পঞ্চম সন্তানের বাবা হতে চলেছেন সইফ আলি খান!
সইফ-করিনা
মাধ্যম নিউজ ডেস্ক: বলিপাড়ায় আবার খুশীর খবর। আলিয়ার পর এবারে গর্ভবতী করিনা! ননদ-বৌদি একসঙ্গে গর্ভবতী? পঞ্চম সন্তানের বাবা হতে চলেছেন সইফ আলি খান? এই প্রশ্নই এখন সোশ্যাল মিডিয়া জুড়ে ছেয়ে রয়েছে। গত কয়েকদিন ধরেই তাঁর পুরো পরিবারের সঙ্গে লন্ডনে ছুটি উপভোগ করছেন তিনি। করিনা ও তার স্বামী সইফ আলি খান (Saif Ali Khan) এবং দুই সন্তান তৈমুর এবং জেহ-র সঙ্গে খুশমেজাজে ছুটি কাটাচ্ছেন। লন্ডন ভ্রমণের তাঁদের কিছু ছবি কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
সম্প্রতি করিনার ফ্যান ক্লাবের তরফ থেকে সইফ-করিনার লন্ডনে কাটানো মুহূর্তের ছবি পোস্ট করা হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেখানেই একটি ছবি দেখে চক্ষুচড়কগাছ নেটিজেনদের। সেই ছবিতে করিনা কাপুরকে একটি কালো রঙের ট্যাঙ্ক টপে দেখা যাচ্ছে। একটি স্লিং ব্যাগ নিয়ে রয়েছেন। ন্যুড মেকআপ এবং হাফ টাই চুলে করিনাকে সুন্দর দেখাচ্ছে। কিন্তু মানুষের নজর একদিকেই স্থির। কালো টপ পরে থাকলেও বেবো তাঁর বেবিবাম্প লুকোতে পারেননি। এই ছবি সামনে আসতেই ঝড়ের বেগে ভাইরাল। এর পাশাপাশি কমেন্ট সেকশনে কমেন্টের যেন ঝড় বয়ে গিয়েছে।
আরও পড়ুন: মা হতে চলেছেন আলিয়া! নিজেই সোশ্যাল মিডিয়ায় দিলেন সুখবর..
অনেকে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন ঠিকই। তবে নেটিজেনদের বেশিরভাগই এই ব্যাপারটি নিয়ে সমালোচনাও করেছেন। নেটিজেনের একজন বলেন "আবারও মা হতে চলেছেন! আপনি নিজের স্বাস্থ্য নিয়েও একটু ভাবুন করিনা। আপনাকে এখন করিশ্মা কাপুরের চেয়েও বেশি বুড়ো লাগে।" একজন বলেছেন “করিনা গর্ভবতী। কালো পোশাকে তার পেট লুকানো যাচ্ছে না।“ অনেকে আবার জনসংখ্যা বৃদ্ধির কথা উল্লেখ করে বলেন, "জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য সরকার প্রচার চালাচ্ছে। আর আপনারা এই ধরনের কাজ করে চলেছেন। সাধারণ মানুষ কী শিখবে?"
তবে অনেকেই দাবি করেছেন যে, তিনি সত্যিই গর্ভবতী কারণ তাঁর লন্ডন ভ্রমণের ছবিগুলোতে তাঁকে পেট লুকোতে দেখা যাচ্ছে। তবে অনেককে এই বলতেও শোনা গিয়েছে যে এই ছবিটি হয়তো পুরনো। কিন্তু এই নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেননি ছোট নবাব বা তাঁর বেগম। করিনা সত্যিই গর্ভবতী কিনা এই রহস্যের জট একমাত্র বেবো স্বয়ং ভেদ করতে পারবেন। তাই কবে তাঁরা এই বিষয়টি প্রকাশ্যে আনবেন, তারই অপেক্ষায় সইফ-করিনার অনুরাগীরা।