এদিন আওয়ার্ড পাওয়ার পরে বিবেক অগ্নিহোত্রী ট্যুইটারে লেখেন, "ধন্যবাদ জানাই Indian Television Awards কর্তৃপক্ষকে
প্রতীকী ছবি
মাধ্যম নিউজ ডেস্ক: কাশ্মীরি পন্ডিতদের উপর নির্মম অত্যাচারের কাহিনী নিয়ে তৈরি সিনেমা কাশ্মীর ফাইলস (Kashmir Files) দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে ঝড় তুলেছিল এবছর। মিঠুন চক্রবর্তী, অনুপম খেরের অভিনীত এবং বিবেক অগ্নিহোত্রী পরিচালিত এই সিনেমার প্রশংসা করেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী। কাশ্মীর ফাইলসকে (Kashmir Files) করমুক্ত ঘোষণা করে অনেক রাজ্য।
আরও পড়ুন: পাশে বসে 'বলিউড বাদশা', জানতেই যা কাণ্ড করে বসলেন এই হলিউড সুপারস্টার
দেশ বিদেশে বহু প্রশংসিত এই ছবির মুকুটে যোগ হল এবার নতুন আরেকটি পালক। Indian Television Awards (ITA) পেল কাশ্মীর ফাইলস। Golden Film of Indian Cinema হিসেবে এই আওয়ার্ড দেওয়া হয় কাশ্মীর ফাইলসকে (Kashmir Files)।
আরও পড়ুন: পঞ্চম বিবাহবার্ষিকীতে 'রোম্যান্টিক' মুডে বিরাট, কিন্তু অনুষ্কা এ কী ছবি পোস্ট করলেন?
এদিন আওয়ার্ড পাওয়ার পরে বিবেক অগ্নিহোত্রী ট্যুইটারে লেখেন, "ধন্যবাদ জানাই Indian Television Awards কর্তৃপক্ষকে। কাশ্মীর ফাইলস (Kashmir Files) হল জনগনের সিনেমা, আমি এখানে শুধুমাত্র সত্য ঘটনাগুলি তুলে ধরার চেষ্টা করেছি মাত্র। এই আওয়ার্ড আমি উৎসর্গ করলাম কাশ্মীরের নিহত পন্ডিতদের, গণহত্যায় যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। কাশ্মীরে যা ঘটেছিল তা ছিল একেবারে ধর্মীয় অত্যাচার"।
আরও পড়ুন: প্রয়াত বিক্রম গোখলে ও তবসুমকে নিয়ে আবেগপ্রবণ পোস্ট বিগ বি-র
প্রসঙ্গত, বিবেক অগ্নিহোত্রী এবার নতুন একটি সিনেমার কাজে হাত দিয়েছেন। The Vaccine War নামের এই সিনেমাটি এবছরেই মুক্তি পাবে বলে জানা গেছে।
আরও পড়ুন: 'মেরা দিল ইয়ে পুকারে আজা', ভাইরাল গানে নাচলেন মাধুরী দীক্ষিত
পরিচালকের স্ত্রী পল্লবী যোশী জানিয়েছেন মোট দশটি ভাষাতে এই ছবি মুক্তি পাবে। ২০২৩ সালের ১৫ অগাস্ট মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।
আরও পড়ুন: অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে না 'বিগ বি'-র নাম-ছবি-কণ্ঠস্বর, নির্দেশ দিল্লি হাইকোর্টের
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
Tags: