img

Follow us on

Wednesday, Oct 30, 2024

Kalki 2898 AD: বক্স অফিসে নয়া রেকর্ড! ২৮ দিনে ১ হাজার ১০০ কোটি ছুঁল প্রভাসের 'কল্কি'

Box Office Collection: গ্লোবাল বক্স অফিসে নতুন মাইলফলক ছুঁল 'কল্কি ২৮৯৮ এডি'

img

২৮ দিন ধরে টানা প্রেক্ষাগৃহে রাজত্ব করে চলেছে 'কল্কি ২৮৯৮ এডি', সংগৃহীত চিত্র

  2024-07-26 11:34:50

মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় সিনেমার ইতিহাসে নতুন মাইলস্টোন ছুঁয়েছে প্রভাসের ছবি 'কল্কি ২৮৯৮ এডি'৷ দুটো ফ্লপ সিনেমার পর এবার নতুন অধ্যায় লিখতে চলেছেন দক্ষিণী তারকা প্রভাস৷ ইতিমধ্যেই তাঁর অভিনীত কল্কি বক্স অফিসে (Box Office Collection) যে বিজয় রথ দৌড় করাচ্ছেন তা থামানো মুশকিল পঞ্চম সপ্তাহতেও৷ হিসেব বলছে, গ্লোবাল বক্স অফিসে 'কল্কি ২৮৯৮ এডি' (Kalki 2898 AD) ছুঁল নতুন রেকর্ড৷ এখনও পর্যন্ত কল্কির ঝুলিতে এসেছে ১ হাজার ১০০ কোটি টাকা৷ ফলে সিনেমার এই সাফল্যে উচ্ছ্বসিত প্রযোজক-নির্মাতা সহ অনুরাগীরাও৷

কী জানাল প্রযোজনা সংস্থা? (Kalki 2898 AD)

নাগ অশ্বিন পরিচালিত এই ছবি ২৮ দিন ধরে টানা প্রেক্ষাগৃহে রাজত্ব করে চলেছে৷ এ নিয়ে প্রযোজনা সংস্থা বৈজন্তি মুভিসের তরফে বৃহস্পতিবার নতুন একটি পোস্টার সামনে আনা হয়েছে৷ সেখানে উল্লেখ করা হয়েছে, "বক্স অফিসে অসাধারণ সাফল্য প্রভাস ও দীপিকা পাড়ুকোন অভিনীত কল্কির৷ ১১০০ কোটি টাকা পার৷ পঞ্চম সপ্তাহেও দারুণ হচ্ছে ছবির কালেকশন৷" 'কল্কি'র সাফল্য ভারতীয় সিনেমার জন্য গৌরবের৷

'জওয়ান'-এর রেকর্ড ভেঙে ফেলবে 'কল্কি'? (Box Office Collection) 

২৭ জুন দেশজুড়ে মুক্তি পায় 'কল্কি' (Kalki 2898 AD)৷ এমনকী, বিদেশের মাটিতেও এই ছবি দেখে মুগ্ধ হন অনুরাগীরা৷ প্রথমদিনেই ছবির ঘরে আসে ৯৫.৩ কোটি টাকা৷ কোনও প্রতিযোগিতা ছাড়াই বক্সঅফিস দখল করে নিতে সক্ষম হয় মাইথোলজিক্যাল এই ছবি৷ আর ২০ কোটি টাকা আয় হলেই শাহরুখ খানের 'জওয়ান'-এর রেকর্ড ভেঙে ফেলবেন প্রভাস৷ নাগ অশ্বিনের মাইথোলজিক্যাল এই সাইন্স-ফিকশন ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে অমিতাভ বচ্চন, কমল হাসান, দিশা পাটানি, শাশ্বত চট্টোপাধ্যায়কে৷ তেলুগু ছাড়া 'কল্কি ২৮৯৮ এডি' মুক্তি পেয়েছে তামিল, মালয়লম, কন্নড়, হিন্দি ও ইংরাজি ভাষায়৷

আরও পড়ুন: বক্স অফিসে কল্কি-ঝড় অব্যাহত, ২৩ দিনে ৬০০ কোটি টাকার ব্যবসা

উল্লেখ্য, ৬০০ কোটি টাকা বাজেট ছিল এই ছবির৷ তবে প্রযোজকের এই সিদ্ধান্তে চিন্তিত ছিলেন অভিনেতা প্রভাস৷ কারণ এর আগে আদিপুরুষ ও রাধেশ্যাম বিগ বাজেটের দুটি ছবি অসফল থাকে বক্সঅফিসে৷ ফলে এই ছবি কতটা দর্শকরা গ্রহণ করবেন, তা নিয়ে চিন্তায় ছিলেন অভিনেতা৷ তবে ছবি (Kalki 2898 AD) মুক্তির পর সাফল্যের ঢেউ ওঠে বক্সঅফিসে৷ মনে করা হচ্ছে, তেলেগু এবং অন্যান্য ভাষায় কম প্রতিযোগিতার কারণে ছবিটি ভারত এবং বিদেশ উভয় বক্স অফিসেই সফলতা পাচ্ছে।   

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

Madhyom

Entertainment news

Bollywood

bangla news

Bengali news

Amitabh Bachchan

Prabhas

Kamal Haasan

news in bengali

celebrity

Kalki 2898 AD

worldwide box office collection

Prabhas film

 Deepika Padukone


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর