img

Follow us on

Monday, Jan 20, 2025

Raju Srivastava Health Update: 'রাজু এখন স্থিতিশীল', ব্রেন ডেথের গুজব ওড়ালেন রাজু শ্রীবাস্তবের স্ত্রী

"আমার স্বামী একজন যোদ্ধা, যুদ্ধ শেষে ফিরে আসবেই", বললেন শিখা শ্রীবাস্তব।

img

রাজু শ্রীবাস্তব - শিখা শ্রীবাস্তব

  2022-08-19 11:51:31

মাধ্যম নিউজ ডেস্ক: রাজু শ্রীবাস্তবের (Raju Srivastava) অবস্থা এখন স্থিতিশীল। বৃহস্পতিবার এমনটাই জানালেন জনপ্রিয় কমেডিয়ান রাজুর স্ত্রী শিখা শ্রীবাস্তব (Shikha Srivastava)। বৃহস্পতিবার হঠাৎ তাঁর স্বাস্থ্যের অবনতি নিয়ে চারিদিকে গুজব ছড়িয়ে পড়ে। কিন্তু হাসপাতাল সূত্রে খবর, তাঁর অবস্থা স্থিতিশীল হলেও সঙ্কটজনক। গতকাল বিকেল থেকেই শোনা যাচ্ছিল, রাজুর ব্রেন ডেথ (Brain Death) হয়েছে। তবে এই বিষয়ে মুখ খুললেন তাঁর স্ত্রী।

গতকাল কমেডিয়ান সুনীল পালের একটি ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়ে পড়ে। সেই ভিডিওতে তাঁকে বলতে শোনা গেল, 'রাজু শ্রীবাস্তবের শারীরিক অবস্থা যথেষ্ট সঙ্কটজনক। চিকিৎসকেরা বুঝতে পারছেন না কি করা উচিত। তাঁরা সাধ্যমতো চেষ্টা করছেন ওনাকে সুস্থ করে তোলার। ওনার মস্তিষ্ক কাজ করছে না। কেবল প্রার্থনা করুন উনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসেন আমাদের মধ্যে।'

আরও পড়ুন: কেমন আছেন রাজু শ্রীবাস্তব? চিকিৎসায় কি সাড়া দিচ্ছেন?

এরপরেই দেশবাসী বিশ্বাস করে নেয় যে, তাঁর ব্রেন ডেথ হয়েছে। কিন্তু এই গুজবের উত্তরে কমেডিয়ানের স্ত্রী জানান, তাঁর স্বামীর শারীরিক অবস্থা নিয়ে নানা ধরনের গুজব রটায় ভীষণ বিরক্ত তিনি। তিনি এদিন বলেন, “রাজুর অবস্থা এখন স্থিতিশীল। চিকিৎসকেরা দিন-রাত এক করে কাজ করছেন। আমার স্বামী একজন যোদ্ধা, আমি নিশ্চিত, উনি এই যুদ্ধ শেষে ফিরে আসবেই। আবারও আপনাদের সবাইকে হাসাবেন এবং এটি আমার আপনাদের সকলের কাছে প্রতিজ্ঞা। এত লোকের এত প্রার্থনা কোনও ভাবেই বৃথা যেতে পারে না। আমি সবার কাছে অনুরোধ করছি সবাই ওনার জন্য প্রার্থনা করে যাবেন।”

চিকিৎসকেরা হাল ছেড়ে দিয়েছেন, এই কথা সত্যি কিনা তা তাঁকে জিজ্ঞেস করা হলে তিনি জানান, এটি মোটেও সত্যি নয়। তিনি বলেন, “আমি হাত জোড় করে সবাইকে বলছি দয়া করে ওনার স্বাস্থ্য নিয়ে মিথ্যে রটাবেন না। এতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি আমরা। কোনও নেতিবাচক ভাবনা আমরা ভাবতে চাই না। চিকিৎসকেরা সবরকমভাবে তাঁকে সারিয়ে তোলার চেষ্টা করছেন।“ কয়েকদিন আগেও রাজু শ্রীবাস্তবের পরিবারের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়। সেখানে সমস্ত ভুয়ো খবর বন্ধ করার জন্য অনুরোধ করেছিলেন। কিন্তু আবার এই ভুয়ো খবর ছড়াতেই এবারে বিরক্তি প্রকাশ করেছেন তিনি।

Tags:

Raju Srivastava

Raju Srivastava Health update


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর