়েছে হাম্পি উৎসব। উৎসব কমিটির আয়োজনে সেখানেই যোগ দেন কৈলাশ খের (Kailash Kher)। অনুষ্ঠানে যাওয়ার আগে তাঁর সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে শেয়ারও করেছিলেন যে তিনি হাম্পি উৎসবে গান করতে যাচ্ছেন। সাম্প্রতিক অতীতে বিজয়নগর জেলা গঠন হয়েছে। ওই জেলা গঠনের পর এই প্রথম কোনও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয় সেখানে। তারমধ্যেই ঘটে গেল এমন অপ্রীতিকর ঘটনা। হাম্পি উৎসবের উদ্বোধন করেছিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। কৈলাশ ছাড়াও আমন্ত্রিত ছিলেন আরমান মালিক, বিজয় প্রকাশের মতো শিল্পীরা। এই ঘটনায় কৈলাশ খের (Kailash Kher) কোনও আঘাত পেয়েছেন কি না তা এখনও জানা যায়নি।

ঠিক কী ঘটেছিল

সূত্র মারফত জানা যাচ্ছে, হঠাৎ করেই দুই ব্যক্তি মঞ্চের সামনে এসে কৈলাশ খেরকে (Kailash Kher) কন্নড় ভাষায় গান গাওয়ার অনুরোধ করে। কিন্তু গায়ক কৈলাস (Kailash Kher) পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী হিন্দিতেই গান করতে থাকেন। এরপরেই ক্ষিপ্ত হয়ে ওটেন প্রদীপ এবং সুরাহ নামের ওই দুই অভিযুক্ত ব্যক্তি। তখনই তারা গায়কের ওপর জলের বোতল ছুড়ে মারে।

পুলিশ কী বলছে

পুলিশ সূত্রে জানা গেছে, দুজন অভিযুক্তকেই গ্রেফতার করা হয়েছে এবং তাদের জবানবন্দি ইতিমধ্যে রেকর্ড করা হয়েছে। যদিও এখনও অবধি এই বিষয়ে কৈলাশ খের (Kailash Kher) ও তাঁর দলের তরফে কোনও বিবৃতি সামনে আসেনি।

প্রসঙ্গত, কৈলাশ খের (Kailash Kher) বলিউডের একজন নামকরা গায়ক। অনেক জনপ্রিয় গান তিনি উপহার দিয়েছেন। তাঁর ঝুলিতে রয়েছে বেশ কিছু পুরস্কার। কৈলাশের (Kailash Kher) ওপরে হওয়া এমন হামলায় সরব হয়েছেন নেটিজেনরা। ঘটনার নিন্দে করছে তাঁর ভক্তরাও। সোশ্যাল মিডিয়াতেও নিন্দার ঝড় বয়ে গেছে।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

 

Tags:

Kailash Kher


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর