img

Follow us on

Saturday, Jan 18, 2025

Loki Season 2: হটস্টারে ফিরছে রহস্যময় 'লোকি', অপেক্ষা আর মাত্র কয়েক দিনের

আগের সিজনের গল্প যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হবে এই সিজনের গল্প। 

img

লোকি সিজন ২

  2022-09-20 15:27:32

মাধ্যম নিউজ ডেস্ক: নর্স পুরাণের পথভ্রষ্ট এক চরিত্র লোকি। তিনি দেবতাদের পক্ষেও ছিলেন না, আবার বিপক্ষেও না। তাঁর একমাত্র লক্ষ্য ছিল রাজা হওয়া! এই চরিত্রের সঙ্গে রুপোলী পর্দায় আমাদের প্রথম আলাপ হয়, থর সিনেমার হাত ধরে। তারপর অ্যাভেঞ্জার সিরিজে ব্যাপক জনপ্রিয়তা পায় এই চরিত্রটি। ভক্তদের আবদারে মার্ভেল স্টুডিও (Marvel Studio) লোকিকে নিয়ে একটি স্বতন্ত্র নিয়ে আসে গত বছর। ব্যাপক প্রশংসিত হয় সেই সিরিজ। আবার ফিরছে লোকি ডিজনি+হটস্টারে। আর মাত্র কিছুদিনের অপেক্ষা। ২০২৩- এই মুক্তি পাবে বহু প্রতীক্ষিত 'লোকি সিজন ২' (Loki season 2)।     

আরও পড়ুন: নাচ ও অ্যাকশন করা নিষেধ ছিল হৃত্বিকের! ‘বিক্রম বেদা’ ছবির গান মুক্তিতে শোনালেন তাঁর জীবনের এক অজানা কথা

লোকির ভূমিকায় ফের দেখা যাবে টম হিডলস্টোনকে (Tom Hiddleston)। এই সিজনে ফিরবেন ওয়েন উইলসন (Owen Wilson), সোফিয়া ডি মার্টিনোও (Sophia Di Martino)। সিলভির ভূমিকায় ফিরছেন সোফিয়া ডি মার্টিনো। কিন্তু তাঁর চরিত্র এই সিরিজে কতটা গুরুত্ব পাবে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। ইতিমধ্যেই এওটি সাক্ষাৎকারে টম হিডলস্টোন জানিয়েছেন লোকি- র সব চরিত্ররাই ফিরবে এই সিজনে। সোফিয়া ডি মার্টিনো গত বছর জানিয়েছিলেন, তিনি সিরিজের বিষয়ও তখনও কিছু জানতেন না। তবে সিলিভি চরিত্রেই ফেরার ইচ্ছে প্রকাশ করেছিলেন তিনি।   

আরও পড়ুন: আজই ২০০ কোটির গন্ডি পার 'ব্রহ্মাস্ত্র'-এর! ভেঙে গেল ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর রেকর্ডও

সিজন ২- র গল্প কী হবে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে এ বিষয়ে দর্শকদের কিছুটা আভাস দিয়েছে টম হিডলস্টোন এবং ওয়েন উইলসন। তাঁরা জানান, আগের সিজনের গল্প যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হবে এই সিজনের গল্প। 

মুন নাইটের আরন মুরহেড এবং জাস্টিন বেনসন এবার লোকি সিজন ২- এর কয়েকটি এপিসোডে নির্দেশনা দেবেন। গল্প লিখেছেন এরিক মার্টিন। এর আগের এপিসোডগুলিও তিনিই লিখেছিলেন। 

এখনও লোকি সিজন ২ তৈরির কাজ জারি রয়েছে। ট্রেলরের জন্যে অপেক্ষা করতে হবে আরও কিছু দিন। তার আগেই মার্ভেল ভক্তদের জন্যে চলে আসবে টিজার। কিছুদিনের মধ্যেই একটি নতুন মার্ভেল সিরিজ আসতে চলেছে। সেই সিরিজের শেষ লগ্নেই মুক্তি পেতে পারে লোকি সিজন ২- এর টিজার। 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Tags:

Disney Hotstar

Tom Hiddleston

Sophia Di Martino

Loki season 2

Owen Wilson


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর