অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আমিরসহ, আমিরের দুই প্রাক্তন স্ত্রী।
আমির খান
মাধ্যম নিউজ ডেস্ক: দীর্ঘদিনের হিন্দু প্রেমিক নূপুর শিখরের সঙ্গে বাগদান সারলেন আমির খানের (Aamir Khan) কন্যা ইরা খান। গত মাসে এক সাইক্লিং ইভেন্টে নূপুর হাঁটু মুড়ে প্রোপোজ করেন ইরাকে৷ মুসলিম মেয়ের হিন্দু ছেলের সঙ্গে বাগদানের কারণে ইসলামপন্থীদের রোষের মুখে পড়লেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান।
নূপুর শিখর একজন তারকা জিম ট্রেনার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আমিরসহ, আমিরের দুই প্রাক্তন স্ত্রী। এছাড়াও সিলভার টাউনের আরও বেশ কিছু তারকা উপস্থিত ছিলেন বাগদানের অনুষ্ঠানে। এই বিশেষ দিনে ইরার পরনে ছিল স্ট্র্যাপলেস গাউন৷ খোলা চুল এবং বাহারি নেকপিসে অসাধারণ দেখাচ্ছিল ইরাকে৷ নজর কেড়ে নিয়েছে ইরার পায়ের লেসের সাদা জুতোও৷ তাঁর বাগদত্ত নূপুরও সেজেছিলেন পশ্চিমী ঘরানায়৷
আরও পড়ুন: খরচ কমাতে কর্মীদের বিনা বেতনে ছুটিতে পাঠাচ্ছে জেট এয়ারওয়েজ
আমির খান এবং তাঁর প্রথম স্ত্রী রীনা দত্তের দ্বিতীয় সন্তান হচ্ছে ইরা। গতকাল নিকট বন্ধু এবং আত্মীয়দের উপস্থিতিতে ইরার সঙ্গে তাঁর দীর্ঘদিনের প্রেমিক নূপুর শিখরের বাগদান হয়। তাঁকে একটি লাল রঙের গাউনে দেখা যায় এই অনুষ্ঠানে, অন্যদিকে নূপুর স্যুট পরেছিলেন। এই অনুষ্ঠানে আমিরের দুই প্রাক্তন স্ত্রী, রীনা দত্ত এবং কিরণ রাও উপস্থিত ছিলেন। আমির রীনার ছেলে আজাদ খানকে নীল রঙের স্যুট পরে দেখা যায় এই অনুষ্ঠানে। অন্যদিকে অভিনেতার বোন নিখত খান, বোনপো ইমরান খান, তাঁর কন্যা ইমারা মালিক খান, প্রমুখকে দেখা গিয়েছে। ১৮ নভেম্বর ছিল নূপুর শিখরের সঙ্গে ইরা খানের বাগ্দান অনুষ্ঠান।
আমিরকন্যার বাগদান অনুষ্ঠানের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেই আমির খানকে নিশানা করে ইসলামপন্থীরা। কেন একজন মুসলিম হয়ে মেয়ের বিয়ে দিচ্ছেন হিন্দু পরিবারে তা নিয়ে অনেক কটুকথা শোনান ইসলামপন্থীরা।
২০২১ সালের ফেব্রুয়ারি মাসে তাঁদের সম্পর্ককে শিলমোহর দেন ইরা৷ ভ্যালেন্টাইন্স ডে সপ্তাহ উদযাপনের সময় প্রমিস ডে উপলক্ষে ইনস্টাগ্রামে তিনি জানান নূপুরের সঙ্গে তাঁর প্রেমপর্ব৷ তার পর থেকে সোশ্যাল মিডিয়ায় দুজনের একসঙ্গে সময় কাটানোর ছবিও শেয়ার করেছেন৷ নিজেদের ছবির পাশাপাশি শেয়ার করেছেন পরিবারের সদস্যদের ছবিও৷