Jean-Luc Godard: বিশ্ব চলচ্চিত্র জগতে নক্ষত্রপতন, প্রয়াত পরিচালক জঁ লুক গোদার

শুধু ফরাসি ছবিতেই সীমাবদ্ধ ছিলেন না গোদার। আন্তর্জাতিক ছবিতেও নিজের কাজের বড় ছাপ ফেলেছিলেন ওই পরিচালক।  
Jean-Luc-Godard
Jean-Luc-Godard

মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্ব চলচ্চিত্র জগতে ইন্দ্রপতন। প্রয়াত কিংবদন্তী ফরাসি পরিচালক (French Film Director) জঁ লুক গোদার (Jean-Luc Godard Passes Away)। ষাটের দশকে ফরাসি চলচ্চিত্রে অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিলেন কিংবদন্তী এই পরিচালক। বলা হয়, ফরাসি সিনেমার নবজাগরেণের রূপকার ছিলেন গদার। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯১। 'ব্রেথলেস', 'কনটেম্পট'-এর মতো ছবি বানিয়ে ফরাসি ছবিতে নতুন দিক খুলে দিয়েছিলেন তিনি। 

শুধু ফরাসি ছবিতেই সীমাবদ্ধ ছিলেন না গোদার। আন্তর্জাতিক ছবিতেও নিজের কাজের বড় ছাপ ফেলেছিলেন ওই পরিচালক। হলিউডে গল্প বলা ছবির যে ধরন, সম্পাদনার যে ধরন, সবই পাল্টে দিয়েছিলেন তিনি। চলচ্চিত্রের ভাষাকে এক নতুন মাত্রা দিয়েছিলেন গোদার। 

আরও পড়ুন: ওটিটি প্লে অ্যাওয়ার্ডসে চাঁদের হাট, কারা জিতলেন কোন পুরস্কার, দেখে নিন তালিকা 

আন্তর্জাতিক চলচ্চিত্রে এসেছিল নতুন তরঙ্গ। ১৯৬০-এর দশকে সিনেমা তৈরির নতুন পদ্ধতি এনেছিলেন পরিচালক। হ্যান্ডহেল্ড ক্যামেরায় নাগরিক যাপন উঠে এসেছিল গোদারের ছবিতে। চলচ্চিত্রের সংলাপ নির্মাণে গোদারকে পৃথিবীর শ্রেষ্ঠতম পরিচালক বলে মনে করেন অনেকে। তাঁর হাত ধরেই সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল নব তরঙ্গের আদর্শ। বিপ্লবী চেতনার মানুষ ছিলেন গোদার। ছবির সংলাপ তৈরিতে প্রগতিশীল এবং বৈপ্লবিক। 

আরও পড়ুন: ইন্সটাগ্রাম থেকে উধাও ছবি! দেড় মাসেই ললিত-সুস্মিতার সম্পর্ক শেষের পথে? প্রশ্ন উঠছে নেটদুনিয়ায় 

পরবর্তী কালে আন্তর্জাতিক ছবির জগতের অন্যতম উচ্চপ্রশংসিত পরিচালক কোয়েন্টিন তারান্তিনোও গোদারের কাজকে স্বীকৃতি দিয়েছেন। 'ট্যাক্সি ড্রাইভার' তৈরির সময়ে মার্টিন স্করসিসও গোদারের কথা বলেছিলেন।   

শুধু বিদেশ নয় এ দেশের পরিচালকদেরও প্রভাবিত করেছিলেন গোদার। গোদারের চলচ্চিত্রে একসময় উদবুদ্ধ হয়েছিলেন মৃণাল সেনও। আনন্দ গান্ধির 'শিপ অফ থিসিয়াস' এবং রীতেশ বাত্রার 'লাঞ্চ বক্স'-এ গোদারের প্রভাব খুঁজে পান অনেকে।  

২০১৪ সালে গোদারের তৈরি 'গুডবাই টু ল্যাঙ্গুয়েজ' ছবিটি শ্যুট করা হয় থ্রিডি-তে। আন্তর্জাতিক চলচ্চিত্রে গোদারের অবদানের শেষ নেই। তিনি চলে গেলেও, রেখে গেলেন বহু মূল্যবান কাজ। 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles