প্রকাশ্যে এল ‘জওয়ান’-এর ট্রেলার
কিং খানের লুকিং ‘জওয়ান’ ছবিতে (সংগৃহীত চিত্র)
মাধ্যম নিউজ ডেস্ক: অপেক্ষার অবসান! মুক্তি পেতে চলেছে শাহরুখ খান অভিনীত ছবি ‘জওয়ান’ (Jawan)। ইতিমধ্যে ‘জওয়ান’ (Jawan)-এর ট্রেলার প্রকাশ করেছে নির্মাতা সংস্থা। চলতি বছরের শুরুতেই শাহরুখ খানের ‘পাঠান’ দেশ-বিদেশের বক্স অফিসে ঝড় তোলে। তারপরেই আলোচনা শুরু হয় শাহরুখের পরবর্তী ছবি জওয়ান নিয়ে। কবে মুক্তি পাবে ‘জওয়ান’ (Jawan)? সেই আশায় প্রহর গুনতে থাকেন বাদশার অনুরাগীরা। গত ১০ জুলাই ‘জওয়ান’ (Jawan)-এর প্রিভিউ সামনে আসে। সাধারণভাবে প্রথমে প্রকাশ্যে আসে টিজার, তারপর ট্রেলার, পরে মুক্তি পায় ছবি।কিন্তু টিজারের বদলে প্রিভিউ প্রকাশ্যে এনেছিলেন ‘জওয়ান’ নির্মাতারা। এরপরই মুক্তি পেল শাহরুখ খান অভিনীত ছবি জওয়ানের ট্রেলার। আগামী ৭ সেপ্টেম্বর দেশ-বিদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘জওয়ান’। শাহরুখ খানের লড়াই তাঁর পূর্ববর্তী ছবির সঙ্গেই। অর্থাৎ ‘পাঠান’-এর রেকর্ড ‘জওয়ান’ ভাঙতে পারবে নাকি ‘পাঠান’ ‘জওয়ান’ (Jawan)-এর থেকে এগিয়ে থাকবে তার উত্তর পাওয়া যাবে ৭ সেপ্টেম্বর ছবি মুক্তির সঙ্গে সঙ্গে। মার্কিন যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরশাহী, অস্ট্রেলিয়া, সৌদি আরব সহ সমস্ত অন্যান্য দেশে মুক্তি পাবে ‘জওয়ান’। ইতিমধ্যে টিকিটের ফ্রি বুকিংও নাকি শেষ হয়ে যাচ্ছে। ছবির বাজেট রয়েছে ৩০০ কোটি টাকা। এই ছবিতে দেখা মিলবে সানিয়া মালহোত্রা, প্রিয়মণি, সুনীল গ্রোভারের মতো তারকাদের। থাকছেন দীপিকা পাড়ুকোনও। হিন্দি, তামিল, তেলেগু ভাষায় মুক্তি পাবে ছবি।
বৃহস্পতিবার রাতেই বুর্জ খলিফায় দেখানো হবে ‘জওয়ান’ (Jawan)-এর ট্রেলার। এখানে উপস্থিত থাকবেন স্বয়ং শাহরুখ খান। জানা গিয়েছে ইতিমধ্যে দুবাইয়ের উদ্দেশে উড়ে গিয়েছেন তিনি। অন্যদিকে, বুধবার প্রি-রিলিজ ইভেন্টে শাহরুখ ছিলেন চেন্নাইতে। সঙ্গে ছিলেন পরিচালক অ্যাটলি। সেখানেই তিনি দর্শকদের সঙ্গে কথোপকথনের সময় বলেন, ‘‘আমি কৃতজ্ঞ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। অসংখ্য ধন্যবাদ। আমি তামিল ছবি খুব ভালোবাসি। আমি অনেক আগেই বুঝে গিয়েছিলাম যে শ্রেষ্ঠ ছবি তামিলেই তৈরি হয়।’’
ছবির ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে অনেকটা ‘জওয়ান’ (Jawan)-এর কাহিনী। এখানে ডবল রোলে দেখা যাবে শাহরুখ খানকে। বাবা এবং ছেলে একইসঙ্গে দুই ভূমিকাতেই অভিনয় করবেন শাহরুখ খান। ‘জওয়ান’ (Jawan)-এর অ্যাকশন এবং দূর্দান্ত সংলাপ দুটোই রয়েছে ট্রেলারে যা মন মাতিয়েছে দর্শকদের। ছবির শুরুতেই দেখা যাচ্ছে মেট্রো রেল হাইজ্যাকের কাহিনী এবং সেই ট্রেন হাইজ্যাক করছেন ভিলেন শাহরুখ খান নিজে। মেট্রো রেল হাইজ্যাক হওয়ার পর পুলিশের সঙ্গে শাহরুখের কথোপকথনও রয়েছে ট্রেলারে। পুলিশ তাঁকে প্রশ্ন করে, ‘‘তোমার কী চাই?’’ বাদশার উত্তর, ‘আলিয়া ভাট’। অন্যদিকে হাইজ্যাকার শাহরুখের ফ্যান আবার সকলেই। সিনেমায় দেখা যাবে অভিনেতা সুনীল গ্রোভার মুগ্ধ রয়েছেন হাইজ্যাকারের ব্যক্তিত্বে। ঊর্ধ্বতন অফিসার নয়নতারাকে তিনি বলছেন সে কথা।
ছবির ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে নয়নতারার সঙ্গে কখনও প্রেমের সম্পর্ক ছিল শাহরুখের। ট্রেলারে পরিষ্কার, শাহরুখ একসময় দেশের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। কেন তিনি খাকি উর্দি ছাড়লেন তা ট্রেলারের স্পষ্ট হয়নি। অন্যদিকে, ট্রেলারে দেখা মিলবে দীপিকা পাড়ুকোনেরও। ট্রেলার অনুযায়ী দেখা যাচ্ছে আসল ভিলেনের নাম কালি অর্থাৎ বিজয় সেতুপতি। তিনি বিশ্বের চতুর্থ সর্বোচ্চ আর্ম ডিলারের ব্যবসা করেন। ওই ট্রেলার শাহরুখকে বলতে শোনা যাচ্ছে, ‘‘আমরা জওয়ান (Jawan), দেশের জন্য ১০০০ বার জান লড়িয়ে দিতে পারি কিন্তু তোমাদের মতো মানুষ যারা দেশকে বিক্রি করে দেয় তাদের জন্য নয়। তাই কালী তোমার সঙ্গে কোনও ডিল নয়।’’
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।