কঙ্গনা রানাউতের ‘ধাকড়’ ছবিকে অনেক পেছনে ফেলেছে এই ছবিটি
'ভুল ভুলাইয়া ২' ছবির পোষ্টার
মাধ্যম নিউজ ডেস্ক: কার্তিক আরিয়ান (Kartik Aaryan) অভিনীত ছবি 'ভুল ভুলাইয়া ২' (Bhool Bhulaiyaa 2) সিনেমা হলে মুক্তি পাওয়ার এক সপ্তাহ কেটে গিয়েছে। সিনেমা হলে আসার পর থেকেই চুটিয়ে ব্যবসা করে চলেছে এই বলিউড (Bollywood) ছবি। প্রায় ১০০ কোটির গণ্ডি ছুঁতে চলেছে এই হরর কমেডি (Horror Comedy)। কার্তিক আরিয়ান ছাড়াও 'ভুল ভুলাইয়া ২' ছবিতে মুখ্য চরিত্রে রয়েছে কিয়ারা আডবাণী (Kiara Advani), তাব্বু (Tabu)। এছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রাজপাল যাদব (Rajpal Yadav)। ছবি মুক্তি পাওয়ার প্রথম দিন থেকেই বক্স অফিসে কার্যত ঝড় তুলেছে এই ছবিটি।
এই ছবিটি কার্তিক আরিয়ানের জন্য সবচেয়ে বড় ওপেনার তথা ২০২২ সালে বলিউডের সবচেয়ে বড় ওপেনার হিসেবে গণ্য করা হয়েছে। কারণ ২০২২-এ মুক্তি পাওয়া আগের ছবিগুলি যেমন- ‘রানওয়ে ৩৪’ ‘হিরোপান্তি’ ‘বচ্চন পাণ্ডে’, একটিও বক্স অফিসে তথা মানুষের মনে তেমন জায়গা করে নিতে পারেনি। কোভিডের (Covid-19) সময় থেকে বলিউড ইন্ডাস্ট্রির যে দুর্দশা হয়েছিল সেখান থেকে কিছুটা হলেও স্বস্তি দিতে পেরেছে ‘ভুল ভুলাইয়া ২’ ।
ছবি মুক্তির প্রথম দিনে ১৩.৫ কোটির ব্যবসা করার পর থেকেই পুরো সপ্তাহ জুড়ে ভালোই ব্যবসা করে চলেছে। দ্বিতীয় দিনে ১৮ কোটি, তৃতীয় দিনে ২৩.৩৫ কোটি অর্থাৎ দ্বিতীয় ও তৃতীয় দিন মিলে মোট ৫৪.৮৫ কোটির ব্যবসা করতে পেরেছে এই ছবিটি। এই ছবিতে অভিনেতা-অভিনেত্রীদের দুর্দান্ত পারফরম্যান্সের প্রশংসাও করতে দেখা গিয়েছে দর্শকদের। প্রথম সপ্তাহেই মোট ৫৮ লাখ টাকার টিকিট বিক্রি করতে পেরেছে।
ছবিটির প্রথম সপ্তাহে মোট ৯০ কোটি টাকার ব্যবসা করেছে ‘ভুল ভুলাইয়া ২’। সিনেমা হলে একই সঙ্গে চলছে কঙ্গনা রানাউতের (Kangna) ‘ধাকড়’ (Dhakkad)। সেই ছবিকে ইতিমধ্যেই অনেক পেছনে ফেলেছে এই হরর কমেডি ছবিটি। ফলে এর থেকে বোঝা যাচ্ছে আগামী সপ্তাহের মধ্যেই ১০০ কোটির গণ্ডি অনায়াসেই পার করে ফেলবে এই ছবিটি। তবে ‘ভুল ভুলাইয়া ২’ কে টক্কর দিতে ইতিমধ্যেই মুক্তি পেয়েছে আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana) অভিনীত ‘আনেক’, টম ক্রুজ (Tom Cruise) অভিনীত ‘টপ গান ম্যাভেরিক’ (Top Gun Maverick)। এক নজরে দেখে নিন কোন দিনে কত টাকার ব্যবসা করেছে ‘ভুল ভুলাইয়া ২’।
প্রথম দিন – ১৩.৫ কোটি
দ্বিতীয় দিন- ১৮ কোটি
তৃতীয় দিন- ২৩.৩৫ কোটি
চতুর্থ দিন- ১০.৭৫ কোটি
পঞ্চম দিন- ৯.৫০ কোটি
ষষ্ঠ দিন- ৮.২৫ কোটি
সপ্তম দিন- ৭.২৫ কোটি